জিআইজেসি২৫ ওয়েবসাইট এবং গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের তারিখ ঘোষণা করেছে জিআইজেএন
আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:
১৪তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স (জিআইজেসি২৫) ২০২৫ সালের ২১ নভেম্বর, শুক্রবার থেকে ২৪ নভেম্বর, সোমবার পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে। মূল সম্মেলনের একদিন আগে অর্থাৎ ২০ নভেম্বর থাকবে প্রস্তুতিমূলক বিশেষ আয়োজন প্রাক-কনফারেন্স ডে।
সম্মেলন উপলক্ষে gijc2025.org নামে একটি ওয়েবসাইট চালু করেছে জিআইজেএন। এখানে আসন্ন আয়োজন ও আয়োজক শহর মালয়েশিয়া সম্পর্কে আরও তথ্য মিলবে। আসছে কয়েক মাস ধরে সাংবাদিকরা এ ওয়েবসাইটের মাধ্যমে প্যানেলের জন্য আইডিয়া জমা দেওয়াসহ, ফেলোশিপের জন্য আবেদন, সম্মেলনে যোগ দেওয়ার জন্য নিবন্ধন এবং গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ডের জন্য অনুসন্ধানী প্রতিবেদন জমা দিতে পারবেন।
গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, স্থানীয় সহআয়োজক হিসেবে মালয়েশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম এবং বহুভাষায় প্রকাশিত মালয়েশিয়াকিনিকে সাথে পেয়েছে। ১৯৯৯ সাল থেকে মালয়েশিয়াতে অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা করে আসছে মালয়েশিয়াকিনি।
জিআইজেসি২৫-এর এবারের কনফারেন্স ভেন্যু মালয়েশিয়ার রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত কুয়ালালামপুর কনভেনশন সেন্টার (কেএলসিসি)। ভবনটি মালয়েশিয়ার আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার এবং পঞ্চাশ একর জায়গাজুড়ে অবস্থিত কেএলসিসি উদ্যানমুখী। এটি একশ একরের “সিটি-উইদিন-এ-সিটি” প্রকল্পের অংশ। এখানে দর্শনার্থীদের জন্য খাওয়া, থাকাসহ বিনোদনের নানা সুযোগ-সুবিধা রয়েছে।
গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুসন্ধানী সাংবাদিক ও সম্পাদকদের বৃহত্তম সম্মেলন।জিআইজেসি২৫ সম্মেলনের ১৪তম সংস্করণ। এই সম্মেলনে অনুসন্ধানী সাংবাদিকতার সর্বসাম্প্রতিক কলাকৌশল সম্পর্কিত প্রশিক্ষণ, সর্বাধুনিক কর্মশালা, বৃহত্তর পরিসরে নেটওয়ার্কিংসহ বিভিন্ন অধিবেশন থাকছে।
জিআইজেএনের নির্বাহী পরিচালক এমিলিয়া ডিয়াজ স্ট্রাক বলেন, “মালয়েশিয়াকিনিকে অংশীদার হিসেবে পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। প্রজন্মের পর প্রজন্ম ধরে সংবাদমাধ্যমটি স্বাধীনভাবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির মাধ্যমে সাংবাদিকদের অনুপ্রাণিত করছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান হুমকির মধ্যে ক্ষমতাধরদের জবাবদিহিতার আওতায় আনা এবং স্বাধীন সাংবাদিকতার অনুশীলন করা বিশ্বব্যাপী নাগরিকদের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ।
জিআইজেসি২৫ সাংবাদিকদের মধ্যে জ্ঞান বিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করবে। কর্মশালার মাধ্যমে অনুসন্ধানের আধুনিক ও উন্নত কৌশলগুলো শেখাবেন আমাদের বৈশ্বিক সম্প্রদায়ের সেরা অনুসন্ধানী সাংবাদিকেরা। আমরা কুয়ালালামপুরে সবাইকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!”
মালয়েশিয়াকিনির সহ-প্রতিষ্ঠাতা প্রেমেশ চন্দ্রন বলেন, ” গত ২৫ বছর ধরে মালয়েশিয়াকিনি ক্ষমতাধরদের সামনে সত্যকে তুলে ধরছে। সাংবাদিকতার বিশ্বের বৃহত্তম সম্প্রদায়কে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত ।” তিনি আরও বলেন, “মালয়েশিয়া একটি বহু-সংস্কৃতির দেশ, আমরা সবাইকে সম্মেলনে অংশ নিতে স্বাগত জানাই। এছাড়াও আমাদের দেশকে ঘুরে দেখার জন্য আহ্বান জানাচ্ছি!”
এর আগের গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স ব্রাজিল, ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা ও ইউক্রেনসহ মোট দশটি দেশে অনুষ্ঠিত হয়। সর্বশেষ কনফারেন্স জিআইজেসি২৩ অনুষ্ঠিত হয় সুইডেনের গোথেনবার্গে। উপস্থিতির দিক থেকে অতীতের যেকোনো রেকর্ড ছাড়িয়ে যায় গতবারের সম্মেলন। যেখানে প্রায় ৯০টি দেশের ২১০০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। ( জিআইজেসি২৩ এর বিভিন্ন উপস্থাপনা, প্যানেল ও কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানুন।)
জিআইজেসি২৫ সম্মেলনে আমরা আমাদের দ্বিবার্ষিক গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ড বিজয়ীদের পুরস্কৃত করবো যাঁরা সব হুমকি, চাপ আর কঠিন পরিস্থিতি সামলে অনুসন্ধানী সাংবাদিকতা করে যাচ্ছেন।
অন্যান্য বছরের মতো জিআইজেসি২৫ বৈশ্বিক দক্ষিণ ও অন্যান্য অঞ্চলের সাংবাদিকদের সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দিতে বড়সড় ফেলোশিপ দিচ্ছে। কনফারেন্স ফেলোদের অর্থায়নের মাধ্যমে বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী প্রভাব রাখা সম্ভব। দাতা ও পৃষ্ঠপোষকেরা যাঁরা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সহায়তা করতে চান তাঁরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করুন mailto:gijc25@gijn.org এখানে।