প্রবেশগম্যতা সেটিংস

Photo: Pixabay / NjoyHarmony

লেখাপত্র

নারী সাংবাদিকদের জন্য নতুন রিসোর্স

English

ছবি: পিক্সাবে/এনজয় হারমনি

নারী অনুসন্ধানী সাংবাদিকরা গোটা বিশ্বেই বড় বড় খবর জন্ম দিচ্ছেন। কিন্তু এখনো অনুসন্ধানী সাংবাদিকতায় নারীদের সংখ্যা কম। বিশেষ করে পুরুষ সহকর্মীদের তুলনায়।

আমরা পরিসংখ্যান দেখেছি, টুইটার থ্রেড পড়েছি এবং আমাদের বৈশ্বিক সম্মেলনে আসা অনেক নারীর সাথে কথা বলে জেনেছি: নারী সাংবাদিকরা বার্তাকক্ষের ভেতরে বা বাইরে যে ধরণের বাধার মুখে পড়েন তা অনেক সময় জেন্ডার-ভিত্তিক, আর তাদের সমস্যাগুলোকে সমাধান করার মত নেটওয়ার্কের সংখ্যা বা সম্পদের পরিমাণও অপর্যাপ্ত।

কিন্তু নারী অনুসন্ধানী সাংবাদিকদের জন্য রিসোর্স পেইজ তৈরি করতে গিয়ে, অসংখ্য নেটওয়ার্ক এবং রিসোর্সের সন্ধান পেয়ে, আমরা রীতিমত অবাক হয়েছি। আমাদের সংকলন করা এই রিসোর্স মূলত নারী সাংবাদিকদের জন্য। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট নারী সাংবাদিকরাও এখান থেকে উপকৃত হবেন।

#মিটু আন্দোলনের প্রভাবে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে এখন নারীদের প্রতি সহিংসতা, হয়রানি এবং বৈষম্যের দিকে গভীর মনোযোগের সাথে নজর দিতে শুরু করেছে। এর হাত ধরে যুক্তরাজ্য, ব্রাজিল, ক্যামেরুন, ফ্রান্স এবং জাপানসহ অনেক দেশেই নারী সাংবাদিকদের সংগঠন ও নেটওয়ার্ক আত্মপ্রকাশ করেছে। এটি বেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমরা বৈশ্বিক রিসোর্সের এই বিশদ তালিকা প্রকাশ করছি। আমাদের আশা, ওয়াচডগ সাংবাদিকতা চালিয়ে যেতে, বিশ্বের নারী অনুসন্ধানী সাংবাদিকদের যে ধরণের সহায়তা প্রয়োজন, তা খুঁজে পেতে সাহায্য করবে এই রিসোর্স।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

বিক্ষোভে প্রাণঘাতী গুলির নির্দেশ, অবরুদ্ধ বম জনগোষ্ঠী, বিপদে দ্বীপটির আবাসস্থল: ২০২৫ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধানী প্রতিবেদন

২০২৫ সালে বাংলাদেশ ও বাংলাদেশ নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সরকার ও ক্ষমতাশালীদের জবাবদিহির উদ্দেশে বেশ কিছু ভালো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে বাংলাদেশি সাংবাদিকদের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। তারা পতিত সরকারের সময়ের পাশাপাশি বর্তমান সময়ে বিভিন্ন খাতের অনিয়ম নিয়ে প্রতিবেদন করেছেন।

পরিকল্পনা থেকে লেখা, সম্পাদনা থেকে প্রকাশনা: অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সম্পাদকরা যেভাবে সহায়তা করতে পারেন

সম্পাদকদের কাজ হলো সাংবাদিকদের পর্যাপ্ত প্রমাণ সংগ্রহে সাহায্য করা। আর গল্পটি এমনভাবে লিখতে হবে, এমন প্রমাণ ও তথ্য দিতে হবে, যেন সবচেয়ে সন্দেহপ্রবণ মানুষও পড়ার পর বিশ্বাস করতে বাধ্য হয়।

সম্পাদকের বাছাই

২০২৫ সালে জিআইজেএন প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে যে ১০টি অবশ্যই পড়া উচিত

২০২৫ সালে জিআইজেএন প্রকাশিত বেশিরভাগ প্রতিবেদনেই নিত্য-নতুন চিন্তা-ভাবনা আর উদ্ভাবনী বিভিন্ন কৌশল সম্পর্কে বলা হয়েছে। তাতে উঠে এসেছে, অর্থ-সম্পদের ক্রমাগত সংকোচন আর স্বাধীন গণমাধ্যমের ওপর বাড়তে থাকা হুমকি ও চাপের বিপরীতে দাঁড়িয়েও সাংবাদিকরা কীভাবে নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।

সংবাদ ও বিশ্লেষণ

অনুসন্ধানী সাংবাদিকতার অ্যাসাইনমেন্টে যুক্ত হওয়ার আগে ফিক্সারদের যা জানা উচিত

ফিক্সাররা সাক্ষাৎকারের ব্যবস্থা করেন, প্রবেশাধিকার নিশ্চিত করেন, অনুবাদ করেন, পথনির্দেশনা দেন এবং অনেক সময় সাংবাদিকদের সুরক্ষাও নিশ্চিত করেন। তাদের এই গুরুত্ব সত্ত্বেও, অনেক ফিক্সার চুক্তি, ন্যায্য পারিশ্রমিক বা নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছাড়াই কাজ করেন।