
সত্যের জন্য লড়াই, সোশ্যাল মিডিয়ার ভূমিকা এবং আমাদের ভবিতব্য – যা বললেন মারিয়া রেসা
হলভর্তি সাংবাদিকের ভালোবাসায় অভিভূত মারিয়া রেসা, বক্তৃতা শুরু করার আগেই হয়ে পড়েছিলেন অশ্রুসিক্ত। আদালত থেকে জামিন নিয়ে, নগদ টাকায় মুচলেকা দিয়ে, হামবুর্গ সম্মেলনে আসতে হয়েছে ফিলিপাইনের এই অনুসন্ধানী সাংবাদিককে। “একজনের ওপর হামলা মানে আমাদের সবার ওপর হামলা,” ১১তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের স্মারক বক্তৃতায় এটাই ছিল রেসার মূল বার্তা।