
গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স: এবছর অনলাইনে, পরের বছর সিডনিতে
শুরুতে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষপর্যন্ত এবছর অনুসন্ধানী সাংবাদিকতার সম্মেলনটি অনলাইনেই আয়োজন করতে হচ্ছে জিআইজেএনকে। তবে সশরীরে সম্মেলনে অংশ নিতেও খুব বেশি অপেক্ষা করতে হবে না। ২০২২ সালের ১৪-১৮ অক্টোবর, সিডনিতেই আয়োজিত হতে যাচ্ছে পরবর্তী সম্মেলনটি।