অনভিজ্ঞ ও তরুণ, মেধাবী ও প্রতিশ্রুতিশীল: এমন নতুন রিপোর্টারদের দলবদ্ধ অনুসন্ধানের জন্য তৈরি করবেন কীভাবে
ল্যাটিন আমেরিকায়সাংবাদিকতার স্কুলগুলোতে ডেটা সাংবাদিকতা, লৈঙ্গিক দৃষ্টিকোণ থেকে সাংবাদিকতা বা পডকাস্টের মতো বিষয় নিয়েও তেমন কিছু শেখানো হয়না। এমনকি ডিজিটাল সাংবাদিকতার ধারণাটিও নতুন। তাই নবীন সাংবাদিকদের জন্য এগিয়ে আসে ডিস্টিনটাস ল্যাটিটিউডস। এখান থেকে হাতেকলমে তারা দলবদ্ধ অনুসন্ধান শেখার সুযোগ পায়।