২০২০ সালে কেমন হবে অনুসন্ধানী সাংবাদিকতার চেহারা?
২০২০ সালে কেমন দাঁড়াবে অনুসন্ধানী সাংবাদিকতার চেহারা? জিআইজেএন থেকে আমরা এই প্রশ্ন রেখেছি সাংবাদিকতা জগতের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে। জানতে চেয়েছি – অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতায় নতুন কী আসবে, চ্যালেঞ্জগুলো কোথায়, আর নতুন কোন কোন কৌশল বা দক্ষতা নিয়ে আমাদের ভাবতে হবে। পড়ুন তাঁদের জবাব।