
ডেটা সাংবাদিকতা
ডেটা সাংবাদিকদের গ্রীষ্মকালীন পাঠ্য তালিকা: যারা বিশ্বাস করেন সংখ্যা দিয়েও শক্তিশালী গল্প বলা যায়
কার্যকর ডেটা সাংবাদিকতার জন্য শুধু শক্তিশালী বিশ্লেষণী সক্ষমতাই যথেষ্ট নয়; পাশাপাশি প্রয়োজন সহমর্মিতা, ভিজ্যুয়াল সাক্ষরতা, ডেটা বিষয়ে সচেতনতা, কৌশলগত চিন্তাশক্তি এবং নৈতিক সংবেদনশীলতা। যারা এই বহুমাত্রিক দক্ষতাগুলো আয়ত্ত করতে আগ্রহী— গ্রীষ্মকালীন বইয়ের এই তালিকাটি সেইসব ডেটা সাংবাদিকদের জন্য। এখানে প্রচলিত বইয়ের বাইরেও কিছু গুরুত্বপূর্ণ বই রাখা হয়েছে।