পরামর্শ ও টুল
জলবায়ু সংকট অনুসন্ধানের জন্য কয়েকটি পরামর্শ
গ্লাসগোতে এ সপ্তাহে শুরু হয়েছে জাতিসংঘের ২০২১ জলবায়ু সম্মেলন (কপ ২৬) । তারই পটভূমিতে জিআইজেসি২১-এর এই সেশনে জলবায়ু ইস্যুতে আরও ইন-ডেপথ অনুসন্ধান করার জন্য সাংবাদিকদের পরামর্শ এবং টুলের হদিস দিয়েছেন বক্তারা। জোর দিয়েছেন আন্তসীমান্ত সহযোগিতামূলক অনুসন্ধানী প্রকল্প গড়ে তোলার গুরুত্বের দিকে।