GIJC21 va a Sydney: La icónica Opera House, en Sydney Harbor, en el centro de una activa y diversa ciudad de cinco millones de habitantes. Créditos: Tourism Australia.
দ্বাদশ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স সিডনিতে
দ্বাদশ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুষ্ঠিত হবে সিডনি, অস্ট্রেলিয়ায়। ছবি: ট্যুরিজম অস্ট্রেলিয়া
২০২১ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স। এই সম্মেলন যৌথভাবে আয়োজন করবে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক এবং জুডিথ নিলসন ইনস্টিটিউট ফর জার্নালিজম অ্যান্ড আইডিয়াস।
অনুসন্ধানী সাংবাদিকতার আন্তর্জাতিক সম্মেলনটি প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। আসছে সম্মেলনের দিন-তারিখও প্রায় ঠিক; ২০২১ সালের ৩-৭ নভেম্বর। ভেন্যু, সেন্ট্রাল সিডনির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।
২০০৩ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে, ৭৭টি দেশে ছড়িয়েছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক। এটি রূপ নিয়েছে এসব দেশের ১৮৪টি অলাভজনক সংস্থার একটি জোটে, যা বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিকতাকে জোরদার ও প্রসারিত করার জন্য কাজ করছে। সিডনি ভিত্তিক জুডিথ নিলসন ইনস্টিটিউট যাত্রা শুরু করে ২০১৮ সালে, অস্ট্রেলিয়া এবং বিশ্বজুড়ে মানসম্পন্ন সাংবাদিকতাকে সমর্থন যোগানোর লক্ষ্য নিয়ে।
জিআইজেসি২১-কে দেখা হচ্ছে একটি এশিয়া প্যাসিফিক ইভেন্ট হিসাবে। বিশ্বের ৬০ শতাংশ জনগোষ্ঠী অধ্যুষিত এই অঞ্চলে এবারই প্রথম জিআইজেএনের বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জিআইজেএন বোর্ডের চেয়ারম্যান ব্র্যান্ট হিউস্টন বলেন, “আমরা এই অনিশ্চিত সময়ে জুডিথ নিলসন ইনস্টিটিউটের সহায়তার গভীর প্রশংসা করি।” “এটি জিআইজেএনকে এই অঞ্চলে প্রথম বিশ্ব সম্মেলন করার একটি দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে।”
জেএনআইয়ের নির্বাহী পরিচালক, মার্ক রায়ান বলেছেন, অস্ট্রেলিয়া এবং এই অঞ্চলের সাংবাদিকদের জন্য বিশ্বসেরা সাংবাদিকদের কাছ থেকে অনুসন্ধানী কৌশল শেখা এবং দক্ষতা অর্জনের এক অতুলনীয় সুযোগ করে দেবে জিআইজেসি২১।
“অস্ট্রেলিয়া এবং এশিয়া প্যাসিফিকের সাংবাদিকরা এখানে নিজেদের কাজও তুলে ধরতে, এবং তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্ব সাংবাদিকতা সম্প্রদায়ের সাথে ভাগ করতে পারবে,” তিনি বলেন।
জিআইজেসি মূলত প্রশিক্ষণের বিশাল এক ইভেন্ট, যেখানে সেরা সাংবাদিকদের প্যানেল আলোচনা ও কর্মশালায় অংশ নেয়ার মধ্যদিয়ে সর্বশেষ অনুসন্ধানী কৌশল, ডেটা বিশ্লেষণ, অনলাইন গবেষণা, ও আন্তঃসীমান্ত সহযোগিতা সম্পর্কে জানা যায়। এই সম্মেলনের মাধ্যমে এ পর্যন্ত ৮,০০০ এরও বেশি সাংবাদিককে প্রশিক্ষণ পেয়েছে। এখান থেকেই গড়ে উঠেছে অনুসন্ধানী দল, অলাভজনক নিউজরুম এবং অনেক অনুসন্ধানী প্রতিবেদন। সর্বশেষ সম্মেলন, জিআইজেসি১৯ অনুষ্ঠিত হয়েছে ২০১৯ সালের সেপ্টেম্বরে, জার্মানির হামবুর্গে। এখানে ১৩১টি দেশের ১৭৫০ জন অংশ নিয়েছিলেন।
আগামী সম্মেলনেও একটি শক্তিশালী ফেলোশিপ প্রোগ্রাম থাকবে, যা উন্নয়নশীল এবং রূপান্তরের পথে থাকা দেশগুলোর সাংবাদিকদের জন্য সম্মেলনে অংশ নেয়ার সুযোগ করে দেবে।
রেজিস্ট্রেশন এবং প্রোগ্রামের সর্বশেষ তথ্যের জন্য, টুইটারে আমাদের অনুসরণ করতে ভুলবেন না (@gijn এবং @jn_institute) এবং সাবস্ক্রাইব করুন জিআইজেএন বুলেটিন।
জিআইজেসি২১ সম্মেলনের সহ-স্পনসর হতে আগ্রহী? তাহলে, hello@gijn.org এ আমাদের সাথে যোগাযোগ করুন।