প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

৯ ধরনের ভিজ্যুয়াল স্টোরিটেলিং, যা মোবাইল ফোনের জন্য খুবই কার্যকর

English

ছবি: পেক্সেল

২০১৭ সালের সেপ্টেম্বরে বিবিসি ইন্টারনেট রিসার্চ অ্যান্ড ফিউচার সার্ভিসেসের প্রধান প্রযোজক ত্রিস্তান ফার্নি ডিজিটাল সংবাদ উপস্থাপনার ১২টি ফরম্যাট তুলে ধরেন। ফিনল্যান্ডের সর্ববৃহৎ দৈনিক পত্রিকা হেলসিংগিন সানোমাটের ভিজ্যুয়াল সাংবাদিক, এমা-লিনা ওভাসকাইনেন, সেই তালিকা সংশোধন করেছেন এবং উদাহরণসহ নতুন কিছু বিষয় সংযোজন করেছেন।

এখানে গল্প বলার নয়টি পদ্ধতি তুলে ধরা হয়েছে। উদাহরণগুলো, সেই সব মিডিয়া থেকে নেয়া, যেগুলো লেখক তার একটি প্রকল্পে কাভার করেছেন। মনে রাখবেন, এসব উদাহরণ মোবাইল ফোনেই সবচেয়ে ভালো দেখা যাবে।

. সংক্ষিপ্ত ভিডিও, সংক্ষিপ্ত ডকুমেন্টারি, এক্সপ্লেইনার

এজেপ্লাস (AJ +) এবং নাওদিস (NowThis) এই ধরনের ভিডিওতে অগ্রণী। কিন্তু এখন অনেক নিউজরুমেই এর ব্যবহার দেখা যাচ্ছে। এই পদ্ধতিতে ভিডিও, স্টিল এবং অ্যানিমেশন ব্যবহার হয়; বেশিরভাগ ক্ষেত্রেই সাথে ক্যাপশন এবং সাবটাইটেল থাকে।

গার্ডিয়ানের অ্যানিমেশন ও এক্সপ্লেইনার: কেমব্রিজ অ্যানালিটিকা নিউ ইয়র্ক টাইমসের ভিজ্যুয়াল ইনভেস্টিগেশন: টেক্সাসে গোলাগুলি বিবিসি: আপনার ফোনটি এখন একজন শরণার্থীর হাতে বিবিসির গল্প সংক্ষেপ : বিশাল ধন্যবাদ আপনাকে, (হৃদয়) শেয়ার করার জন্যে ওয়াশিংটন পোস্ট তথ্যচিত্র: আর. কেলি-কে স্তব্ধ করতে চান যে নারী

.

. স্টোরি, এএমপি স্টোরি, সোয়াইপ কার্ড

এই পদ্ধতিতে শিরোনাম, ক্যাপশন এবং টেক্সট ব্যানার দিয়ে কার্ডের মত ভিজ্যুয়ালাইজেশন তৈরি করা হয়। ধারণাটি এসেছে মূলত স্ন্যাপচ্যাট স্টোরিস এবং ইনস্টাগ্রামের মত সামাজিক প্ল্যাটফর্মের স্টোরিটেলিং টুল থেকে।

গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস: ইনস্টাগ্রাম স্টোরিজ বিবিসি সোয়াইপি: ক্যাসিনি: বিস্ময়কর আবিষ্কারের একটি মিশন বা সাফ্রাজিস্টস নাকি সাফ্রাজেস্টস ওয়াশিংটন পোস্ট এএমপি স্টোরি: দাঙ্গায় ধ্বংস শহর এনবিসি: ফ্লু ফ্রেনজি

. লং ফর্ম স্ক্রোলিটেলিং

স্ক্রোলিটেলিং মানে যে গল্প স্ক্রল করে করে দেখা যায়। একরৈখিক ও বিবরণমূলক এমন ভিজ্যুয়াল স্টোরিটেলিং, ফিচার প্রতিবেদনেই বেশি হয়। এখানে গল্পের এক অংশ থেকে অন্য অংশে মসৃণভাবে যেতে প্যারালাক্স স্ক্রল ব্যবহার করা হয়। (প্যারালাক্স স্ক্রল হলো, ওয়েবসাইটের সেই প্রযুক্তি, যেখানে ব্যাকগ্রাউন্ড ছবি এবং সামনের ছবি ভিন্ন গতিতে নড়ে।) এই ধরনের কাজে বিবিসি ব্যবহার করে জনপ্রিয় ডিজিটাল স্টোরিটেলিং টুল – শর্টহ্যান্ড।

বিবিসি ওয়ার্ল্ড ল্যাংগুয়েজ সার্ভিস: চেংগিস খানের দেশের আধুনিক নারী নিউইয়র্ক টাইমস: বিশ্বাসযোগ্য সাজতে শিখেছি যেভাবে ওয়াশিংটন পোস্টঃ ছয়জন কিশোর এবং তাদের বহন করা ক্ষত

৪. ডেটা ভিজ্যুয়ালাইজেশন, ভিজুয়াল রচনা, ভিজ্যুয়াল গল্প, ব্লেন্ডেড মিডিয়া স্টোরি

গ্রাফ, ইনফোগ্রাফিকস, ইন্টারেক্টিভ বা ছবিভিত্তিক গল্প – যেখানে কোনও লিখিত বর্ণনা নেই, তবে টেক্সট এবং টাইপোগ্রাফি ছবির অংশ হিসেবে থাকে।

গার্ডিয়ান: বেজোসের সাম্রাজ্য এবং কীভাবে ফুরিয়ে যাচ্ছে কেপ টাউনের পানি ওয়াশিংটন পোস্ট: ওবামাকেয়ার বাতিলের জন্য যেভাবে সিনেটররা তাদের অবস্থান বদলান দ্য পুডিং: সঙ্গীতের সীমান্ত গার্ডিয়ান ল্যাবের পডকাস্ট ওয়েব ইন্টারফেস: আজব পাখি এনবিসি বিশেষ: জামিন পদ্ধতি সংস্কার কোয়ার্টজ: নেপালের ভূমিকম্প কি, আমরা যা ভেবেছি তার চেয়ে দ্বিগুণ শক্তিশালী? নিউইয়র্ক টাইমস: রোহিঙ্গারা কীভাবে পালিয়ে যান

. ছাঁচে ঢালা নিবন্ধ, তালিকা, নিউজলেটার এবং ব্রিফ

লিস্টিক্যালস মানে এমন প্রতিবেদন যেখানে ক্রমিক সংখ্যা অথবা নির্দিষ্ট থিম বা শিরোনামের অধীনে কোনও কিছুর তালিকা থাকে। তার সাথে থাকে শক্তিশালী টাইপোগ্রাফি বা ভিজ্যুয়াল। এই ধরনের স্টোরি বাজফিড এবং হাফিংটন পোস্টে বেশ জনপ্রিয়। তবে মোবাইলভিত্তিক সংবাদেও এই ফরম্যাট ব্যাপকভাবে গৃহীত হয়েছে। দ্য গার্ডিয়ান মোবাইল ল্যাব তাদের স্মার্টিক্যালস উদ্যোগের মাধ্যমে “এটমাইজড স্টোরি” (একটি স্টোরিকে কনটেন্টের ভিত্তিতে ছোট ছোট ভাগে ভাগ করা এবং অপ্রচলিত কিন্তু আকর্ষণীয় পদ্ধতিতে সাজানো) নিয়ে চর্চা করেছে। এই ধরনের স্টোরি একজন পাঠক যতটুকু পর্যন্ত পড়ে রেখে দিয়েছেন, পরে আবার ঠিক সেখান থেকেই পড়া শুরু করতে পারেন।

নিউইয়র্ক টাইমস: ভ্রমণের সেরা জায়গা গার্ডিয়ান: দৈনিক ব্রিফিং ওয়াশিংটন পোস্টের লিলি: নিউজলেটার কোয়ার্টজ: আমরা কীভাবে জয়ী হব

. পাঠকের পছন্দভিত্তিক স্টোরিটেলিং

এর অর্থ হচ্ছে, কারো ব্যক্তিগত পছন্দ অনুযায়ী স্টোরিগুলোকে ফিল্টার করা এবং শেষ পর্যন্ত ব্যক্তি-পছন্দভিত্তিক প্রতিবেদন তৈরি করা। এই ধরনের স্টোরি পাঠকদের কাছে টানে এবং তারা যেসব গল্পকে নিজেদের জীবনের জন্য অর্থবহ মনে করেন, সেখানে বেশি সময় কাটান।

এনবিসি: পুলিশ কী করছে স্কুলে টাইমস: বসবাসের সেরা জায়গা বিবিসি: আয়ূ ক্যালকুলেটর এবং এনএইচএস ট্র্যাকার

.

. লাইভ ব্লগিং

প্রধানত ব্রেকিং নিউজ, স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বড় ইভেন্টের জন্য এই ধরনের স্টোরিটেলিং ফরম্যাট ব্যবহার হয়। এখানে ছোট ছোট টেক্সট বা লেখার ভিজ্যুয়ালাইজেশন থাকে এবং সামাজিক মাধ্যম থেকে ফটো, ভিডিও এবং ইউজারদের তৈরি কন্টেন্ট দিয়ে তা ঘনঘন আপডেট করা হয়।

গার্ডিয়ান: ম্যাচ রিপোর্ট নিউ ইয়র্ক টাইমস: ট্রাম্প ন্যাটো লাইভ ব্রিফিং

. বট এবং অটোমেটেড স্টোরিটেলিং

খেলাধুলা এবং নির্বাচনের প্রতিবেদন তৈরির জন্য কার্যকর পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে কিছু নিউজরুম এমন অ্যাপ্লিকেশন (সফটওয়্যার) বানিয়েছে, যারা নিজে থেকেই স্টোরি তৈরি করতে পারে।

কোয়ার্টজ নিউজ অ্যাপ্লিকেশন বিবিসি বটস প্রকল্প

. ৩৬০ ডিগ্রী ছবি, ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়ালিটি

ভার্চুয়াল (দর্শককে ঘটনার দৃশ্যপটে নিয়ে যাওয়া) এবং অগমেন্টেড (দর্শকের নিজ পরিবেশে ঘটনার দৃশ্যপট নিয়ে আসা) বাস্তবতা নিয়ে এখন অনেক পরীক্ষা-নিরীক্ষা চলছে। দ্য গার্ডিয়ান এবং নিউইয়র্ক টাইমস ম্যাগাজিন তাদের নিজস্ব অ্যাপ্লিকেশনের জন্য ভার্চুয়াল রিয়ালিটিতে গল্পের সিরিজ তৈরি করেছে। ভিআর অভিজ্ঞতা তৈরির জন্য গুগল কাজ করছে এনবিসি-র সাথে।

নিউইয়র্ক টাইমস: ডেইলি ৩৬০ এবং রিথিংকিং রাইকার্স বিবিসি: ভার্চুয়াল বাস্তবতা গার্ডিয়ান: ভার্চুয়াল বাস্তবতা

.

এই পোস্ট এমালিনা ওভস্কাইনেনের সাইটে প্রথম প্রকাশিত হয়। এখানে অনুমতি নিয়ে পুনঃপ্রকাশ করা হল।

ফিনল্যান্ডের বৃহত্তম দৈনিক সংবাদপত্র হেলসিংগিন সানোমাটের ভিজ্যুয়াল সাংবাদিক, এমালিনা ওভাসকাইনেন তাঁর কাজ  প্রিন্ট এবং ডিজিটাল প্রোডাক্টের জন্য সংবাদ ডিজাইন করা। বিভিন্ন গণমাধ্যমে তিনি কাজ করেছেন ২০ বছরের বেশি সময় ধরে। পত্রিকায় লেখক হিসেবে শুরু। ফিনিশ ব্রডকাস্টিং কোম্পানি ওয়াইএলইতে ছিলেন, রেডিও প্রতিবেদক হিসেবেও।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

অনুসন্ধান পদ্ধতি শিক্ষাদান ও প্রশিক্ষণ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের অনুসন্ধানী সাংবাদিকতার ‘হাব’ যেভাবে একটি প্রজন্মের রিপোর্টারদের তৈরি করেছে

মেক্সিকো সীমান্তে কর্মরত সাংবাদিকদের জন্য তাঁদের পেশাটা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। কেন্দ্রে যাঁরা সাংবাদিকতা করেন, তাঁদের সঙ্গে দূরত্ব তো ছিলই, ছিল সার্বক্ষণিকি নিরাপত্তাহীনতাও। সাংবাদিকেরা একজোট হয়ে এই দূরত্ব ঘুঁচিয়ে আনতে গড়ে তোলেন একটি সংগঠন। প্রয়োজনীয়ল প্রশিক্ষণ শেষে হাজারো প্রতিকূলতার মধ্যেও তাঁরা অনুসন্ধান করে তুলে আনেন বেশ কিছু প্রতিবেদন।

অনুসন্ধান পদ্ধতি গবেষণা

ডেনমার্কের কল্যাণ সংস্থার অ্যালগরিদমপদ্ধতি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনুসন্ধান

কল্যাণ সহায়তা বণ্টন পদ্ধতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে অ্যালগরিদমভিত্তিক পদ্ধতি অনুসরণ করছিল ডেনমার্কের প্রতিষ্ঠান। অনুসন্ধানে দেখা গেল, বৈষম্য বিলোপে নেওয়া এই উদ্যোগে উল্টো বাড়ছে বৈষম্য।

সংবাদ ও বিশ্লেষণ

২০২৪ ডাবল এক্সপোজার ফেস্টিভ্যাল: সংবাদমাধ্যমে গুরুত্ব না পাওয়া কিংবা অন্যায্যতার মতো ইস্যু নিয়ে অনুসন্ধান

জিআইজেএন সদস্য ও অলাভজনক অনুসন্ধানী বার্তাসংস্থা 100Reporters আয়োজিত চার দিনের ২০২৪ ডাবল এক্সপোজার চলচ্চিত্র উৎসব ও সিম্পোজিয়ামে (৭-১০ নভেম্বর) ২৩টি পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র প্রদর্শিত হয়ে গেল। দেখে নিন কী কী বিষয় নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন নির্মাতারা।

পরামর্শ ও টুল

দেখুন, ওয়েবসাইট কনটেন্ট ও মেটাডেটা বিশ্লেষণে ওপেন সোর্স টুল ‘ইনফরমেশন লন্ড্রোম্যাট’ কীভাবে কাজ করে

বিভিন্ন ওয়েবসাইটের মধ্যকার যোগসূত্র, মালিকানা চিহ্নিত করা এবং কনটেন্টের ধরন ও বৈশিষ্ট্য বিশ্লেষণের জন্য সবচেয়ে নতুন ও মজার টুলগুলোর মধ্যে ইনফরমেশন লন্ড্রোম্যাট একটি। কোনো পয়সাকড়ি খরচা না করেই আপনি এটি ব্যবহার করতে পারেন। জর্জ মার্শালের অর্থায়নে টুলটি বানিয়েছে অ্যালায়েন্স ফর সিকিউরিং ডেমোক্রেসি (এএসডি)।