দীর্ঘ অনুসন্ধানে মনোযোগ ধরে রাখার ৬টি উপায়
কোনো কোনো সময় আপনি এমন অনুসন্ধানের মুখোমুখি হবেন, যা পদে পদে আপনাকে ভোগাবে। মাসের পর মাস গেলেও মনে হবে, কাজ ততটা এগুচ্ছে না। এই পরিস্থিতিতে অনেকেই হতাশ হয়ে হাল ছেড়ে দেন। পুলিৎজার পুরষ্কারের জন্য মনোনীত ”হার্টব্রোকেন” শিরোনামের অনুসন্ধানটি করতে গিয়ে একই সমস্যায় পড়েছিল মার্কিন পত্রিকা টাম্পা বে টাইমস। শত প্রতিকূলতার মধ্যেও তারা নিজেদের কীভাবে ধরে রেখেছিল – এখানে তা-ই তুলে ধরেছেন তাদের প্রতিবেদক নিল বেদি।