
একটি প্রমোদতরী, একটি বিলাস-বিমান ও হাঙ্গেরির শাসকগোষ্ঠী
একটি প্রমোদতরী আর একটি বিলাসবহুল ব্যক্তিগত বিমান। এই দুই বাহনকে অনুসরণ করে হাঙ্গেরির শাসকগোষ্ঠীর বিলাসিতার চিত্র উন্মোচন করেছে অনুসন্ধানী নিউজরুম আটলাসজো। দেখিয়েছে কিভাবে প্রধানমন্ত্রী, তার ঘনিষ্টজন এবং শাসক দলের সদস্যরা – কখনো ফুটবল খেলা দেখতে, কখনো ব্যবসায়িক সভায় অংশ নিতে, কখনোবা ছুটি কাটাতে যেতেন। এই রিপোর্ট তারা কিভাবে করেছেন, সেই গল্পই এখানে।