প্রবেশগম্যতা সেটিংস

রিসোর্স

» গাইড

বিষয়

তীব্র দাবদাহ নিয়ে অনুসন্ধানের জন্য জিআইজেএনের নির্দেশিকা

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

সম্পাদকের নোট: এই নির্দেশিকাটি তৈরি করেছেন জিআইজেএনের জ্যেষ্ঠ উপদেষ্টা টবি ম্যাকিনটোশ, এ কাজে তাকে সহযোগিতা করেছেন জিআইজেএনের অন্য কর্মীরাও। ধন্যবাদ অ্যালসিওন ওয়েমারে, আন্দ্রেয়া আরজাবা, আমেল ঘানি, আনা বিট্রিজ আসাম, শেখ সাবিহা আলম, হলি পেট, পিনার দাগ, গ্যাব্রিয়েলা মানুলি, লরা ডিক্সন, বেনন হারবার্ট ওলুকা, মাজডোলিন হাসান এবং ত্রি জোকো হার রিয়াদিকে। সম্পাদকদের মধ্যে আরো রয়েছেন নিকোলিয়া অ্যাপোস্টলো, রিড রিচার্ডসন এবং আলেক্সা ভ্যান সিকল।

ক্লাইমেট হোম নিউজের প্রতিবেদক জো লো এবং ক্লাইমেট রেজিলিয়েন্স ফর অলএর তীব্র তাপ প্রবাহ বিষয়ক সম্পাদক লরি গোয়েরিংয়ের অবদানের জন্যও কৃতজ্ঞ জিআইজেএন।

গাইডে আবহাওয়ার খবর বা সর্বশেষ বৈজ্ঞানিক প্রতিবেদনের কথা তুলে ধরা হয়নি। তবে মানুষের ওপর ক্রমবর্ধমান তাপ প্রবাহের প্রভাব নিয়ে সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকে অনুসন্ধান চালানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ কর্মসূচির পৃথিবী পর্যবেক্ষণ বিভাগ কোপারনিকাসের মতে, সম্ভবত ২০২৩ সালকে ছাড়িয়ে চলতি বছর (২০২৪ সাল) তাপমাত্রা বৃদ্ধির নতুন রেকর্ড করবে। এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর ২০২৩।  কোনোভাবেই তাপমাত্রা বৃদ্ধির লাগাম টানা যাচ্ছে না। গত দশকের ১০টি বছরই উষ্ণ বছরের তালিকায় নাম লিখিয়েছে

উচ্চ তাপমাত্রার নেতিবাচক প্রভাব পড়ে সবক্ষেত্রেই, যা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য নতুন নতুন বিষয় নিয়ে অনুসন্ধানের সুযোগ তৈরি করে।

যেমন, এ বিষয়ক বেশকিছু সংবাদ শিরোনাম আমাদের নজর কেড়েছে। ২০২৪ সালের গ্রীষ্মে, সৌদি আরবের তীর্থস্থান মক্কায় হজ্জের সময় প্রচণ্ড গরমের কারণে ১ হাজার ৩০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়। তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে মেক্সিকোতে হাউলার বানরগুলো এতটাই পানিশূন্যতায় আক্রান্ত হয় যে গাছ থেকে পড়ে মারা যায়

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও প্রভাবের মাত্রা ব্যাপক।

যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ক্লাইমেট সেন্ট্রালের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের মে থেকে ২০২৪ সালের মে পর্যন্ত বিশ্বের ৬৮০ কোটি (৬.৮ বিলিয়ন) মানুষ— যা বিশ্বের মোট জনসংখ্যার ৭৮ শতাংশ— কমপক্ষে ৩১ দিন তীব্র তাপপ্রবাহের শিকার হয়।” ২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে তাপপ্রবাহ ২০৫০ সাল নাগাদ প্রায় ১৬ লাখ (১.৬ মিলিয়ন) মানুষের জীবন কেড়ে নিতে পারে, এবং খরার কারণে মৃত্যু ঘটতে পারে ৩২ লাখ (৩.২ মিলিয়ন) মানুষের।

 

দীর্ঘ তাপপ্রবাহের শেষে, যুক্তরাজ্যের গ্রিনউইচ পার্কে শুকনো ঘাসের ওপর বসে থাকা লোকরা উত্তরের দিকে লন্ডনের ক্যানারি ওয়ার্ফের আকাশে জমাট বাঁধা ঝড়ো মেঘের দিকে তাকিয়ে আছেন। ছবি: আলিস্টার হিকসন, ফ্লিকার ক্রিয়েটিভ কমন্স।

এই উচ্চ তাপমাত্রা বায়ুমণ্ডলে হিট-ট্র্যাপিং গ্যাসের উচ্চমাত্রার ঘনত্বের ফলে ঘটে। এর কারণ অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এই গ্যাসের নির্গমন বৃদ্ধি কেবল তাপমাত্রাকে অনেক বেশি উষ্ণ করেনা, বরং তীব্র বৃষ্টিপাত, গভীর খরা, বড় দাবানল এবং শক্তিশালী ঝড়েরও সৃষ্টি করে।

জিআইজেএন নির্দেশিকা ধারণা, উদাহরণ উৎস

জিআইজেএনের নির্দেশিকাটি বিশ্বব্যাপী তীব্র তাপমাত্রা বৃদ্ধির বৈশ্বিক প্রবণতার নেপথ্যের কারণ অনুসন্ধানের জন্য একাধিক দৃষ্টিকোণ তুলে ধরে।

সম্ভাব্য কিছু বিষয়:

  • তাপপ্রবাহ বা উষ্ণতা বৃদ্ধির কারণে তাৎক্ষণিক স্বাস্থ্যগত সমস্যা বা চিকিৎসাগত প্রভাব বিশ্লেষণ। এই ধরনের জরুরি অবস্থায় দেশের বা অঞ্চলের চিকিৎসা ব্যবস্থাপনা কতটা প্রস্তুত বা সক্ষম, তা মূল্যায়ন;
  • শ্রমিক, নারী, দরিদ্র, সংখ্যালঘু এবং অন্যান্য বিশেষ জনগোষ্ঠীর ওপর প্রভাব পর্যবেক্ষণ;
  • তাপ কীভাবে ফসল, গবাদিপশু, মৎস্যসম্পদ এবং এর ওপর যাদের জীবন-জীবিকা নির্ভরশীল, তাদের হুমকিতে ফেলছে— তা অনুসন্ধান;
  • তাপমাত্রা বৃদ্ধি কীভাবে আমাদের সামাজিক অবকাঠামোকে প্রভাবিত করছে এবং ভবিষ্যতের তাপপ্রবাহ বৃদ্ধি মোকাবিলায় কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখা;
  • ক্রীড়াঙ্গন, পর্যটন, এবং জীববৈচিত্র্যের ওপর প্রভাবসহ আরও অনেক কিছু।

স্থানীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে ও গভীর বিশ্লেষণ করছে। ওয়াশিংটন পোস্ট, স্যালন, এবং রোলিং স্টোনের মতো গণমাধ্যমগুলো বিশ্বব্যাপী তাপপ্রবাহের সামগ্রিক প্রভাব পর্যালোচনা করছে।

নিচে উল্লেখিত অনুসন্ধানমূলক প্রতিবেদনগুলো কিন্তু আবহাওয়ার খবর বা সর্বশেষ বৈজ্ঞানিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি হয়নি, যদিও এগুলো নিয়ে প্রতিবেদন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্দেশিকাটি উচ্চ তাপমাত্রার কারণ বা সাধারণ প্রভাব, যেমন সমুদ্রের পানির স্তর বৃদ্ধি বা হিমবাহ গলে যাওয়া সম্পর্কিত নয়। (এ নিয়ে আরও তথ্য ও পরামর্শের জন্য জিআইজেএনের “সমুদ্রের স্তর বৃদ্ধির অনুসন্ধান” গাইডটি দেখুন।) বরং, মানুষের ওপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাব নিয়ে সাংবাদিকতামূলক অনুসন্ধান।

কী ধরনের বিষয় নিয়ে কাজ করতে পারেন

মেডিকেল রিপোর্ট

  • তাৎক্ষণিক জরুরী স্বাস্থ্য পরিস্থিতি: তাপমাত্রা বৃদ্ধির কারণে ক্লান্তি এবং হিট স্ট্রোক, পোড়া ইত্যাদি।
  • নতুন ধরনের সংক্রামক রোগের সংক্রমণ।
  • দাবানলের কারণে শ্বাস-প্রশ্বাস ও কার্ডিওভাসকুলার রোগ বাড়ছে।
  • মানসিক স্বাস্থ্য সমস্যা আরও বেড়েছে।
  • বায়ুবাহিত অ্যালার্জেনের (অ্যালার্জির সৃষ্টি করে) বৃদ্ধি।
  • পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি থাকা ওজোন স্তরের ঘনত্ব বৃদ্ধি, যা শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ বাড়াচ্ছে।
  • মেডিকেল ডিভাইসের ওপর নির্ভরশীল লোকেরা তাপমাত্রা বৃদ্ধির কারণে ব্ল্যাকআউটের (জ্ঞান হারানো) ঝুঁকির মধ্যে থাকেন।
  • তাপমাত্রা বৃদ্ধি জনিত মৃত্যুহার বৃদ্ধি।
  • অতিরিক্ত তাপ ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের মাত্রাকে প্রভাবিত করে।
  • গর্ভবতী নারী এবং ভ্রূণের ওপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাব।

উদাহরণ 

হোয়াই ইজ কলেরা কিলিং থাউজেন্ডস ইন সাউদার্ন আফ্রিকা?দ্য নিউ হিউম্যানিটারিয়ান

দ্য কিলার স্টকিং শ্রীলঙ্কান মেনদ্য নিউ ইয়র্ক টাইমস

হিট অ্যান্ড পলিউশন মেক পলেন মোর অ্যাগ্রেসিভ অ্যান্ড কজ অ্যান ইনক্রিজ ইন অ্যালার্জিস ইন সামার — এলডিয়ারিওডটইএস (স্পেন)

ডেঙ্গু ফিভার ইজ সার্জিং ওয়ার্ল্ডওয়াইড। হটর প্ল্যানেট উইল মেক ইট ওর্সদ্য ওয়াশিংটন পোস্ট

ফর এজিং জাপান, ট্রাবলিং লিঙ্ক বিটুইন হিট অ্যান্ড ডিমেনশিয়াজাপান টাইমস

হিট ইজ টেস্টিং দ্য লিমিটস অব হিউম্যান সারভাইভেবিলিটি। হিয়ার্স হাউ ইট কিলসসিএনএন

পারসিসটেন্ট ওয়াইল্ডফায়ার স্মোক ইজ ইরোডিং রুরাল আমেরিকাস মেন্টাল হেলথক্লাইমেট সেন্ট্রাল

­­­হিট ইন মেক্সিকো কজেস রেকর্ড নাম্বার অব ডেথস ইন ২০২৩কুইন্তো এলিমেনতো ল্যাব

ডেঙ্গু ডেথস পিক ইন ২০২৩ ইন টু এরার্স, ফ্যাক্টর্স রেসপনসিবল — বিবিসি (বাংলাদেশ)

হাউ হিট অ্যাফেক্টস দ্য ব্রেনদ্য নিউ ইয়র্ক টাইমস

টেকিং দ্য ক্লাইমেট কিলারস টু কোর্টদ্য লিভার

হোয়েন ইট’স দিস হট, টাইম স্ট্যান্ডস স্টিল’: সারভাইভিং ওয়েস্ট আফ্রিকাস ব্লিস্টারিং হিটদ্য গার্ডিয়ান

হিট কিলস থাউজেন্ডস ইন দ্য ইউএস এভরি ইয়ার। হোয়াই আর দ্য ডেথস সো হার্ড টু ট্র্যাক?দ্য নিউ ইয়র্ক টাইমস

মধ্য কেনিয়ার ইওয়াসো এনগিরো নদীর অববাহিকায় গবাদি পশু চাষীরা পানির জন্য মাটি খনন করছেন। তারা এই ভেবে দুচিন্তায় রয়েছেন যে, পরের মৌসুমে বৃষ্টি কম হলে বাধ্য হয়ে তাদের গবাদি পশুর সংখ্যা কমাতে হতে পারে। ছবি: ক্লাইমেট সেন্টার, ফ্লিকার ক্রিয়েটিভ কমন্স

চিকিৎসা পরিকাঠামোর প্রস্তুতি 

  • ডাক্তার ও হাসপাতাল কি প্রস্তুত?
  • সরকার কি তাপমাত্রা বৃদ্ধির জরুরী পরিস্থিতির জন্য প্রস্তুত?
  • সাধারণত শীত প্রধান শহর/রাজ্য/দেশগুলো কি বুঝতে পারে যে তারাও দুর্বল?

উদাহরণ

হিটরিলেটেড এমারজেন্সিজ আর সোয়ারিং ইন দ্য ইউএস, ক্যান হসপিটালস কিপ আপ? — দ্য নিউ ইয়র্ক টাইমস

হিটওয়েভ পুটস মেডিসিন এফিকেসি অ্যাট রিস্ক — দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলাদেশ)

এসওএস ফ্রম হসপিটালস: হিট, আউটেজ অ্যান্ড রাইজিং পেশেন্টস চোকিং সার্ভিসেস — দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলাদেশ)

টেক্সাস লাইক্লি আন্ডারকাউন্টিং হিটরিলেটেড ডেথস — ইনসাইড ক্লাইমেট নিউজ

অ্যাসফাল্ট বার্নস, ডেলিরিয়াম, বডি ব্যাগস: এক্সট্রিম হিট ওভারহেলমস ইআরস অ্যাক্রস ইউএস — দ্য গার্ডিয়ান

কিপিং দ্য হোমলেস হাইড্রেটেড ইন অ্যামেরিকা’স হটেস্ট বিগ সিটি — কনটেক্সট, থমসন রয়টার্স ফাউন্ডেশন

রিভিল্ড: থ্রিকোয়ার্টার্স অব প্রিজনস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ফেসহাই রিস্কঅব ওভারহিটিং — কার্বনব্রিফ

হট অ্যান্ড অ্যালোন: হাউ ইউএস সিটিস ওয়ার্ক টু প্রোটেক্ট আইসোলেটেড পিপল ইন হিটওয়েভস — দ্য গার্ডিয়ান

শ্রম পরিস্থিতি

  • কীভাবে বিভিন্ন পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে: নির্মাণ শ্রমিক, ডেলিভারি কর্মী, ইত্যাদি।
  • খণ্ডকালীর কর্মীদের পাশাপাশি অনানুষ্ঠানিক বা নিবন্ধিত কর্মীদের ওপর প্রভাব।
  • তীব্র তাপপ্রবাহের কারণে নিদ্রাহীনতা ও কর্মক্ষেত্রে দুর্ঘটনা এবং উৎপাদনশীলতা হ্রাস।
  • নিয়োগকর্তারা কর্মীদের সুরক্ষা কি করছেন? তাঁরা আর কি করতে পারেন?
  • সরকার কি যথেষ্ট কাজ করছে?

ফর্টি ডিগ্রি ইন দ্য ফ্যাক্টরি: হোয়াট হ্যাপেন্স টু ওয়ার্কার্সহেলথ ইন দ্য এরা অব এক্সট্রিম হিটরিপোর্টার ব্রাজিল

সৌদি ডেলিভারি ড্রাইভারস বেক ইনডেডলিসামার হিটএএফপি

হোয়াট ইটস লাইক টু ওয়ার্ক ইন ওয়ান অব দ্য হটেস্ট সিটিস ইন সাউথ আমেরিকাএল সুরতিদর

দ্য স্টোরি অব হিট ডেথ: ডেভিড ওয়েন্ট টু ওয়ার্ক ইন হিজ নিউ জব অন ফরাসি বিল্ডিং সাইট। বাই দ্য এন্ড অব দ্য ডে হি ওয়াজ ডেডদ্য গার্ডিয়ান

ফর ইন্ডিয়াস গার্বেজ পিকার্স, মিজারেবল অ্যান্ড ডেঞ্জারাস জব মেইড ওর্স বাই এক্সট্রিম হিটএপি

দ্য ইউএস হ্যাজ প্ল্যান টু প্রোটেক্ট ওয়ার্কার্স ফ্রম হিট। এমপ্লয়ার্স আর ফাইটিং ইটদ্য ওয়াশিংটন পোস্ট

বাংলাদেশি গার্মেন্ট ওয়ার্কার্স ফল ইল অ্যাজ টেম্পারেচারস সোয়ারকনটেক্সট

দ্য ওয়ার্ল্ডস গার্মেন্ট ওয়ার্কার্স আর অন দ্য ফ্রন্ট লাইনস অব ক্লাইমেট ইম্প্যাক্টসগ্রিস্ট

দ্যগ্রীনহাউস এফেক্ট”: হাউ অ্যান অফটটুটেড ক্লাইমেট সলিউশন থ্রেটেনস অ্যাগ্রিকালচারাল ওয়ার্কার্সএপি

বিইং ডেলিভারি ড্রাইভার, রিস্কি জব অন ইনক্রিজিংলি হট প্ল্যানেটএল পেইস

ইউ ফিল লাইক ইউ আর সাফোকেটিং’: ফ্লোরিডা আউটডোর ওয়ার্কার্স আর কলাপসিং ইন দ্য হিট উইদাউট ওয়াটার অ্যান্ড শেডদ্য গার্ডিয়ান

ক্যালিফোর্নিয়া কাটস সেফটি এনফোর্সমেন্ট অ্যাজ ফার্মওয়ার্কার্স টয়েল ইন এক্সট্রিম হিটদ্য লস অ্যাঞ্জেলস টাইমস (পেওয়াল)

 ওয়ার্কিং হিয়ার ইজ হেল’: লেটেস্ট ডেথ অব ফার্ম ওয়ার্কার ইন ৪০ ডিগ্রি সেলসিয়াস হিট শকস ইতালিদ্য গার্ডিয়ান

হিট হাভক: ইনভেস্টিগেটিং দ্য ইম্প্যাক্ট অন স্ট্রিট ভেন্ডর্স গ্রীনপিস

কেনিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশে শুকিয়ে যাওয়া একটি নদীর তলদেশে পানির জন্য খনন করা হচ্ছে। ছবি: ফ্লোর ডে প্রেনেফ, বিশ্ব ব্যাংক, ক্রিয়েটিভ কমন্স

নারী, দরিদ্র এবং সংখ্যালঘুদের ওপর বৈষম্যমূলক প্রভাব

  • কোন এলাকাগুলো তাপমাত্রা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং সেখানে কারা বাস করে তা চিহ্নিত করা।
  • বিশেষ কোন জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে তা অনুসন্ধান।
  • তাপপ্রবাহের সময় পারিবারিক সহিংসতা বৃদ্ধি।

উদাহরণ

থার্মাল ইনইকোয়ালিটিজ’ — কেপ টাউন হিট ম্যাপিং রিভিলস হিউজ টেম্পারেচার ডিফারেন্সেস বিটুইন ডিস্ট্রিক্টসদ্য ডেইলি ম্যাভেরিক

ইন এক্সট্রিম হিট, পিপল ইন পুওরার, আর্বান নেইবারহুডস সাফার দ্য মোস্টইকোআরআই (ইউএস)

হিট ইনইকোয়ালিটিকজিং থাউজেন্ডস অব আনরিপোর্টেড ডেথস ইন পুওর কান্ট্রিজ — দ্য গার্ডিয়ান

স্লো হুইলস অব পলিসি লিভ লোইনকাম রেসিডেন্টস অব ন্যাশভিল ফিলিং ব্রান্ট অব ওয়ার্মিং ক্লাইমেটইনসাইড ক্লাইমেট নিউজ

অ্যাজ ইউএস হিট ডেথস রাইজ, সাম ল্যান্ডলর্ডস অপোজ রাইট টু এয়ার কন্ডিশনিংরয়টার্স

অন বিচেস অব গাজা অ্যান্ড তেল আবিব, টু টেইলস অব ওয়ান হিটওয়েভক্লাইমেট হোম নিউজ

হিট ওয়েভস ক্যান বি ডেডলি ফর ওল্ডার অ্যাডাল্টস: অ্যান এজিং গ্লোবাল পপুলেশন অ্যান্ড রাইজিং টেম্পারেচার্স মিন মিলিয়নস আর অ্যাট রিস্কদ্য কনভার্সেশন

লাক্সারি অর লাইফলাইন? হোয়াই ল্যাক অব এয়ার কন্ডিশনিং ক্যান বি ডেডলিদ্য টেলিগ্রাফ

সৌদি ভিসা ক্র্যাকডাউন লেফট হিটওয়েভহিট হাজ্জ পিলগ্রিমস স্কেয়ারড টু আস্ক ফর হেল্পক্লাইমেট হোম নিউজ

ব্ল্যাক ডিট্রয়েট চিলড্রেন উইদ অ্যাজমা হারডেস্ট হিট বাই সিজনাল অ্যালার্জিসব্রিজ ডিট্রয়েট অ্যান্ড ক্লাইমেট সেন্ট্রাল

উই নিড মোর ক্লাইমেটইনক্লুসিভ ডেথ ডেটাননপ্রফিট কোয়াটার্লি

কেনিয়ান উইমেন পে হার্শ প্রাইস ফর রাইজিং হিট: লস্ট প্রেগন্যান্সিজক্লাইমেট রেজিলিয়েন্স

আই হ্যাভ টু আস্ক মাই হাজব্যান্ড ফর লিটারালি এভ্রিথিং’: হাউ ওয়ার্মার ক্লাইমেট ইজ চেঞ্জিং জেন্ডার রোলসসিএনএন (ইন্ডিয়া)

ইটস টরচার’: ব্রুটাল হিট ব্রয়েলস টেক্সাস প্রিজনস, কিলিং ডজনস অব ইনমেটসদ্য গার্ডিয়ান

কৃষি
• ফসলের ওপর প্রভাব (কম উৎপাদন, বেশি আগাছা) এবং কৃষকদের ওপর প্রভাব।
• পশুসম্পদের ওপর প্রভাব এবং চাষিদের ওপর প্রভাব।
• মাছ ধরার ওপর প্রভাব এবং মাছ ধরা শিল্পে কাজ করা মানুষের ওপর প্রভাব।

উদাহরণ:

দ্য অ্যাড্রিয়াটিক ইজ বিকামিং ট্রপিকাল’: ইতালিয়ান ফিশার্স স্ট্রাগল টু অ্যাডাপ্ট টু ওয়ার্ম সিদ্য গার্ডিয়ান

কোয়ানটিফাইং দ্য ইম্প্যাক্ট অব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এক্সট্রিম হিট অন রাইস ইন দ্য ইউনাইটেড স্টেটসঅ্যাগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট মেটিওরোলজি

ফার্স্ট হিট, দেন ফ্লাডস ওয়াইপ আউট ফার্মস ইন পাকিস্তান’স চিলি ক্যাপিটালডন

ফার্মারস ইন মাউন্টেনাস এরিয়াস অব পাকিস্তান ফিল দ্য হিটডায়ালগ আর্থ

ম্যাঙ্গোজ আর ড্রপিং ইন ইনটেনস হিট, ফার্মারস আর ওয়ারিড অ্যাবাউট দ্য প্রোডাকশনবাংলা ট্রিবিউন

এক্সট্রিম ওয়েদার হিটস ফার্মার (ইন টার্কি): নট সিঙ্গল বাঞ্চ অব গ্রেপস ইন ৬০টন ভিনইয়ার্ডইয়েসিলগাজেট

শ্রিম্প ফার্মারস ফিয়ার লসেস ফর স্কর্চিং হিটওয়েভদ্য ডেইলি স্টার

দ্য হুইসেলব্লোয়ারদ্য আউটল ডকুমেন্টারি প্রজেক্ট

ফাইভ চার্টস: হাউ ক্লাইমেট চেঞ্জ ইস ড্রাইভিং আপ ফুড প্রাইজেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড — কার্বনব্রিফ

ক্লাইমেট চেঞ্জ ইন বোজোলাইস: কুড গামায় ডিসঅ্যাপিয়ার? — রু ৮৯ লিওঁ

একজন কৃষক দুইটি অপুষ্ট ও নষ্ট ভুট্টা ধরে আছেন। পরিবর্তিত বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পূর্ব ভারতের ওড়িশার কোন্ধ আদিবাসী সম্প্রদায়ের কৃষিচাষ, বাধাগ্রস্ত হচ্ছে ভুট্টা উৎপাদন। ছবি: অনিকেত গাওয়াড়ে, ক্লাইমেট ভিজ্যুয়ালডটওআরজি

অবকাঠামো 

  • বৈদ্যুতিক অবকাঠামোর ওপর প্রভাব।
  • রাস্তা, রেল, সেতু, বাঁধের ক্ষতি।
  • অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে জ্বালানি এবং জলের চাহিদা বাড়ছে।
  • প্রচণ্ড তাপ মোকাবেলায় জ্বালানি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার অভাব।

উদাহরণ

মিডওয়েস্ট ফ্লাডস, ওয়াইডস্প্রেড হিট ওয়েভস আর আন্ডারমাইনিং ইউএস ট্রান্সপোর্টেশন সিস্টেমসইনসাইড ক্লাইমেট নিউজ

স্টাক ব্রিজেস, বাকলিং রোডসএক্সট্রিম হিট ইজ রেকিং হাভক অন অ্যামেরিকাস এজিং ইনফ্রাস্ট্রাকচারদ্য কনভার্সেশন

দ্য সারপ্রাইজিংলি সিম্পল ওয়ে সিটিস কুড সেভ পিপল ফ্রম এক্সট্রিম হিট — গ্রিস্ট

টেকিং ট্রেন ডিউরিং হিটওয়েভ? ওয়াচ আউট ফরসান কিঙ্কসগ্রিস্ট

সাইটস উইথ রেডিওঅ্যাকটিভ ম্যাটেরিয়াল মোর ভালনারেবল অ্যাজ ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস ওয়াইল্ডফায়ার, ফ্লাড রিস্কসএপি

থাউজেন্ডস অব ইউএস ড্যামস মে বি আনপ্রিপেয়ারড ফর এক্সট্রিম রেইনদ্য নিউ সায়েন্টিস্ট

পরিকল্পনা সমাধান

  • এখনো বাড়ি ও ভবনগুলো নির্মিত হচ্ছে তাপ-শোষণকারী উপকরণ ব্যবহার করে। জুড়ে দেওয়া হচ্ছে বড় দক্ষিণমুখী জানালা— যা ভবন নির্মাণ পরিকল্পনাতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতার অভাব তুলে ধরে।
  • চরম তাপ মোকাবিলায় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ও অগ্নিনির্বাপণ সংস্থা, গণপরিবহন, এবং ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার মধ্যে সমন্বয়ের প্রয়োজন।
  • প্রাকৃতিকভাবে ভবন শীতল রাখতে পুরানো দিনের নির্মাণ নকশাকে আবার ফিরিয়ে আনতে হবে।
  • অপর্যাপ্ত পানি সরবরাহ রয়েছে এমন এলাকায় প্রচণ্ড গরমের মধ্যে আবাসন নির্মাণ কাজ হুমকিস্বরূপ।
  • শহরাঞ্চলে বৃক্ষ রোপন বৃদ্ধি।

সিটিস আর ট্যাকলিং রাইজিং হিটবাট দে হ্যাভ টু অ্যাভয়েড ডেঞ্জারাস ট্রাপদ্য গার্ডিয়ান

অ্যাজ লন্ডন সুয়েলটার্স, অ্যাডাপটেশন টু হিট এক্সট্রিমস ইজ নাউআর্জেন্টক্লাইমেট রেজিলিয়েন্স ফর অল

লাইফ ইন হিট ডোম: দ্য অ্যামেরিকান ওয়েস্ট ইজ ফিগারিং আউট হাউ টু কিপ কুল — বিবিসি

ক্যান চিফ হিট অফিসারস প্রোটেক্ট ইউএস সিটিস ফ্রম এক্সট্রিম হিট?গ্রিস্ট

ওয়াটারমোস্ট ডিয়ারঅ্যাজ হিটওয়েভ সেটস ইন ফ্রম টুডেডন

দ্য ক্যাপিটাল ইজ ফুল অব ট্রিজ দ্যাট আর নট সুইটেবল ফর দ্য এনভায়রনমেন্টপ্রথম আলো

ফিলিপিন হিট হ্যাজ অলওয়েজ বিন প্রবলেমঅ্যান্ড ইটস গোয়িং টু গেট ওর্সর‌্যাপলার

২০১০ সালে, পাকিস্তানে মাত্র দুই সপ্তাহের মধ্যে দশ বছরের সমপরিমাণ রেকর্ড বৃষ্টিপাত হয়। এতে দেশের বেশিরভাগ অংশে চরম বন্যা সৃষ্টি হয়। উল্লেখ্য, ত্রাণ দেওয়ার সময় লাখ লাখ বাস্তুচ্যুত মানুষকে বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশনের ব্যবস্থা করা জরুরী। ছবি: ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ কমন্স

ক্রীড়াঙ্গন

  • রেকর্ড পরিমাণ উষ্ণতা বৃদ্ধির কারণে অদূর ভবিষ্যতে শীতকালীন খেলাধুলার ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে?
  • তাপমাত্রা বৃদ্ধির কারণে গ্রীষ্মকালীন অলিম্পিকসহ প্রধান ক্রীড়া আয়োজনের সময়সূচীতে কী পরিবর্তন আনা প্রয়োজন?
  • পেশাদারদের পাশাপাশি অপেশাদার ক্রীড়াবিদ এবং স্কুলের বাচ্চাদের ঝুঁকি কি?

ক্লাইমেট চেঞ্জ ইজ পুটিং অ্যাথলিটস অ্যান্ড দেয়ার স্পোর্টস অ্যাট রিস্কদ্য কনভার্সেশন

অ্যাথলিটস ফাইন্ড ফিয়ার্স অপোনেন্ট ইন ক্লাইমেট চেঞ্জসিবিসি

অ্যাট দ্য অলিম্পিক্স, হিট ক্যান রেইজ দ্য ডেঞ্জার বার অব কম্পিটিশনসইনসাইড ক্লাইমেট নিউজ

এক্সট্রিমহিট ডোমহিটিং অলিম্পিক্সইম্পসিবলউইদাউট গ্লোবাল হিটিং — দ্য গার্ডিয়ান

হাউ ক্লাইমেট চেঞ্জ থ্রেটেনস দ্য উইন্টার অলিম্পিক্সফিউচারদ্য কনভার্সেশন

অ্যাজ দ্য ওয়ার্ল্ড হিটস আপ, সো ডাজ দ্য ডিবেট অ্যারাউন্ড আর্টিফিশিয়াল টার্ফদ্য নিউ লিড 

ঝুঁকি কমাতে নতুন উদ্ভাবন — কী কাজ করে এবং কী কাজ করে না? 

  • শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ওপর অত্যধিক নির্ভরতা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে উসকে দিতে পারে। বিদ্যুৎ উৎপাদন চাপের মধ্যে পড়তে পারে, ঝড় বা প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে এয়ার কন্ডিশনিংও অস্বাভাবিকরকম ব্যয়বহুল হতে পারে।
  • অতিরিক্ত তাপমাত্রা মোকাবেলায় বৃক্ষ রোপন, সবুজায়ন, পানির প্রাপ্যতা বৃদ্ধির মতো কর্মসূচী মানসিক স্বাস্থ্য ও জীববৈচিত্রের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
  • রোদ থেকে সুরক্ষার জন্য ছাউনি তৈরিসহ শীতলতা বৃদ্ধির জন্য সাদা ও সবুজ ছাদ কার্যকর।
  • শ্রমিকদের জন্য শীতল ও আরামদায়ক পোশাক, শ্রমপদ্ধতি উদ্ভাবনের পাশাপাশি তাপ বীমার (হিট ইন্সুরেন্স) ব্যবস্থা করা। 

উদাহরণ

এক্সট্রিম হিট ইজ ইমপ্যাক্টিং মোস্ট অ্যামেরিকানসবিলস’, পোল ফাইন্ডসএপি

থার্ড অব হারিকেন বেয়ারিল ডেথস ইন টেক্সাস ওয়ার কজড বাই হিটএনবিসি নিউজ

ফ্রম ইন্সুরেন্স টুডিজিটাল টুইন্স’, ইনোভেশন টু কাট হিট রিস্কস ইস ওয়র্মিং আপক্লাইমেট রেজিলিয়েন্স ফর অল

ইট অর স্টে কুল? সিটিস টেস্ট ওয়েজ টু প্রোটেক্ট দ্য পুওর ফ্রম রাইজিং হিটথমসন রয়টার্স ফাউন্ডেশন

দ্য কস্ট অব স্টেয়িং কুল: হাউ এক্সট্রিম হিট ইস কস্টিং অ্যামেরিকানস মোর দ্যান এভারইউএসএ টুডে 

অন্যান্য প্রভাব

  • অর্থনৈতিক
  • জাতীয় নিরাপত্তা
  • পর্যটন বন্য প্রাণী এবং গাছপালা
  • শিক্ষা
  • অভিবাসন

উদাহরণ

এক্সট্রিম হিট পোজেস নিউ চ্যালেঞ্জ ফর এইড এজেন্সিস ইন গাজা — কনটেক্সট, থমসন রয়টার্স ফাউন্ডেশন

হাউ অ্যান এরা অব এক্সট্রিম হিট ইজ রিশেপিং ইকোনোমিসফাইন্যান্সিয়াল টাইমস (পেওয়াল)

এক্সট্রিম হিট পোজেসরিয়েল রিস্কটু স্পেইন মাস টুরিজম ইন্ডাস্ট্রিদ্য গার্ডিয়ান

হাউ রাইজিং টেম্পারেচার্স মে অ্যাফেক্ট ফিউচার ইলেকশন্সননপ্রফিট কোয়ার্টারলি

এক্সট্রিম হিট ইস মেকিং স্কুলস হটটারঅ্যান্ড লার্নিং হার্ডারদ্য নাইনটিন্থ

টুরিস্টস আর ফিলিং দ্য হিট — অ্যান্ড দেয়ার বডিজ মে নট বি অ্যাবল টু ক্যাচ আপ — ইনসাইড ক্লাইমেট নিউজ

হিট ইস কিলিং থাউজেন্ডস, অ্যান্ড বিগ ইভেন্টস হ্যাভ নট অ্যাডজাস্টেড — দ্য নিউ ইয়র্ক টাইমস

এক্সট্রিম হিট শাটস স্কুলস ফর মিলিয়নস, ওয়াইডেনিং লার্নিং গ্যাপস ওয়ার্ল্ডওয়াইড — রইটারস

হটার টেম্পারেচার্স আর কজিং ট্রিজ টু হ্যাভ হিট স্ট্রোকস — সিয়েরা ক্লাব

রেকর্ড স্যামন মাইগ্রেশন রানস ইন্টু হট ওয়াটার — ই অ্যান্ড ই নিউজ

হিট ওয়েভস অ্যান্ড ড্রাউটস আর বনাঞ্জা ফর জাঙ্ক ফুড কোম্পানিজ — দ্য নিউ ইয়র্ক টাইমস অপ-এড

ক্লাইমেট চেঞ্জ ইজ ফিলিং দ্য গ্রীক সি উইথ ইনভেসিভ স্পেসিজ — এফইমেরিদা দন সিন্ডাকতন

গ্রিসে দাবানলে পুড়ে যাচ্ছে জলপাই গাছ। এ গাছগুলো যেহেতু ভিতর থেকে পুড়ে যায়, দমকলকর্মীদের জন্য আগুন নিয়ন্ত্রণ করা এবং নিভিয়ে ফেলা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। তাছাড়া গাছগুলো পুড়ে যাওয়ার সময় সঞ্চিত কার্বনকে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, ফলে আগুন ছড়িয়ে পড়ে, যা জলবায়ুর হুমকিকে বাড়িয়ে দেয়। ছবি: মিলোস বিচানস্কি, ক্লাইমেট ভিজুয়্যালডটওআরজি

ভিন্ন পদ্ধতি

যুক্তরাজ্যের ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি জরিপে দেখানো হয়েছে , “তাপপ্রবাহের সময় মানুষের বাড়ির তাপমাত্রা আসলে কতটা বেড়ে যায়—এবং মানুষের স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব পড়ে।” পরিস্থিতির মাত্রা বুঝতে জনসাধারণকে জরিপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। এ জরিপের মাধ্যমে “স্টিফলিং, সাফোকেটিং, আনলিভেবল: লাইফ ইন অ্যান ওভারহিটিং হোম” এবং “রিভিলড: এসকেলেটিং এফেক্টস অব হট সামার্স অন ইউকে হাউজিং” এর মতো তথ্যগুলো উঠে আসে।

উৎস:

হিট অ্যান্ড হেলথদ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন

ইউনিসেফচরম দাবদাহ কত শিশুকে প্রভাবিত করতে সে সম্পর্কে একটি প্রতিবেদন।

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন — “ওয়ার্কিং অন আ ওয়ার্মার প্ল্যানেট,” ২০১৯ সালের প্রতিবেদন।

ক্লাইমেট শিফট ইনডেক্সআমেরিকার এনজিও, ক্লাইমেট সেন্ট্রালের একটি বৈশ্বিক মানচিত্র।

গ্লোবাল হিট হেলথ ইনফরমেশন নেটওয়ার্কবিজ্ঞানী, অনুশীলনকারি এবং নীতিনির্ধারকদের একটি স্বতন্ত্র, স্বেচ্ছাসেবক, এবং সদস্য নির্ভর ফোরাম

সেভেন লেসন্স ফর জার্নালিজম ইন দ্য এজ অব এক্সট্রিম হিট“অক্সফোর্ড ক্লাইমেট জার্নালিজম নেটওয়ার্কের সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা তাপমাত্রা এবং কীভাবে তা নিয়ে প্রতিবেদন করা যায় তা খুঁজতে একসঙ্গে হয়েছিলেন

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন“বিশ্বের বিভিন্ন জায়গার বিজ্ঞানীদের সঙ্গে কাজ করে, ডব্লিউডব্লিউএ পরিমাপ করে জলবায়ু পরিবর্তন কীভাবে দাবদাহ বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে তোলে।” সাংবাদিকেরা এ গাইডটি দেখুন।

কোয়ান্টিফাইং দ্য ইমপ্যাক্ট অব ক্লাইমেট চেঞ্জ অন হিউম্যান হেলথ২০২৪ সালের একটি প্রতিবেদন যা বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে প্রকাশিত হয়েছে।

ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এসক্যালেশন অব গ্লোবাল এক্সট্রিম হিট২০২৪ সালের প্রতিবেদন, যা ক্লাইমেট সেন্ট্রাল, ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন, এবং রেড ক্রস রেড ক্রেসেন্ট ক্লাইমেট সেন্টারের সহযোগিতায় তৈরি করা হয়।

ভাইটাল সাইনসগালফ স্টেটসের অভিবাসী কর্মীদের মৃত্যুর উপর গবেষণা করে লেখা কিলার হিট নামের প্রতিবেদন।

এক্সট্রিম প্রিসিপিটেশন ইন ওয়ার্মিং ক্লাইমেটইউএস এনজিও ক্লাইমেট সেন্ট্রালের একটি প্রতিবেদন, এখানে এক্সট্রিম ওয়েদার টুলকিট: এক্সট্রিম হিট নামের একটি গাইডও রয়েছে।

এক্সট্রিম হিট অ্যান্ড ইউর হেলথইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল

কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ: দ্য ইম্পেরেটিভ ফর হেলথসেন্টারড রেসপন্স ইন ওয়ার্ল্ড ফেসিং ইরেভার্সিবল হার্মস২০২৩ ল্যানসেট প্রতিবেদন

পার্সিস্টেন্ট আরবান হিট২০২৩ সালে সায়েন্স অ্যাডভান্সেসের একটি গবেষণা প্রতিবেদন, এ জার্নালটি নিয়মিতভাবে বিজ্ঞানীদের দাবদাহ সম্পর্কিত ফলাফল প্রকাশ করে।

ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস বাই সেক্টরইউএস ইপিএ এবং ইপিএর ক্লাইমেট ইম্প্যাক্টস অন হিউম্যান হেলথ।

দ্য ইম্প্যাক্ট অব ক্লাইমেট চেঞ্জ অন আর্স হেলথ অ্যান্ড হেলথ সিস্টেমসদ্য কমনওয়েলথ ফান্ড

এক্সট্রিম হিট ইজ ব্রেকিং গ্লোবাল রেকর্ডস: হোয়াই দিস ইসনজাস্ট সামার,’ অ্যান্ড হোয়াট ক্লাইমেট চেঞ্জ হ্যাজ টু ডু উইথ ইটদ্য কনভার্সেশন

দ্য ইমার্জেন্স অব হিট অ্যান্ড হিউমিডিটি টু সিভিয়ার ফর হিউম্যান টলারেন্সসায়েন্স অ্যাডভান্সেস

ক্লোজার লিমিটস টু হিউম্যান টলারেন্স অব গ্লোবাল হিটন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস (ইউএস)

হাউ হট ইজ টু হট ফর দ্য হিউম্যান বডি? আওয়ার ল্যাব ফাউন্ড হিট + হিউমিডিটি গেটস ডেঞ্জারাস ফাস্টার দ্যান ম্যানি পিপল রিয়ালাইজদ্য কনভার্সেশন

এক্সট্রিম হিট ইন ফিনিক্স কুড মেক আউটডোর ওয়ার্কইম্পসিবলফর নিয়ারলি হাফ দ্য ইয়ারক্লাইমেট অ্যানালিটিক্স

ন্যাশনাল ইনটিগ্রেটেড হিট হেলথ ইনফরমেশন সিস্টেম

গাইডেন্স অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস অন ভিজুয়ালাইজিং এক্সট্রিম হিটক্লাইমেটভিজুয়ালসডটওআরজি

খবরের উৎস

সোসাইটি অব এনভায়রনমেন্টাল জার্নালিস্টসপরিবেশ সম্পর্কিত গল্পের নিয়মিত হালনাগাদ সংগ্রহ । “হিট” লিখে খুঁজুন।

এক্সট্রিম হিটদ্য গার্ডিয়ানে একটি বিশেষ বিভাগ

বইসমূহ

দ্য হিট উইল কিল ইউ ফার্স্ট: লাইফ অ্যান্ড ডেথ অন স্কর্চড প্ল্যানেট লেখক জেফ গুডেল

অন দ্য মুভ: দ্য ওভারহিটিং আর্থ অ্যান্ড দ্য আপরুটিং অব আমেরিকা লেখক আব্রাহম লাস্টগারটেন

দ্য ওয়েট অব নেচার: হাউ চেঞ্জিং ক্লাইমেট চেঞ্জেস আওয়ার ব্রেইনসলেখক ক্লেটন পেজ অ্যাল্ডার্ন

স্লো বার্ন: দ্য হিডেন কস্টস অব ওয়ার্মিং ওয়ার্ল্ড লেখক আর. জিসাং পার্ক

ওয়ার্মিং আপ: হাউ ক্লাইমেট চেঞ্জ ইজ চেঞ্জিং স্পোর্ট লেখক ম্যাডেলিন অর

হিটওয়েভ: পিকচার বুক লেখক লরেন রেডনিস


টবি ম্যাকিনটোশ জিআইজেএন রিসোর্স সেন্টারের জ্যেষ্ঠ উপদেষ্টা। এ রিসোর্স সেন্টারটি বিশ্বব্যাপী সাংবাদিকদের অনলাইন রিসোর্স সরবরাহ করে। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ফ্রিডমইনফোডটওআরজির ( FreedomInfo.org) সম্পাদক ছিলেন। ওয়াশিংটন, ডিসির এ অলাভজনক ওয়েবসাইটটি কাজ করে আন্তর্জাতিক স্বচ্ছতা আইন নিয়ে। ৪৯ বছর ধরে যুক্ত ছিলেন ব্লুমবার্গ বিএনএ-এর সঙ্গে। আমেরিকার তথ্য স্বাধীনতা আইনের অধীনে অসংখ্য অনুরোধ দায়ের করেছেন এবং বিশ্বব্যাপী ফোয়া নীতি সম্পর্কে লিখেছেন। তিনি ফোয়ানেটের স্টিয়ারিং কমিটির একজন সদস্য। এটি মূলত ফোয়া অ্যাডভোকেটদের একটি নেটওয়ার্ক।

 

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

টিপশীট জলবায়ু পরামর্শ ও টুল

সরকারের জলবায়ু অঙ্গীকার নিয়ে যেভাবে জবাবদিহি আদায় করবেন

জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক কূটনৈতিক ‍উদ্যোগের কেন্দ্রে রয়েছে বিভিন্ন দেশের করা জাতীয় অঙ্গীকার। আপনার দেশের সরকার কী ধরনের ঐচ্ছিক অঙ্গীকার করেছে? সেখানে উল্লেখ করা প্রতিশ্রুতিগুলো কি তারা রক্ষা করছে? এসব প্রশ্ন ধরে অনুসন্ধান এবং সরকারকে জবাবদিহি করার গুরুত্বপূর্ণ কিছু উপায়-কৌশল ও রিসোর্সের খোঁজ পাবেন এই লেখায়।

GIJN এর সদস্যপদ জিআইজেসি২৫

মালয়েশিয়াকিনি: স্বাধীন বার্তাকক্ষ যেভাবে ইটের পর ইট গেঁথে ক্ষমতাবানদের “গলার কাঁটা” হয়ে ওঠে

“মালয়েশিয়াকিনি সবচেয়ে জরুরী কাজটি করেছে। বার্তাকক্ষটি সরাসরি এবং সুস্পষ্টভাবে চ্যালেঞ্জ করেছে ক্ষমতাবানদের কর্তৃত্বকে। সাধারণ মালয়েশিয়ানদের জন্য নিষিদ্ধ বিষয় যেমন জাতি, রাজপরিবার এবং ধর্ম নিয়ে মতামত প্রকাশের একটি নিরাপদ স্থান তৈরি করেছে।”

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

নির্বাসিত লোকেদের ওপর রাষ্ট্রের হামলা: ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানী সিরিজ “দমন নীতির দীর্ঘ হাত” থেকে আমরা যা শিখতে পারি

দ্যা ওয়াশিংটন পোস্টের আন্তর্জাতিক অনুসন্ধানী দল রিপ্রেশন’স লং আর্ম ধারাবাহিকে তুলে ধরেছে, কীভাবে নিজ দেশের সীমানার বাইরে থেকেও নিশানা হচ্ছেন ভিন্ন মতাবলম্বীরা।