প্রবেশগম্যতা সেটিংস

Image: Shutterstock, Robert Adrian Hillman

লেখাপত্র

বিষয়

জলবায়ু সংকট অনুসন্ধানের জন্য কয়েকটি পরামর্শ

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

GIJC21, climate change headlines

ছবি: শাটারস্টক, রবার্ট আদ্রিয়ান হিলম্যান

পুলিৎজার সেন্টারের রেইনফরেস্ট ইনভেস্টিগেশন নেটওয়ার্ক (আরআইএন)-এর পরিবেশগত অনুসন্ধানী সম্পাদক গুস্তাভো ফালেইরোস বলেছেন, জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্রতিবেদন বিষয়ে পাঠকদের আরও ভালোভাবে জানানোর জন্য সাংবাদিকদের অবশ্যই জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। দ্বাদশ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে, “জলবায়ু পরিবর্তন অনুসন্ধান” সেশনে তিনি আরও বলেন, “জলবায়ু রিপোর্টিংয়ের মূল চরিত্রই এমন। প্রায়ই এই কাজের সীমা, সীমান্ত পেরিয়ে যায় এবং এ কারণে আন্তসীমান্ত প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ।”

GIJC21 logo“পরিবেশগত ইস্যুগুলো খুব জটিল। কখনো কখনো এর প্রভাব দেখা যায় একের বেশি জায়গায়। ইকোসিস্টেম/বাস্তুতন্ত্র বা নদীপ্রবাহের প্রভাব থাকে বেশ কয়েকটি দেশে,” বলেন ফালেইরোস।

তিনি একই সঙ্গে এটিও তুলে ধরেছেন যে, কীভাবে নানাবিধ অনুসন্ধানী কর্মকাণ্ড সাংবাদিকের জন্য নিরাপত্তাগত ঝুঁকির কারণ হতে পারে এবং কীভাবে সহযোগিতা এই ঝুঁকি কমাতে পারে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়: সাংবাদিকেরা দল বেঁধে কাজ করলে, হামলা-হুমকির পরিস্থিতিতে একে অপরের দিকে নজর রাখতে পারেন। সংখ্যার একটা ক্ষমতা আছে।

গ্লাসগোতে এ সপ্তাহে শুরু হয়েছে জাতিসংঘের ২০২১ জলবায়ু সম্মেলন (কপ ২৬) । তারই পটভূমিতে  জিআইজেসি২১-এর এই সেশনে, এই ইস্যুতে আরও ইন-ডেপথ অনুসন্ধান করার জন্য সাংবাদিকদের কিছু পরামর্শ এবং টুলের হদিস দিয়েছেন বক্তারা।

পরিবেশবিষয়ক নিউজ সাইট মোঙ্গাবে ইন্দোনেশিয়ায় কাজ করেন সাংবাদিক হান্স নিকোলাস জং। তিনি জানিয়েছেন, ডেটা পাওয়া, গবেষণা এবং প্রতিবেদনের ধারণার জন্য তিনি প্রায়ই বিভিন্ন ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তিনি এমন চারটি সাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন, যেগুলি তিনি প্রায়ই ব্যবহার করেন নিজের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত রিপোর্টিংয়ে।

১. ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার: এই অনলাইন প্ল্যাটফর্মে আপনি জলবায়ু পরিবর্তনের স্থানীয় ও বৈশ্বিক—দুই ধরনের চিত্র পাবেন। বিভিন্ন দেশের সরকার, প্যারিস জলবায়ু চুক্তিতে (যেখানে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রির মধ্যে এবং সম্ভব হলে ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল) কী করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সত্যিই কী করছে, তারও একটি হিসাব রাখে সাইটটি। নির্দিষ্ট কোনো অঞ্চল বা দেশের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিভিন্ন নির্দেশকও পাওয়া যায় এখানে।

২. ক্লাইমেট অ্যানালিটিকস: এই অনলাইন প্ল্যাটফর্মে পাবেন জলবায়ু পরিবর্তন নিয়ে নির্দিষ্ট দেশ বা অঞ্চল ধরে গবেষণার সুযোগ। এবং এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কীভাবে এটি সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে, তা দেখানো হয়েছে। অর্থনীতির দিক দিয়ে এই নিষ্ক্রিয়তার মূল্য কত, তারও একটি হিসাব দেখায় প্ল্যাটফর্মটি এবং বিশ্বজুড়ে বর্তমানে কী পরিমাণ কয়লার ব্যবহার হচ্ছে, তারও একটি চিত্র পাওয়া যায় এখানে।

GIJC21, Environmental Justice Atlas

এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যাটলাস। ছবি: স্ক্রিনশট

৩. গ্লোবাল এনার্জি মনিটর: ওপেন সোর্স এই অনলাইন ট্র্যাকারটি বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানি প্রকল্পের দিকে চোখ রাখে। প্ল্যাটফর্মটিতে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়। এটি ডেটা ও গবেষণারও ভান্ডার।

৪. এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যাটলাস: জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কারণে বিশ্বজুড়ে যেসব দ্বন্দ্ব-সংঘাত শুরু হয়েছে, সেগুলো তুলে ধরে এই মানচিত্র। এবং ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলের দিকেও মনোযোগ দিতে পারেন।

অন্যদিকে নেদারল্যান্ডসভিত্তিক ফ্রিল্যান্স ডেটা সাংবাদিক আদ্রিয়ানা হোমোলোভা বলেছেন আরেকটি প্রায়ই এড়িয়ে যাওয়া বিষয়ের কথা। সেটি হলো এই ইস্যুতে জলবায়ু পরিবর্তনের প্রভাব অস্বীকার করা মানুষদের ভূমিকা। তিনি সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন এসব ভুয়া তথ্যের আসল উৎস এবং কারা তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তা উন্মোচনের জন্য। যেমন, ২০১৭ সালে, নেদারল্যান্ডসে জলবায়ু পরিবর্তন সংশয়ীদের নিয়ে অনুসন্ধানের জন্য তিনি তিন মাসের ৭ হাজার ৪৩০টি টুইট এক জায়গায় করেছিলেন। এরপর বিশ্লেষণ করে দেখেছিলেন যে, সেগুলো কারা পোস্ট করছে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কী ধরনের বিভ্রান্তিকর আলোচনা হচ্ছে।

“আমার মনে হয় এটি গুরুত্বপূর্ণ…যে, তারা কারা, তাদের উদ্দীপনা কোথা থেকে আসে, কারা তাদের এসব বক্তব্য প্রচারের জন্য অর্থ দেয় ইত্যাদি বিষয় উন্মোচন করা জরুরি,” বলেছেন হোমোলোভা।

জলবায়ু পরিবর্তন নিয়ে অনুসন্ধানে সহায়তার জন্য সাংবাদিকদের জন্য বেশ কয়েকটি রিসোর্স তৈরি করেছে জিআইজেএন। দেখুন আমাদের গাইড: জলবায়ু সংকট: অনুসন্ধানী সাংবাদিকদের জন্য আইডিয়া এবং সংঘবদ্ধ অপরাধ অনুসন্ধানের গাইডে জলবায়ুসংক্রান্ত অপরাধ নিয়ে অধ্যায়। গাইডটি প্রকাশিত হয়েছে জিআইজেসি২১-এর প্রথম দিনে।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

পরামর্শ ও টুল

ত্রুটিপূর্ণ ও ভুয়া একাডেমিক গবেষণা নিয়ে কীভাবে কাজ করবেন

একাডেমিক গবেষণাপত্রের ওপর ভিত্তি করে শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। ফলে ত্রুটিপূর্ণ ও ভুয়া গবেষণা অনেক সময় তৈরি করতে পারে নেতিবাচক প্রভাব। পড়ুন, কীভাবে এমন ত্রুটিপূর্ণ গবেষণা নিয়ে অনুসন্ধান করতে পারেন।

গাইড পরামর্শ ও টুল

প্রতিবন্ধীদের নিয়ে অনুসন্ধানের রিপোর্টিং গাইড: সংক্ষিপ্ত সংস্করণ

জাতিসংঘের মতে, প্রতিবন্ধী ব্যক্তিরা হচ্ছেন বৃহত্তম বিভক্ত সংখ্যালঘু জনগোষ্ঠী। কার্যত প্রতিটি রিপোর্টিং বীটেই প্রতিবন্ধী বিষয়ক দৃষ্টিকোণ থেকে আলোচনা বা কাজ করার সুযোগ রয়েছে।

Using Social Network Analysis for Investigations YouTube Image GIJC23

পরামর্শ ও টুল

অনুসন্ধানী সাংবাদিকতায় শক্তিশালী টুল সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস

ডেটা-চালিত সাংবাদিকতার যুগে, বিভিন্ন বিষয়কে একসঙ্গে যুক্ত করার মাধ্যমে যুগান্তকারী সব তথ্য উন্মোচন করা সম্ভব। সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস (এসএনএ) ঠিক এমন একটি কৌশল, যা ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকেরা ঠিক এ কাজটিই করতে পারেন।

পরামর্শ ও টুল

বৈশ্বিক সহযোগিতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা: অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ গতিপথ 

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তঃসীমান্ত সহযোগিতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং এ সংক্রান্ত ভুলভ্রান্তি এড়ানোর পরামর্শ দিয়েছেন তিন অভিজ্ঞ সাংবাদিক।