গাইড রিসোর্স
তীব্র দাবদাহ নিয়ে অনুসন্ধানের জন্য জিআইজেএনের নির্দেশিকা
২০২৩ সালকে ধরা হচ্ছিল উষ্ণতম বছর। কিন্তু এ বছর তাপপ্রবাহের যে ধারা তাতে ধারণা করা যায়, ২০২৪ পেছনে ফেলবে আগের বছরকে। তীব্র তাপপ্রবাহের নেতিবাচক প্রভাব বলতে গেলে সবক্ষেত্রেই অনুভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে সাংবাদিকেরাও তীব্র তাপপ্রবাহ নিয়ে নানাদিক থেকে প্রতিবেদন করতে পারেন। জিআইজেএনের নির্দেশিকাটি এ কাজে আপনাদের সহায়তা করতে পারে।