

Illustration: Alexandra Ramirez for GIJN
প্রতিবন্ধীদের নিয়ে অনুসন্ধানের রিপোর্টিং গাইড: সংক্ষিপ্ত সংস্করণ
আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:
সম্পাদকের নোট: জিআইজেএনের রিপোর্টিং গাইড টু ইনভেস্টিগেটিং ডিজেবিলিটি ইস্যুজ লিখেছেন এমিল ওয়াটকিন্স। লেখাটি ২০২৩ সালের মার্চে প্রকাশিত হয়। ছোট ও সংক্ষিপ্ত এ সংস্করণটি ২০২৪ সালের জানুয়ারিতে সম্পাদনা করেন নিকোলিয়া অ্যাপোস্তালু।
জাতিসংঘের মতে, প্রতিবন্ধী ব্যক্তিরা হচ্ছেন বৃহত্তম বিভক্ত সংখ্যালঘু জনগোষ্ঠী। বিশ্বব্যাপী তাদের সংখ্যা প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন (১৩০ কোটি)। জাতীয়তা বা আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে যে কোনো সময় যে কেউ এ জনগোষ্ঠীর অংশ হতে পারেন। এটিও মনে রাখা দরকার যে সব ধরনের প্রতিবন্ধিতা দৃশ্যমান নয়।
কার্যত প্রতিটি রিপোর্টিং বীটেই প্রতিবন্ধী বিষয়ক দৃষ্টিকোণ থেকে আলোচনা বা কাজ করার সুযোগ রয়েছে।
অনুচ্ছেদ ১ — সংজ্ঞা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংজ্ঞাটি সম্ভবত সবচেয়ে বিশদ: “প্রতিবন্ধিতার কারণ হল সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম এবং বিষণ্নতার মতো স্বাস্থ্যগত অবস্থা এবং নেতিবাচক মনোভাব, অপ্রবেশযোগ্য পরিবহন ও ভবন এবং সীমিত সামাজিক সমর্থনের মতো ব্যক্তিগত ও পরিবেশগত পরিস্থিতিতে ব্যক্তিদের মধ্যে মিথস্ক্রিয়া।”
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলেছে, প্রতিবন্ধিতাকে নিচের তিনটি মাত্রায় সংজ্ঞায়িত করা যেতে পারে:
১. একজন ব্যক্তির শারীরিক গঠন বা কর্মক্ষমতা কিংবা মানসিক প্রতিবন্ধকতা; যেমন অঙ্গহানি, দৃষ্টিশক্তি হ্রাস বা স্মৃতিশক্তি হ্রাস।
২. কাজ বা চলাচলের সীমাবদ্ধতা, যেমন দেখা, শোনা কিংবা হাঁটতে অসুবিধা অথবা সমস্যা-সমাধানে অপারগতা।
৩. দৈনন্দিন কাজে অংশগ্রহণ— যেমন কোনো কিছু করা, সামাজিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং স্বাস্থ্য ও রোগপ্রতিরোধমূলক সেবা গ্রহণে সীমাবদ্ধতা।
জাতিসংঘের ওয়েবসাইটে বিভিন্ন দেশে প্রতিবন্ধীদের নিয়ে তৈরি আইনের একটি তালিকা রয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত জাতিসংঘের কনভেনশনে (সিআরপিডি) যে দেশগুলো স্বাক্ষর করেছে তারা স্বীকৃতি দেয় যে, “প্রতিবন্ধিতা একটি বিকাশমান ধারণা এবং এটি হলো প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে আচরণগত ও পরিবেশগত বাধার মধ্যকার আন্তসম্পর্কের পরিণতি, যা অন্যান্যদের সঙ্গে সমতার ভিত্তিতে সমাজে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণে প্রতিবন্ধী ব্যক্তিদের বাধাগ্রস্ত করে।” সিডিসি অনুসারে, অনেক ধরনের প্রতিবন্ধিতা রয়েছে, যা জন্মগতও হতে পারে। যেমন:
- দৃষ্টি
- চলাফেরা
- চিন্তা করা
- মনে রাখা
- শেখা
- যোগাযোগ
- শ্রবণ
- মানসিক স্বাস্থ্য
- সামাজিক যোগাযোগ
সিডিসি আরো বলেছে যে, প্রতিবন্ধিতা বিকাশকালীন সময়ের সঙ্গেও সম্পর্কিত হতে পারে, যা শিশুদের বেড়ে ওঠার সঙ্গে দৃশ্যমান হতে পারে (উদাহরণস্বরূপ, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং মনোযোগ-ঘাটতি/হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি। অন্যান্য প্রতিবন্ধিতা দুর্ঘটনা বা আঘাতের সঙ্গেও সম্পর্কিত হতে পারে (যেমন, মস্তিস্কে আঘাতজনিত ক্ষতি বা মেরুদণ্ডে আঘাতজনিত ক্ষতি), দীর্ঘস্থায়ী অসুস্থতা (উদাহরণস্বরূপ, ডায়াবেটিস), অথবা যা অসুস্থতা বৃদ্ধি (যেমন, মাসকুলার ডিস্ট্রোফি), এর সঙ্গে সম্পর্কিত বার্ধক্য (যেমন চলাচল সক্ষমতা বা দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি হ্রাস), চলাচলহীনতা বা জড়তা (যেমন, অঙ্গহানি), বা গতিশীল প্রকৃতি (মাল্টিপল স্ক্লেরোসিসের কিছু লক্ষণ)। অটিজম, এডিএইচডি এবং ডিসলেক্সিয়াও কিন্তু নিউরোডাইভারজেন্সের মধ্যে পড়ে, যা মস্তিষ্কের চিন্তার ক্ষমতা বা কীভাবে লোকেরা চিন্তা করে এবং তথ্য প্রক্রিয়া করে তাকে প্রভাবিত করে। সংজ্ঞা অনুসারে, নিউরোডাইভারজেন্ট অবস্থা কোনো প্রতিবন্ধিতা নয়, তবে এর সঙ্গে সম্পর্কিত হতে পারে।
এর অন্যান্য সংজ্ঞা এবং মডেলের জন্য, এই গাইডের দীর্ঘ সংস্করণ পড়ুন।
অনুচ্ছেদ ২ — কী নিয়ে অনুসন্ধান করা যায়
- অপ্রাতিষ্ঠানীকিকরণ: প্রতিবন্ধী ব্যক্তিদের প্রচলিত প্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য সুবিধার বাইরে ছোট কমিউনিটি হাউজিং বা পৃথক অ্যাপার্টমেন্টের মতো পরিসরে স্বাধীনভাবে জীবনযাপনের সুযোগের বন্দোবস্ত করা।
- সহজ ও সাশ্রয়ী আবাসন: মানুষ তাদের চাহিদামাফিক সাশ্রয়ী মূল্যের আবাসন খুঁজে পায় কিনা তা পরীক্ষা করুন, যেমন নির্দিষ্ট কাঠামো বা নকশাগত বৈশিষ্ট্য যা প্রতিবন্ধীদের জন্য উপযোগী, এবং এ ধরনের অন্যান্য সুবিধা।
- সুগম পরিবহন: একটি নির্দিষ্ট অঞ্চলে পরিবহনের প্রধান মাধ্যমটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য কিনা তা তদন্ত করুন।
- কর্মসংস্থানের সুযোগ: কাজ করতে সক্ষম একজন প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করুন।
- শিক্ষার সুযোগ: শিক্ষার্থীদের জন্য কোন ধরনের শিক্ষার সুযোগ প্রদান করা হয়েছে এবং তা পর্যাপ্ত কিনা, যাচাই করুন।
- অদৃশ্য প্রতিবন্ধিতা: সব ধরনের প্রতিবন্ধিতা খালি চোখে দেখা যায় না। দীর্ঘস্থায়ী অসুস্থতা, যেমন হাঁপানি, ডায়াবেটিস, ক্যান্সার, এবং অটোইমিউন রোগে (রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, ইত্যাদি) আক্রান্ত অনেকেই নিজেকে প্রতিবন্ধী মনে করেন। মানসিক স্বাস্থ্যগত সমস্যাও প্রায়ই অদৃশ্য প্রতিবন্ধিতা হিসেবে বিবেচিত হয়।
- শারীরিক সক্ষমতাবাদ ও বৈষম্য: শারীরিক সক্ষমতাবাদ হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য, যেমনটা নির্দিষ্ট বর্ণের মানুষের প্রতি বৈষম্য বর্ণনা করতে বর্ণবাদ এবং লিঙ্গের ভিত্তিতে বৈষম্য বর্ণনা করতে সেক্সিজম শব্দটি ব্যবহার করা হয়।
- ভৌত অবকাঠামো: আপনার সম্প্রদায়ের ভৌত অবকাঠামোগুলো প্রতিবন্ধীবান্ধব — কিংবা প্রতিবন্ধক কিনা তা পরীক্ষা করুন।
- স্বাস্থ্যসেবা: আপনার অঞ্চলের মানুষ তাদের নিজস্ব স্বাস্থ্যসেবা পায় কিনা বা খরচ বহন করতে পারে কিনা তা তদন্ত করুন।
- সরবরাহ চেইন: সরবরাহ শেকল (সাপ্লাই চেইন) এবং শিল্প সমস্যাগুলো কীভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসার সুযোগ প্রাপ্তিকে প্রভাবিত করে?
- বিতর্কিত চিকিৎসা: কিছু কিছু চিকিৎসা পদ্ধতি বা ব্যবস্থাকে কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের পক্ষ থেকে বিতর্কিত হিসেবে গণ্য করা হতে পারে যদি তারা ভিন্ন কোনো ধারণা বহন করে, বিশেষ করে তাদের যদি এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।
- অপব্যবহার ও অবহেলা: তারা যেখানে বসবাস করে, সেখানের বেতনভুক্ত কর্মী ও সাহায্যকারীর কার্যক্রমগুলো সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে দেখুন। আরেকটি প্রধান সমস্যা হলো সন্তানহত্যা — শিশুসন্তানকে যখন কোনো পিতামাতা হত্যা করে — এবং অনুরূপ ক্ষেত্রে যখন কোনো তত্ত্বাবধানকারী কিংবা সহযোগীর মাধ্যমে একইভাবে হত্যা করা হয়।
- “ক্রিপ ট্যাক্স”: প্রচলিত এ শব্দটি দিয়ে বোঝানো হয় যে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার খরচ অনেক বেশি।
- জোরপূর্বক বন্ধ্যাকরণ: মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় বিভিন্ন দেশসহ বিশ্বব্যাপী কয়েক ডজন রাষ্ট্র আইনত এখনও প্রতিবন্ধী ব্যক্তিদের জোর করে বন্ধ্যাকরণের অনুমতি দেয়।
অনুচ্ছেদ ৩ — উৎস ও ডেটা অনুসন্ধান
প্রতিবন্ধী ব্যক্তি, এমনকি যারা কথা বলতে পারেন না, তাদের সঙ্গেও যোগাযোগের মাধ্যম রয়েছে।
- আইনজীবি।
- সামাজিক মাধ্যম।
- প্রতিবন্ধী এবং নিউরোডাইভারজেন্ট (যাদের মস্তিষ্ক কোনো কারণে ভিন্নভাবে বিকশিত হয় বা কাজ করে) ব্যক্তিদের খুঁজে বের করুন যারা আপনার প্রতিবেদনের জন্য কাজে লাগতে পারে।)
প্রতিবন্ধীদের দেখাশুনা করে বা তাদের জন্য কাজ করে এমন সংস্থাগুলোতে নিয়োগের পর প্রতিবন্ধীদের সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে বসানো হয় কিনা তা পরীক্ষা করে দেখুন।
উপাত্ত অনুসন্ধান
- উপাত্ত খোঁজার সময়, মনে রাখবেন যে দীর্ঘদিন ধরে বিদ্যায়তনিক ক্ষেত্রগুলোতে প্রতিবন্ধিতাকে গুরুত্ব দেওয়া হয়নি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সবসময় নাগরিক অধিকার ছিল না; অনেক দেশে, তারা এখনও এ অধিকার পায় না।
- আপনি যে ডেটা খুঁজে পাবেন সবসময় তা বিশ্লেষণ করুন। প্রথমে, প্রতিবন্ধীদের সংজ্ঞা যাচাই করুন, কারণ দেশ বা কাজের ওপর নির্ভর করে তা পরিবর্তিত হতে পারে।
- ঐতিহাসিক ডেটা নাও থাকতে পারে কারণ অনেক দেশ প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য রাখে না৷
- ডেটা নিয়ে প্রতিবন্ধী জনগোষ্ঠীর লোকেদের সঙ্গে পরামর্শ করুন।
- আপনি যে জনগোষ্ঠীকে নিয়ে লিখছেন তাদের প্রতিনিধিত্ব করে বা তাদের নিয়ে কাজ করে এমন সংস্থা ও দাতব্য সংস্থাগুলোর কাছে থাকা ডেটাবেসগুলো খোঁজ করুন৷
- বৈজ্ঞানিক গবেষণা হয়েছে কিনা, খুঁজুন।
- আপনাকে আপনার নিজস্ব ডেটাবেস তৈরি করতে হতে পারে বা মূল তথ্য হিসেবে ব্যবহার করার জন্য প্রাসঙ্গিক প্রতিবেদনগুলো খুঁজে বের করতে হতে পারে।
- কখনও কখনও “স্বাস্থ্য,” “জনতাত্ত্বিক” বা “পরিচয়” এর পরিসংখ্যানগত ডেটাসেট এবং সমীক্ষাগুলোতে প্রতিবন্ধীদের নিয়ে তথ্য পাওয়া যায়।
- আপনি যদি প্রতিবন্ধী ব্যক্তিদের একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রাসঙ্গিক ডেটা খুঁজে না পান তবে আপনার নিজের মতো করে প্রতিবেদন তৈরিতে সুনির্দিষ্ট গোষ্ঠীগুলো সম্পর্কে আরো তথ্য নেয়ার চেষ্টা করুন। ধরা যাক, আপনি আপনার দেশের ইমিউনোকম্প্রোমাইজড (যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল) মানুষদের নিয়ে প্রতিবেদন তৈরির কাজ করছেন, কিন্তু ইমিউনোকম্প্রোমাইজড লোকেদের সংখ্যাগত একটি সাধারণ পরিসংখ্যানও খুঁজে পাচ্ছেন না, এক্ষেত্রে ইমিউনোকম্প্রোমাইজড লোকেদের ক্যান্সার, অটোইমিউন ডিজিজ, ট্রান্সপ্লান্ট এবং এইচআইভি/এইডস সম্পর্কিত নির্দিষ্ট বিষয়ের ওপর তথ্য অনুসন্ধানের চেষ্টা করুন।
- দেশের জাতীয় পরিসংখ্যান ডেটাবেস, বিভাগীয় পর্যায় বা মন্ত্রণালয় থেকে শুরু করুন, এটি সাধারণত শুরু করার জন্য একটি ভাল জায়গা। কিছু দেশ জাতীয় সমীক্ষা বা আদমশুমারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে। এই প্রতিবেদনে ভারতের আদমশুমারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কিত ডেটা সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরা হয়েছে।
- দীর্ঘ কোভিড পরিস্থিতিকে প্রতিবন্ধিত্ব অ্যাখ্যা দিয়ে কীভাবে প্রতিবেদন তৈরি করতে হয় সে বিষয়ক তথ্যের জন্য স্বাধীন সাংবাদিক হিসেবে কর্মরত ফিওনা লোভেনস্টাইনের লেখা বডি পলিটিক-এর এই নির্দেশিকাটি পড়ুন।
- দায়িত্বরত কর্মকর্তারা তথ্য দিতে না চাইলে তথ্য অধিকার আইন (আরটিআই) ব্যবহার করুন। বিশ্বব্যাপী এ আইন ব্যবহারের জন্য জিআইজেএনের বিস্তারিত নির্দেশিকা রয়েছে। সংস্থাগুলো যখন বিদ্যমান আইন মেনে চলতে অস্বীকার করে, তখন সংশ্লিষ্ট আইনজীবীদের শরনাপন্ন হন, যারা আপনার হয়ে আইনের অধীনে মামলা করবেন। কিছু আইনজীবী কোনো চার্জ ছাড়া এধরনের মামলা লড়েন।
- দেশের আর্থিক খরচের বিপরীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কতটা ব্যয় করা হয় তা যাচাই করুন।
আন্তর্জাতিক ডেটাবেস
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা সংগ্রহ হচ্ছে বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিসংখ্যান ও তথ্যের ডেটাবেস।
- ইন্টারন্যাশনাল হাউসহোল্ড সার্ভে নেটওয়ার্ক হচ্ছে সহজে অনুসন্ধানযোগ্য ডেটাবেস যেখানে গোটা বিশ্বের সব দেশের খানাজরিপ রয়েছে।
বিশ্বব্যাংকের মাইক্রোডেটা ডেটাবেসে বিভিন্ন সমীক্ষা রয়েছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর। - জাতিসংঘের পরিসংখ্যান বিভাগ: ডিজেবিলিটি স্ট্যাটিস্টিকস প্রোগ্রাম “প্রতিবন্ধিতা পরিমাপের জন্য আন্তর্জাতিক নির্দেশিকা ও মানদণ্ড প্রদান; প্রতিবন্ধীদের পরিসংখ্যান সম্পর্কিত আঞ্চলিক এবং আন্তর্জাতিক সভার তথ্য; এবং অন্যান্য প্রাসঙ্গিক সাইট ও সংস্থার লিঙ্ক সরবরাহ করে।”
- ডিজেবিলিটি স্ট্যাটিস্টিক প্রোগ্রামের অধীনে পাওয়া যায়নি এমন প্রাসঙ্গিক পরিসংখ্যান খুঁজে পেতে সহায়ক হতে পারে জাতিসংঘের মূল পরিসংখ্যান বিভাগের ওয়েবসাইটটি।
- ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সার্ভে ক্যাটালগ জাতীয় সমীক্ষার আরেকটি আন্তর্জাতিক ডেটাবেস।
এটি একটি অ-সম্পূর্ণ তালিকা। কিছু কিছু দেশ এই ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করতে বা এখানে তথ্য দিতে পারে না।
প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক সংস্থা — দ্রষ্টব্য: প্রতিবন্ধী সম্প্রদায় নিয়ে কাজ করে এমন অসংখ্য ছায়া গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে অনেককে এখানে উল্লেখ করা হয়নি। নীচের সংস্থাগুলোকে নমুনা হিসেবে বোঝানো হয়েছে৷
- ইন্টারন্যাশনাল ডিজেবিলিটি অ্যালায়েন্স (আইডিএ)— প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর বিশ্বব্যাপী জোট। আইডিএ ওয়েবসাইট অনুসারে, যারা প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের প্রিয়জনদের নিয়ে কাজ করে সংখ্যাগরিষ্টতার ভিত্তিতে তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও আইডিএ আদিবাসী প্রতিবন্ধীদের বৈশ্বিক নেটওয়ার্ক ইনডিজিনিয়াস পারসনস উইথ ডিজেবিলিটিস গ্লোবাল নেটওয়ার্ক এবং গ্লোবাল অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি (গ্ল্যাড) নেটওয়ার্ক পরিচালনা করে।
- ইউরোপীয় ডিজেবিলিটি ফোরাম হচ্ছে “প্রতিবন্ধী ব্যক্তিদের একটি ছায়া সংগঠন যারা ইউরোপের ১০০ মিলিয়নের (১০ কোটি) বেশি প্রতিবন্ধী ব্যক্তির স্বার্থ সুরক্ষায় কাজ করে।” প্রকাশনা ও ওয়েবিনারসহ এটি তাদের ওয়েবসাইটে বিভিন্ন তথ্য সরবরাহ করে।

ছবি: স্ক্রিনশট, আফ্রিকান ডিজেবিলিটি ফোরাম
- আফ্রিকান ডিজেবিলিটি ফোরাম হচ্ছে “আফ্রিকার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিওস), এটি মহাদেশীয় সদস্য সংস্থা।” আপনি এখানে আফ্রিকার সংশ্লিষ্ট সংস্থাসমূহের একটি তালিকা পাবেন।
আসিয়ান ডিজেবিলিটি ফোরাম হচ্ছে একটি নেটওয়ার্ক যা দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিওস) নিয়ে গঠিত। এদের তৈরিকৃত প্রতিবেদন সাংবাদিকদের জন্য তথ্যের একটি ভালো উৎস হতে পারে। - লাতিন আমেরিকান প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবার নিয়ে গঠিত বেসরকারী সংস্থাগুলোর নেটওয়ার্ক রিয়াদিস। এটির ওয়েবসাইটে সমৃদ্ধ তথ্য ভান্ডার রয়েছে, যেখানে যে কেউ বিভিন্ন টুল ও লাইব্রেরি খুঁজে পাবেন।
- প্রশান্ত মহাসাগরীয় ২২টি দ্বীপ রাষ্ট্র ও অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তি এবং সমর্থক ৭১টি সংস্থার প্রতিনিধিত্ব করে প্যাসিফিক ডিজেবিলিটি ফোরাম । কোভিড-১৯, লিঙ্গ, প্রবেশযোগ্যতা, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন বিষয়সহ এদের অনলাইন লাইব্রেরি সমৃদ্ধ তথ্যের যোগান দেয়।
প্রতিবন্ধীদের সংশ্লিষ্ট বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থা
- কানাডা-ভিত্তিক সংস্থা দ্য ওয়ার্ল্ড ব্লাইন্ড ইউনিয়ন (ডব্লিউবিইউ) কোভিড-১৯, মানবাধিকার, কর্মসংস্থান, শিক্ষাসহ আরো বিভিন্ন বিষয়ের ওপর তথ্য সরবরাহ করে।
- বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফ বিশ্বব্যাপী ৭০ মিলিয়ন (৭ কোটি) বধির মানুষের জন্য নীতি, টুলকিট এবং বিভিন্ন প্রতিবেদন ও নির্দেশিকার তথ্য সরবরাহসহ সমান অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে৷
- যাদের শ্রবণ ও দৃষ্টি উভয়ই ধরনের প্রতিবন্ধীত্ব রয়েছে তাদের অধিকারের পক্ষে কাজ করে ওয়ার্ল্ড ফেডারেশন অব ডেফব্লাইন্ড। সংস্থাটি এর ওয়েবসাইটে বৈশ্বিক প্রতিবেদন ও বিভিন্ন তথ্য সরবরাহ করে।
আন্তর্জাতিক অন্যান্য উৎস
- বৈশ্বিক সমস্যা ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রভাবিত করছে এমন দুটি বিষয়ের ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দুটি প্রতিবেদন: বিশদ কিন্তু সময়োপযোগী প্রতিবেদন ওয়ার্ল্ড রিপোর্ট অন ডিজেবিলিটি (২০১১) এবং প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বৈশ্বিক রিপোর্টে হেলথ ইক্যুইটি ফর পারসনস উইথ ডিজেবিলিটিস (২০২২)।
- প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির ওপর বিশ্বব্যাংকের বিশ্লেষণ — বিশ্বব্যাংক শিক্ষা, সহিংসতা এবং উন্নয়নের মতো বিষয়ের সঙ্গে প্রতিবন্ধীত্বে সংযোগ ঘিরে বেশ কিছু গবেষণা ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে। বিভিন্ন দেশে প্রতিবন্ধীদের ঘিরে বিভিন্ন উদ্যোগের উদাহরণও রয়েছে।

ছবি: প্রতিবন্ধী শিশুদের ওপর ইউনিসেফের প্রতিবেদনে ধারণা করা হয় যে বিশ্বব্যাপী প্রতি দশজন শিশুর মধ্যে একজন প্রতিবন্ধী। ছবি: স্ক্রিনশট, ইউনিসেফ
- প্রতিবন্ধী শিশুদের ওপর তৈরি ইউনিসেফের রিপোর্ট “দেখা, গণনা, অন্তর্ভুক্তি: প্রতিবন্ধী শিশুদের সুস্থতার ওপর আলোকপাত করার জন্য ডেটার ব্যবহার” (২০২২)। প্রতিবন্ধী শিশুরা যে ধরনের মানবাধিকার বিষয়ক বৈষম্যের মুখোমুখি হয় এটি সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রদান করে। ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবেদনে “প্রতিবন্ধী শিশুদের প্রথম বৈশ্বিক এবং আঞ্চলিক অনুমান” অন্তর্ভুক্ত করা রয়েছে।
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ; ডিজেবিলিটি রিসোর্সেস— এ ওয়েবপৃষ্ঠাটি প্রতিবন্ধী সম্পর্কিত কাজ ও সংস্থানের লিঙ্ক সরবরাহ করে, যার মধ্যে দেশ অনুসারে প্রতিবন্ধী আইন ও আইনের তালিকা এবং কৌশল ও কর্ম পরিকল্পনা রয়েছে।
- আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিসংখ্যান বিভাগ (আইএলওএসটিএটি) প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্পর্কে তথ্য উপাত্ত প্রদান করে।
প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে তৈরি জাতিসংঘের ফ্যাক্টশিট—প্রতিবন্ধীদের আন্তর্জাতিক পরিসংখ্যান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রভাবিত করে এমন সমস্যাগুলোর কার্যকর রেফারেন্স শিট। - লং কোভিড সোর্স লিস্ট — এটি রোগী ও বিশেষজ্ঞদের তথ্যসহ লং কোভিড সোর্সের একটি গ্লোবাল ডেটাবেস। তবে এটি ব্যবহারের নিয়ম রয়েছে এবং এতে যোগাযোগের তথ্য, অবস্থান এবং প্রতিটি উৎস সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত আছে।
- বডি পলিটিকের লং কোভিড সাপোর্ট গ্রুপে সাক্ষাৎকারের অনুরোধ করা— বডি পলিটিক-এর আন্তর্জাতিক সাপোর্ট গ্রুপে সাংবাদিকেরা তথ্য চেয়ে অনুরোধ জানাতে পারেন। কোনো একটি অনুরোধ জমা পড়ার পর দলটি তাদের নেটওয়ার্কে তা শেয়ার করে ওই ব্যক্তিদের খুঁজে বের করতে সাহায্য করে যারা কথা বলতে আগ্রহী। ওয়েবসাইট অনুসারে, সাপোর্ট গ্রুপে ১৩ হাজারের বেশি সদস্য রয়েছে, যারা অতীত ও সাম্প্রতিককালে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর থেকে সেরে উঠছেন বা সেরে ওঠার পরও কিছু লক্ষণ রয়ে গেছে, কিংবা কারো প্রিয়জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন— এমন সদস্যও রয়েছে।
- উন্নয়নশীল দেশের প্রতিবন্ধী ও দারিদ্ররা: বিশ্ব স্বাস্থ্য সমীক্ষার একটি স্ন্যাপশট — নামের এ গবেষণার লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার ওপর অভিজ্ঞতামূলক গবেষণায় অবদান রাখা। বিভিন্ন দেশ জুড়ে তুলনামূলক ডেটা ও পদ্ধতি ব্যবহার করে ১৫টি উন্নয়নশীল দেশে কর্মক্ষম ব্যক্তি ও তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার একটি স্ন্যাপশট উপস্থাপন করে।
- প্রতিবন্ধী পোর্টাল— পোর্টালটি ৪৮টি দেশের, বিশেষ করে গ্লোবাল সাউথের প্রতিবন্ধীদের সংখ্যাগত তথ্যের তুলনা করে। এক্ষেত্রে তারা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার উন্নয়ন সূচকগুলো ব্যবহার করে। যেখানে শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন, কলঙ্ক ও বৈষম্য, এবং প্রযুক্তি ও উদ্ভাবনের তথ্য অন্তর্ভুক্ত।
- প্রতি বছর আফ্রিকার প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক বার্ষিক বই প্রকাশ করে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়। পিয়ার-রিভিউ করা এ জার্নালটি ব্যবহারকারীরা বিনামূল্যে পড়তে পারেন, যার উদ্দেশ্য উপমহাদেশের “অ্যাডভান্স ডিজেবিলিটি স্কলারশিপ” কর্মসূচীতে অবদান রাখা।
অন্যান্য দরকারী উৎস
- নাইট সেন্টারের ইবুক ডাইভার্সিটি ইন ল্যাটিন আমেরিকান জার্নালিজম।
- ল্যাটিন আমেরিকান ডিজেবিলিটি অ্যান্ড কমিউনিকেশন অবজারভেটরি (ওব্লাডিক)
- ইন্টিগ্রেডোস হচ্ছে চিলির প্রথম ডিজিটাল মিডিয়া সাইট, যারা প্রতিবন্ধী ও অন্তর্ভুক্তির ওপর জোর দেয়।
- প্রতিবন্ধী সাংবাদিকেরা ল্যাটিন আমেরিকান নিউজরুমের প্রচলিত ধারণাগুলোকে বদলে দেয়, তবে এ পেশায় প্রবেশ ও কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তারাও প্রতিবন্ধকতার সম্মুখীন — ২০২১ সালে ল্যাটিন আমেরিকান প্রতিবন্ধী সাংবাদিকদের নিয়ে তৈরি দুর্দান্ত একটি গল্প (ইংরেজি, স্প্যানিশ এবং পর্তুগিজ তিনটি ভাষাতেই ভাষান্তরিত হয়েছে)।
- ২০২৩ সালে প্রকাশিত রয়টার্স ইনস্টিটিউটের একটি প্রতিবেদন— আইএইচই ডেটা ভিজ্যুয়ালাইজেশন রেভলূশন কর্মসূচীতে সংবাদের অন্ধ শ্রোতারা পিছিয়ে থাকছেন: বিষয়টি কীভাবে আমরা ঠিক করতে পারি।
অনুচ্ছেদ ৪ — ভাষা ব্যবহার ও সাক্ষাৎকার গ্রহণ
ন্যাশনাল সেন্টার অন ডিজেবিলিটি অ্যান্ড জার্নালিজমের (এনসিডিজে) প্রতিবন্ধীবিষয়ক নির্দেশিকা, যা থেকে আপনি সহজেই ধারণা পেতে পারেন যে, কোন ধরনের ভাষা ও স্বর ব্যবহার করতে হবে এবং কী এড়াতে হবে। এটি ইংরেজি, স্প্যানিশ, রোমানিয়ান এবং ইতালীয় ভাষায় পাওয়া যায়।
নিশ্চিত করুন যে আপনি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন:
সাক্ষাৎকার গ্রহণের সময় প্রতিবন্ধী সম্প্রদায়ের লোকেদের কাছে তাদের পছন্দের ভাষা কী তা সম্পর্কে জানতে চান। তারা “পার্সন- ফার্স্ট” না “আইডেনটিটি-ফার্স্ট” কোন ভাষা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটি মূলত “প্রতিবন্ধী ব্যক্তি ” বনাম “শারীরিকভাবে অক্ষম ব্যক্তি”— এভাবে বলার মধ্যকার পার্থক্য।
আপনি কখন কোনো ব্যক্তির অক্ষমতার কথা বলতে পারেন: শুধুমাত্র তখন, যখন গল্পের সঙ্গে তা প্রাসঙ্গিক হবে।
শ্রুতিকটু শব্দ ব্যবহার না করা। শোভন কিছু ইংরেজি শব্দের উদাহরণ হচ্ছে ”differently-abled” (বিশেষ চাহিদাসম্পন্ন), “diversely-abled” (ভিন্নভাবে সক্ষম)” এবং ”disability” (ডিজেবেলিটি)। ভাষা, সংস্কৃতি এবং ধর্মের ওপর নির্ভর করে এই শব্দগুলো পরিবর্তিত হতে পারে। ভারতে, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে মাঝে ‘দেবাঙ্গো’ হিসেবে অবিহিত করা হয়, হিন্দিতে যার অর্থ দেবতার অঙ্গ।
প্রতিবন্ধীকে নেতিবাচক হিসেবে চিহ্নিত করে — এমন শব্দ ব্যবহারে সতর্ক থাকুন, যেমন, শারীরিক ”ত্রুটি”, “সীমাবদ্ধতা”, “প্রতিবন্ধকতা” বা চলাচলে সীমাবদ্ধতা রয়েছে যেমন “হুইলচেয়ারের ওপর নির্ভরশীল”।
সাক্ষাৎকারের উত্তম চর্চা
প্রতিবন্ধী ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার সময় বিভিন্ন বিকল্প দিন। নিজ সম্প্রদায়ে প্রবেশের বাধা, মানসিক স্বাস্থ্য বা সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকা বিষয়ক সতর্কতার কারণে কিছু মানুষ ভার্চুয়াল বা ফোনে যোগাযোগ পছন্দ করে। কিছু মানুষ তাৎক্ষণিক সাক্ষাৎকারের পরিবর্তে প্রস্তুতি নিতে পারলে আরও ভাল করে, বিশেষ করে যারা অস্থির, অবসাদগ্রস্ত, যোগাযোগে সাবলীল নয় বা অতিরিক্ত সংবেদনশীল। কিছু মানুষের সঙ্গে যোগাযোগের সময় সরাসরি বা ভার্চুয়ালি দোভাষী বা আপনার ঠোঁটের নড়াচড়া পাঠের জন্য বিশেষাজ্ঞদের শরণাপন্ন হতে হবে। এটি সম্পূর্ণ তালিকা নয়।
অধ্যায় ৫ — কেস স্টাডি
আফ্রিকার বুর্কিনা ফাসোর প্রতিবন্ধী কার্ড: ডিজইলিউশন (বুর্কিনা ফাসো) ২০২১। পশ্চিম আফ্রিকার এই দেশের প্রতিবন্ধী কার্ড কর্মসূচীর গভীরে যাওয়া পর কার্ডের পাশাপাশি, কার্ড বিষয়ক নানা সমস্যারও হদিস মেলে। কার্ড পেতে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যয়বহুল মূল্যায়ন খরচসহ বিভিন্ন প্রতিবন্ধতা পেরোতে হয়। কার্ডধারীরা অবশ্য বলেছেন, কার্ড পেয়েও শেষ পর্যন্ত তাদের কোনো লাভ হয়নি।
২০২০ সালে প্রতিবন্ধী শিশুর ধর্ষণ (ভারত) ঘটনার তদন্তে দিল্লি পুলিশ যেভাবে বাধা দিয়েছে। অনুসন্ধানী সংবাদসাইট নিউজলন্ড্রি বুদ্ধিবৃত্তিকভাবে অক্ষম ১১ বছর-বয়সী শিশুকে ধর্ষণের ঘটনার ওপর অনুসন্ধান চালিয়ে দুই-খণ্ডের সিরিজ প্রকাশ করে। তারা আইন প্রয়োগকারীদের অসংখ্য ত্রুটি নথিভুক্ত করে, যেখানে পুলিশ একজন প্রতিবন্ধী ভুক্তভোগীর সঙ্গে কী আচরণ করতে হবে, সে বিষয়ক কোনো নিয়ম অনুসরণ করেনি এবং কন্যাশিশুটির সঙ্গে যা ঘটেছে, তা প্রমাণের জন্য যেসব পদক্ষেপ নেওয়া জরুরী ছিল তা এড়িয়ে গেছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত একজন প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুর ঘটনা ভয়াবহ ঝুঁকির দিকটিকে সামনে আনে। এনপিআরের সাংবাদিক জো শাপিরো কোয়াড্রিপ্লেজিক রোগে আক্রান্ত ৪৬ বছর-বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিয়ে অনুসন্ধান করেন। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর তাকে ”এন্ড-অব-লাইফ কেয়ারে” নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করনে। তবে তার সহধর্মিণী ধারণা করেন যে, তার স্বামীর জীবন বাঁচতে পারতো, তবে শারীরিক অক্ষমতার কারণে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়ে থাকতে পারে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন বেশ কয়েকটি সংস্থাও উদ্বিগ্ন যে তার অধিকার লঙ্ঘিত হয়েছে। এ ঘটনাটি বর্ণনা করে কোভিড-১৯-এর সময় প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সংক্রান্ত পক্ষপাতিত্বের বড় ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছিল।
প্রতিবন্ধী এবং শারীরিকভাবে অক্ষম (ইকুয়েডর) ২০২০। ইকুয়েডরে প্রতিবন্ধীদের ৩ হাজার কার্ড ইস্যু করা হয়, যা যানবাহন আমদানিতে কর ছাড় এবং অক্ষমতার কারণে দ্রুত অবসরে যাওয়ার মতো সুবিধাগুলো অনুমোদন করে, তবে এ কার্ডগুলো অবৈধভাবে বিতরণ করা হয়েছিল৷ সাংবাদিক ফার্নান্দো ভিলাভিসেনসিও ভ্যালেন্সিয়া একদিন লক্ষ্য করেন, একজন ডাক্তার ও তার পরিবারের সদস্যরা বিশেষ এ কার্ডটি পেয়েছেন এবং যানবাহন আমদানির সুবিধাগুলো ভোগ করেছে।
প্রতিবন্ধী বিক্রি (ফ্রান্স) ২০২২। এটি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগকারী সামাজিক সংস্থাগুলোর ওপর ছয় বছরব্যাপী করা অনুসন্ধানী প্রতিবেদন। সাংবাদিক থিবল্ট পেটিট প্রায় ১ লাখ ২০ হাজার প্রতিবন্ধী মানুষের কম মজুরি এবং শোচনীয় কর্ম পরিবেশ নিয়ে অনুসন্ধান করেন। তিনি দেখেন যে তারা ন্যূনতম মজুরির অর্ধেক বেতন এবং স্বল্প অবসরকালীন ভাতা পাচ্ছেন।
আরও কেস স্টাডির জন্য, এই গাইডের দীর্ঘ সংস্করণ দেখুন।
এমিল ওয়াটকিন্স নিউ ইয়র্কভিত্তিক পুরস্কারজয়ী অনুসন্ধানী সাংবাদিক। তিনি ২০২১ সাল থেকে বাফেলোর এনপিআরের ডব্লিউবিএফও স্টেশনের হয়ে প্রতিবন্ধী সম্প্রদায়ের ওপর প্রতিবেদন করে যাচ্ছেন। একজন নিউরোডাইভারজেন্ট ব্যক্তি হিসেবে এমিল নিজের আবেগ ও অভিজ্ঞতার আলোকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন। তার কাজ এনপিআর এবং দ্য পিটসবার্গ পোস্ট-গেজেটের পাশাপাশি বিবিসি ওয়ার্ল্ড নিউজেও প্রকাশিত হয়েছে।