

কারা পাচ্ছেন সিগমা অ্যাওয়ার্ডস, সংক্ষিপ্ত তালিকা ঘোষণা জিআইজেএনের
এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২৪টি দেশের ৫০টি ডেটা সাংবাদিকতা প্রকল্প স্থান করে নিয়েছে।
বিশ্বজুড়ে সেরা ডেটা সাংবাদিকতাকে স্বীকৃতি দেয়—এমন একটি প্রতিযোগিতার নতুন আয়োজক হিসেবে, আমরা গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) আনন্দের সঙ্গে সিগমা অ্যাওয়ার্ডস ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করছি।
২০২৫ সালের শুরুতে আমাদের কাছে ৪৯৮টি ডেটা সাংবাদিকতা প্রকল্প জমা পড়ে। যা বিশ্বজুড়ে শত শত সাংবাদিকের দারুণ সব কাজের প্রতিনিধিত্ব করে। ১৯ সদস্যের আন্তর্জাতিক বিচারক দল এই প্রকল্পগুলো পর্যালোচনা করে ৫০টি ব্যতিক্রমী কাজ নির্বাচন করেছেন। এখানে তালিকা দেওয়া হলো:
সিগমা অ্যাওয়ার্ডস ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় প্রতিনিধিত্বকারী অঞ্চল হিসেবে এগিয়ে ইউরোপ
সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ৫০টি ডেটা সাংবাদিকতা প্রকল্পের ১৮টিই ইউরোপের বিভিন্ন দেশের। এ ছাড়া ১০টি উত্তর আমেরিকা, ৯টি দক্ষিণ আমেরিকা, এশিয়ার ৮টি, ক্যারাবিয়ান ও সেন্ট্রাল আমেরিকার ৩টি এবং মিনা অঞ্চল থেকে ২টি প্রকল্প সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে।
এই প্রতিযোগিতায় জমা পড়া প্রকল্পগুলো বিশ্বজুড়ে ডেটা সাংবাদিকতার সেরা কাজগুলোকে একত্রিত করে তুলে ধরতে সাহায্য করেছে। অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চলতি বছরের ১৯ থেকে ২৩ মের মধ্যে আমরা চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করব। আপাতত, যাঁরা ২০২৫ সালের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন, সেইসব দল, ফ্রিল্যান্সার, অলাভজনক সংস্থা এবং আন্তর্জাতিক ডেটা সাংবাদিকতা দলের অসাধারণ প্রতিনিধিদের অভিনন্দন।
নিচে সিগমা অ্যাওয়ার্ডস ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রকল্পগুলোর নাম দেওয়া হলো, যা দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
প্রজেক্ট ক্যাটাগরিতে ৩৭ জন চূড়ান্ত প্রতিযোগী
- ইন্টারওসেনিক করিডর: আ স্টোরি অব ইমপজিশন, ডিসপজেশন, অ্যান্ড ভায়োলেন্স — এল উনিভেরসাল, পুলিৎজার সেন্টার, পালাব্রা (মেক্সিকো)
- ব্রোকেন ট্র্যাক — আর্মি টাইমস (যুক্তরাষ্ট্র)
- ৪০ একরস অ্যান্ড আ লাই — সেন্টার ফর পাবলিক ইন্টেগ্রিটি, রিভিল, মাদার জোনস (যুক্তরাষ্ট্র)
- দ্য ক্লাইমেট-ফ্রেন্ডলি ভার্জিন ইন তেরেঙ্গানু — ম্যাক্রাঙ্গা মিডিয়া (মালয়েশিয়া)
- পাইপোর্তা বাজো এল আগুয়া (পাইপোর্তা আন্ডারওয়াটার) — এল পায়িস (স্পেন)
- হাউ ওয়ার ডিস্ট্রয়েড গাজা’স নেইবারহুডস — দ্য গার্ডিয়ান (যুক্তরাজ্য)
- ক্রাউডসোর্সিং রাইডশেয়ার ড্রাইভার লকআউটস — ব্লুমবার্গ নিউজ (যুক্তরাষ্ট্র)
- অলমোস্ট ২০০ রাশিয়ান শিপস সাসপেকটেড অব স্পাইং ইন দ্য নর্থ সি — ফলো দ্য মানি, ডে টাইড (নেদারল্যান্ডস)
- দেক্লারাসিওনেস হুরাদাস দে ফুনসিওনারিওস ডোমিনিকানোস (অ্যাফিডেভিটস অব ডোমিনিকান অফিসিয়ালস) — দিয়ারিও লিব্রে (ডোমিনিকান রিপাবলিক)
- গাজা লাইভস: রেজিস্টিং কালচারাল জেনোসাইড — দ্য কন্টিনেন্টালিস্ট, ভিজ্যুয়ালাইজিং প্যালেস্টাইন (সিঙ্গাপুর)
- দুবাই আনলকড — আফ্রিকা আনসেন্সরড, আল জাজিরা, আজদা টিভি, বেলারুশিয়ান ইনভেস্টিগেটিভ সেন্টার, বার্ড, বুরো মিডিয়া, সিভিলনেট, কনটেক্সট ইনভেস্টিগেটিভ রিপোর্টিং প্রজেক্ট রোমানিয়া, সাইপ্রাস ইনভেস্টিগেটিভ রিপোর্টিং নেটওয়ার্ক, দারাজ, ডন, দে হ্রোনে অ্যামস্টারডামার, ডেলফি, ডার স্পিগেল, ডার স্ট্যান্ডার্ড, ডে টাইড, দিয়ারিও রম্বে, ডিরেক্ট৩৬, ইকোনমি পোস্ট, এক্সপ্রেসো, এতিলাত রোজ, এল উনিভেরসাল, ই২৪, ফোর্বস, ফ্রন্টিয়ার মিয়ানমার, ফ্রন্টস্টোরি.পিএল/রিপোর্টারস ফাউন্ডেশন, গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট, ইনফোলিব্রে, ইনসাইড স্টোরি, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস, ইনভেস্টিকো, ইনভেস্তিগাচে.সিজেড, ইনভেস্টিগেটিভ সেন্টার অব জেন কুচিয়াক, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ল্যাব – আইআরএল, ইরপিমিডিয়া, আইস্টোরিস, ন্যাক, কোরিয়া সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম (কেসিআইজে)-নিউজটাপা, ক্রিক, লে মন্দে, লে সোয়া, লাইটহাউস রিপোর্টস, মালয়শিয়াকিনি, মালটা টুডে, মাইক্রোস্কোপ মিডিয়া, এনআইআরআইজে, ওসিএসিআরপি, অস্ট্রো, পেপার ট্রেইল মিডিয়া, রিপোর্টার.লু, স্কিমস (আরএফই/আরএল ইউক্রেনিয়ান সার্ভিস), সিয়েনা, শমরিম, সিরাজ, স্লিদস্তভো.ইনফো, স্ট্রেইটস টাইমস, এসভিটি, টেম্পো, দ্য এইজ, দ্য কনফ্লুয়েন্স মিডিয়া, দ্য আইরিশ টাইমস, দ্য নিউজ ইন্টারন্যাশনাল পাকিস্তান, দ্য নিক্কেই, দ্য সিডনি মর্নিং হেরাল্ড, দ্য টাইমস, টাইমস অব মাল্টা, টোয়ালা, ভিজি, ভ্লাস্ট, ওয়াইলে, জামানেহ মিডিয়া, জেডিএফ
- ইনইকোয়ালিটি বিফোর দ্য ল — এনআরকে গ্রাভেরেদাকসিওন সোড়োস্ত, লাইটহাউস রিপোর্টস (নরওয়ে)
- মাইগ্র্যান্ট পুশব্যাকস বাই গ্রিক কোস্ট গার্ডস — আরটিই.টিভি (ফ্রান্স)
- পয়জন ইন দ্য ট্যাপ: আ জার্নি থ্রু স্পেন উইথআউট অ্যাকসেস টু সেফ ড্রিংকিং ওয়াটার — ডেটাডিস্তা, এলদিওরিও.ইএস (স্পেন)
- আয়ারল্যান্ড’স ডেটা সেন্টার্স টার্নিং টু ফসিল ফুয়েলস আফটার ম্যাক্সিং আউট কান্ট্রি’স ইলেকট্রিসিটি গ্রিড — দ্য জার্নাল ইনভেস্টিগেটস (আয়ারল্যান্ড)
- ভোতার এনত্রে বালাস — ডেটা সিভিকা, এনিমাল পলিটিকো, মেক্সিকো এভালুয়া (মেক্সিকো)
- ড্রাউনিংস অ্যান্ড ডিটারেন্স ইন দ্য রিও গ্র্যান্ডে — লাইটহাউস রিপোর্টস, দ্য ওয়াশিংটন পোস্ট, এল উনিভেরসাল
- পারকুরেজ লে জবস্তাকল দে লেলেকত্রিফিকাসিওন দে ট্রঁসপোর (নেভিগেট দ্য অবস্ট্যাকলস অব ট্রান্সপোর্ট ইলেকট্রিফিকেশন) — রেডিও কানাডা (কানাডা)
- মিসপ্লেসড ট্রাস্ট — গ্রিস্ট, হাই কান্ট্রি নিউজ (যুক্তরাষ্ট্র)
- উইথআউট জাস্টিস – হাউ এসওয়াতিনির সিস্টেম ইজ ফেলিং ভিকটিমস অব জেন্ডার-বেইজড ভায়োলেন্স — সেন্টার ফর কোলাবরেটিভ জার্নালিজম (যুক্তরাষ্ট্র)
- ক্যারাউসেল অব ইমোশন্স — টেক্সটি.ওআরজি.ইউএ (ইউক্রেন)
- সেরি দে রেপোরতাজেন্স লব্বি না কোমিদা — আগ্রোতোক্সিকোস (ফুড লব্বিয়িং রিপোর্টিং সিরিজ — পেস্টিসাইডস) — ও জোয়িও ই ও ত্রিগো, আগেন্সিয়া ফিকেম সাবেন্দো (ব্রাজিল)
- আন্ডার দ্য সারফেস: ৩০০ কন্টামিন্যান্টস ইন আওয়ার গ্রাউন্ডওয়াটার — লে মোঁদ, ডেটাডিস্তা, ডে স্ট্যান্ডার্ড, ফ্যাকটা, ডাগব্লাডেট ইনফরমেশন, রিপোর্টার্স ইউনাইটেড, অ্যারেনা ফর জার্নালিজম ইন ইউরোপ, জার্নালিজম ফান্ড (ফ্রান্স)
- অটোমেটেড সেন্সরশিপ — দ্য মার্কআপ (যুক্তরাষ্ট্র)
- ডেথ ফ্লাইটস: ইন্ডিজিনাস লিডারস মার্ডারড ইন আ টেরিটরি ইনভেইডেড বাই ৬৭ ড্রাগ ট্র্যাফিকিং রুটস — মঙ্গাবে লাতাম, আর্থ জিনোম, পুলিৎজার সেন্টার (পেরু)
- বিল্ডিংস র্যাপড ইন সলিড গ্যাসোলিন — রয়টার্স (সিঙ্গাপুর)
- শ্যাডোজ অব পোভার্টি: দ্য ডেইজ অ্যান্ড নাইটস অব ডেসটিটিউট এলডারস — কেবিএস, কেটি, ভিডাব্লিউএল, সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি (দক্ষিণ কোরিয়া)
- ওয়ার্ল্ড অব পেইন — পেপার ট্রেইল মিডিয়া, দ্য এক্সামিনেশন, দ্য ওয়াশিংটন পোস্ট, ফাইনান্স আনকাভারড, ডার স্পিগেল, জেডিএফ, ডার স্ট্যান্ডার্ড, টামেডিয়া, মেট্রোপোলেস, আইপিআরআই মিডিয়া
- হুয়ালিয়েন ঝেনহো ঝুইচোং: তাইরুগে রুহে চোংজিয়ান? (হুয়ালিয়েন পোস্ট–আর্থকোয়েক ফলোআপ: হাউ টু রিবিল্ড তারোকো?) — সিডব্লিউ (তাইওয়ান)
- ত্রুজেনিকি টিলা. ভপ্রেকি জায়াভলেনিয়াম, তাইওয়ান স্তাল গ্লাভনিম পস্তাভচিকোম স্তানকভ দ্য লসসিয়েস্কাভ ভিপিকে (হোম ফ্রন্ট ওয়ার্কার্স: কনট্রারি টু ক্লেইমস, তাইওয়ান হ্যাজ বিকাম দ্য মেইন সাপ্লায়ার অব মেশিন টুলস ফর দ্য রাশিয়ান মিলিটারি–ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স) — দ্য ইনসাইডার, দ্য (তাইওয়ান) রিপোর্টার, (রাশিয়া)
- দ্য প্রাইস অব বাখমুত: স্ট্যাগারিং টোল অব রাশিয়া’স ব্লাডিয়েস্ট ব্যাটল সিন্স ডব্লিউডব্লিউ২ অ্যান্ড ওয়াগনার’স ইনমেটস রিক্রুটেড টু ফাইট ইট — মিডিয়াজোনা, বিবিসি নিউজ রাশিয়ান (রাশিয়া)
- আনপ্যাকিং রাইট-উইং রেটরিক: হোয়াট ডেটা রিভিলস অ্যাবাউট মিলেই’স ডিসকোর্স — লা নাসিওন (আর্জেন্টিনা)
- এনার্জি ট্রানজিশন ক্রিয়েটস আ রেস ফর স্ট্র্যাটেজিক মিনারেলস উইথ ৫,০০০ অ্যাপ্লিকেশনস ইন দ্য অ্যামাজন — ইনফোঅ্যামাজোনিয়া (ব্রাজিল)
- দোরাদা ওপাসিদাদ (গোল্ডেন ওপাসিটি) — কনভোকা, রেপোর্তের ব্রাসিল, প্লান ভি, কন্সেজো দে রেদাকসিওন, রুতাস দেল কনফ্লিক্টো, আর্মানডো.ইনফো, রুনরুনেস, এল পিতাজো, তাল কুয়াল (পেরু)
- লাস রুতাস দেল অরো সুচিও (দ্য রুটস অব দ্য ডার্টি গোল্ড) — ওজোপুবলিকো, এল এসপেক্টাদোর, সুমাওমা, ভিস্তাজো, এল দেবের (পেরু)
- তেরানেক্সাস দুরান: লাস কনেক্সিওনেস দেত্রাস দেল ত্রাফিকো দে তিয়ের্রাস এন লা বোদেগা দে লা দ্রোগা দে একুয়াদর (তেরানেক্সাস দুরান: দ্য কানেকশনস বিহাইন্ড ল্যান্ড ট্র্যাফিকিং ইন একুয়াডর’স ড্রাগ ওয়্যারহাউস) — ইউনিদাদ দে ইনভেস্টিগাসিওন তিয়ের্রা দে নাদিয়ে, কনেক্টাস (একুয়াডর)
পোর্টফোলিও ক্যাটাগরি (১৩ জন চূড়ান্ত প্রতিযোগী)
- দ্য পুডিং (যুক্তরাষ্ট্র)
- ফিন্যান্সিয়াল টাইমস (যুক্তরাজ্য)
- সাউথ চায়না মর্নিং পোস্ট (হংকং)
- আল–ইলামেয়া আল–ফিলিস্তিনিয়া আল–মুস্তাকিলা [ফিলিস্তিনের স্বাধীন সংবাদমাধ্যম] (ফিলিস্তিন অঞ্চল)
- সালুদ কন লুপা (পেরু)
- ডার স্পিগেল (জার্মানি)
- এলদিওরিও.ইএস (স্পেন)
- রয়টার্স (সিঙ্গাপুর)
- সাইট অনলাইন (জার্মানি)
- লা নাসিওন (আর্জেন্টিনা)
- আল জাজিরা (কাতার)
- তিয়ান শিয়া চাজি [ওয়ার্ল্ড ম্যাগাজিন] (তাইওয়ান)
- দ্য মার্শাল প্রজেক্ট (যুক্তরাষ্ট্র)