প্রবেশগম্যতা সেটিংস

Beautiful architecture building exterior in Kuala Lumpur city in Malaysia for travel

লেখাপত্র

বিষয়

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স ২০২৫ এর আসর এবার মালয়েশিয়ায়

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স, ২০২৫ (জিআইজেসি২৫) আগামি বছরের শেষার্ধে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, এবার জিআইজেসি২৫ এর স্থানীয় সহআয়োজক মালয়েশিয়াকিনি। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত স্বাধীন সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত সংবাদজগতে অবদান রাখা, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকা ও গভীরতাধর্মী প্রতিবেদন তৈরির কারণে ।

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুসন্ধানী সাংবাদিক ও সম্পাদকদের বৃহত্তম সম্মেলন। জিআইজেসি২৫ এই সম্মেলনের ১৪তম সংস্করণ। এই সম্মেলনে অনুসন্ধানী সাংবাদিকতার সর্বসাম্প্রতিক কলাকৌশল সম্পর্কিত প্রশিক্ষণ, সর্বাধুনিক কর্মশালা, বৃহত্তর পরিসরে নেটওয়ার্কিং এবং নানা ইস্যুতে অধিবেশন থাকছে। এ বছরের শেষ নাগাদ এই সম্মেলনের তারিখ ও স্থান জানানো হবে।

এবারই প্রথম জিআইজেএনের বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ায়। এর আগে ম্যানিলা (২০১৪), কাঠমাণ্ডু (২০১৬) ও সিউলে (২০১৮) সফলভাবে আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে জিআইজেএন।

“মালয়েশিয়াকিনির সঙ্গে এশিয়ায় একটি পূর্ণাঙ্গ গ্লোবাল কনফারেন্সের আয়োজনের উদ্যোগ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সম্মেলনে অংশ নিতে সারা বিশ্বের সাংবাদিকরা নিশ্চিতভাবে আগ্রহী হবেন, ” জিআইজেএন বোর্ড চেয়ার ব্র্যান্ট হাউসটন বলেন। তিনি আরও বলেন, “আমাদের বৈশ্বিক মিশনের জন্য মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে কাজ করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য নেওয়া নানামুখী উদ্যোগ অনুসন্ধানী সাংবাদিকতার মূল চালিকাশক্তি হবে। এমন এক সময়ে এই আয়োজন হতে চলেছে, যখন সাংবাদিকতার চর্চা করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।”

“অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার প্রকাশ করে মালয়েশিয়ায় নাটকীয় পরিবর্তনের সূচনা করেছে,” মালয়েশিয়ািকিনির সহপ্রতিষ্ঠাতা প্রেমেশ চন্দ্রন বলেন। তিনি আরও বলেন, “গত ২৫ বছর ধরে মালয়েশিয়াকিনি কর্তৃপক্ষের মুখের ওপর সত্য বলে এসেছে। এই পথের সহযাত্রী সারাবিশ্ব থেকে আগত সাংবাদিকদের বৃহত্তম সম্মেলনে আতিথেয়তা করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। মালয়েশিয়া একটি বৈচিত্রপূর্ণ দেশ। আমরা সবাইকে সময় নিয়ে মালয়েশিয়া ঘুরে দেখতে স্বাগত জানাই।”

“আমরা মালয়েশিয়াকিনিকে অংশীদার হিসেবে পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। একইসঙ্গে  প্রথমবারের মতো এশিয়ায় এই সম্মেলন আয়োজনের উদ্যোগ নিতে পেরে আনন্দিত বোধ করছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ২০২৫ এ মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য কনফারেন্সের জন্য, যেখানে সারাবিশ্বের সাংবাদিকেরা জ্ঞান বিনিময় ও নেটওয়ার্কিং এর সুযোগ পাবেন,” জিআইজেএনের নির্বাহী পরিচালক এমিলিয়া ডিয়াজ স্ট্রাক বলেন। তিনি আরও বলেন, ”জিআইজেএনের লক্ষ্য বিশ্বব্যাপী সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি। এর অংশ হিসেবে জিআইজেসি২৫ এর বৈশ্বিক সম্মেলনেও প্রতিবেদন তৈরির বাস্তবসম্মত ও উন্নততর কলাকৌশলের দিকে নজর থাকবে। সাহসী সাংবাদিকেরা যাঁরা নিষ্ঠার সঙ্গে লেগে থেকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরেছেন তাঁরা তা প্রকাশ করবেন। ক্রমবর্ধমান চাপের মধ্যে থেকে যে সম্প্রদায়টি ক্ষমতাধর মানুষের জবাবদিহি নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তাঁদের কাজকে উদযাপনেরও একটা দারুণ অনুষ্ঠান এটি।”

Founded in 1999, Malaysiakini will be the local co-host of GIJC25. Image: Courtesy of Malaysiakini

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত মালয়েশিয়াকিনি জিআইজেসি২৫ এর সহ-আয়োজক। ছবি : মালয়েশিয়াকিনির সৌজন্যে

জিআইজেসি২৫ এর আয়োজনস্থল মালয়েশিয়ায় নিতে পেরে আমরা বিশেষভাবে আনন্দিত, কারণ কোভিড-১৯ অতিমারির কারণে কুয়ালালামপুরে ২০২০ সালে যে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা বাতিল হয়ে যায়।

এর আগের গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স ব্রাজিল, ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা ও ইউক্রেনসহ মোট দশটি দেশে অনুষ্ঠিত হয়। প্রতি দুইবছর পরপর এই সম্মেলন হয়ে থাকে। সবশেষ জিআইজেসির সহ-আয়োজক ছিল ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট ও সুইডেনের অনুসন্ধানী সাংবাদিকদের মঞ্চ ফরেইনিগান গ্রেওভান্ডে হুর্নালিস্টার। এই সম্মেলনে ১৩০ দেশ ও অঞ্চলের ২১০০ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির দিক থেকে অতীতের যেকোনো রেকর্ড ছাড়িয়ে যায় গতবারের সম্মেলন।

অন্যান্য বছরের মতো জিআইজেসি২৫ বৈশ্বিক দক্ষিণ ও অন্যান্য অঞ্চলের সাংবাদিকদের সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দিতে বড়সড় ফেলোশিপ দেবে। দাতা ও পৃষ্ঠপোষকেরা যারা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সহায়তা করতে চান তাঁরা আয়োজকদের সঙ্গে hello@gijn.org এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। নিবন্ধন, ফেলোশিপ, অধিবেশনের বিষয় প্রস্তাবসহ অন্য যেকোনো ব্যাপারে হালনাগাদ তথ্য পেতে, জিআইজেএন বুলেটিন সাবস্ক্রাইব করুন।

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স সাংবাদিকতায় বৈচিত্রকে মূল্যবান সম্পদ বলে মনে করে ও সমর্থন দেয়। তাই প্রতিষ্ঠািনটি জাতি, বর্ণ, গোত্র, ধর্ম, জেন্ডার, লৈঙ্গিক পরিচয়, জাতীয়তা, জাতিগত পরিচয়, নাগরিকত্ব, প্রতিবন্ধিতা যাই থাকুক না কেন, সবাইকে অংশগ্রহণে উৎসাহ দিচ্ছে। জিআইজেএন সব অংশগ্রহণকারীর জন্য নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন বা উদ্বেগের বিষয় থেকে থাকে তাহলে অনুগ্রহ করে লিখুন, hello@gijn.org এই ঠিকানায়। জিআইজেএন যেকোনো ইস্যুতে ওঠা প্রশ্ন বা উদ্বেগ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবে, শুনবে ও সমাধানের উদ্যোগ নেবে।


Malaysiakini logoমালয়েশিয়াকিনি, জিআইজেএনের সদস্য ও মালয়েশিয়া ভিত্তিক সংবাদমাধ্যম। এই সংবাদমাধ্যমের সম্পাদকীয় নীতিমালা ও সিদ্ধান্ত পুরোপুরিভাবে সম্পাদক ও সাংবাদিকদের হাতে, যাঁরা ক্ষমতাধরদের জবাবদিহি নিশ্চিতে সংবাদ ও মতামত প্রকাশ করে থাকে। 

 

দ্যা গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক সারা বিশ্বের অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক কেন্দ্রস্থল, যার ৯১ রাষ্ট্রে ২৫০ টি অলাভজনক সদস্য রয়েছে। প্রতিদিন প্রায় এক ডজন ভাষায় জিআইজেএনের কর্মীরা কাজ করে চলেছেন। অনুসন্ধানী সাংবাদিকদের তথ্য, পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছেন যেন তাঁরা ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাবকে তুলে ধরতে পারেন। আরও তথ্যের জন্য যোগাযোগ করুন, hello@gijn.org.

 

  

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

জিআইজেএন রিসোর্স সেন্টারের ২০২৪ সালের সেরা গাইড ও টিপশিট

অনুসন্ধানী সাংবাদিকতার শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় সাংবাদিকদের। তথ্য সংগ্রহ, অংশীদারত্বমূলক কাজ, প্রকল্পের অর্থ যোগান , পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কিংবা জ্বালানী বিষয়ক প্রতিবেদন তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য, অনুসন্ধান প্রক্রিয়ার রসদ পেতে বেশ কিছু গাইড প্রকাশ করেছে জিআইজেএন। দেখুন এই প্রতিবেদন।

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

জিআইজেএনের ২০২৪ সালের সেরা অনুসন্ধানী টুল

কৌতূহল, সাহস ও অংশিদারত্ব বছরজুড়ে অনুসন্ধানী সাংবাদিকতাকে এগিয়ে নিয়েছে। এই সাংবাদিকতাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে দারুন কিছু টুল। একনজরে দেখে নিন চলতি বছরের সাড়া জাগানো অনুসন্ধানে ব্যবহৃত টুল ছিল কোনগুলো।

সম্পাদকের বাছাই

প্রাণঘাতী আন্দোলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং দুর্নীতি অনুসন্ধান: ২০২৪ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধানী প্রতিবেদন

আরও স্থান পেয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণকারীদের নিয়ে অনুসন্ধান, জনসংখ্যার ডেটা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত গরমিল ও ক্ষমতাধর পুলিশ প্রধানের শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ।

অনুসন্ধান পদ্ধতি শিক্ষাদান ও প্রশিক্ষণ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের অনুসন্ধানী সাংবাদিকতার ‘হাব’ যেভাবে একটি প্রজন্মের রিপোর্টারদের তৈরি করেছে

মেক্সিকো সীমান্তে কর্মরত সাংবাদিকদের জন্য তাঁদের পেশাটা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। কেন্দ্রে যাঁরা সাংবাদিকতা করেন, তাঁদের সঙ্গে দূরত্ব তো ছিলই, ছিল সার্বক্ষণিকি নিরাপত্তাহীনতাও। সাংবাদিকেরা একজোট হয়ে এই দূরত্ব ঘুঁচিয়ে আনতে গড়ে তোলেন একটি সংগঠন। প্রয়োজনীয়ল প্রশিক্ষণ শেষে হাজারো প্রতিকূলতার মধ্যেও তাঁরা অনুসন্ধান করে তুলে আনেন বেশ কিছু প্রতিবেদন।