

নিকার২০২৫ সম্মেলনে আলোচিত আধুনিক, সময় সাশ্রয়ী ও বিনামূল্যের চারটি অনুসন্ধানী ডেটা টুল
আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:
মার্চে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল ইনস্টিটিউট ফর কম্পিউটার-অ্যাসিস্টেড রিপোর্টিং নিয়ে চারদিনব্যাপী সম্মেলন (নিকার২০২৫) । ৯৫০ জন অংশগ্রহণকারী নিয়ে আয়োজিত ডেটা সাংবাদিকতার এ সম্মেলনে ডেটা বিশেষজ্ঞদের জন্য বিভিন্ন অনুসন্ধানী টুল আর নতুন নতুন কৌশলের এক বিশাল ভাণ্ডার উন্মোচন করা হয়। সম্মেলনটি আয়োজন করে ইনভেস্টিগেটিভ রিপোর্টার্স অ্যান্ড এডিটরস (আইআরই)।
জিআইজেএন আগামী সপ্তাহগুলোতে অত্যাধুনিক এই টুলগুলো পর্যালোচনা করে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্প্রদায়ের জন্য সবচেয়ে কার্যকর কৌশলগুলো তুলে ধরবে। এই সিরিজের প্রথম অংশ হিসেবে, আমরা এখানে কিছু বিনামূল্যের সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল টুল শেয়ার করছি, যেগুলো নিকার বক্তারা অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেছেন। যদিও টুলগুলো সাংবাদিকদের মধ্যে তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয়।
সামারাইজ.টেক
দীর্ঘ সময় ধরে চলা গুরুত্বপূর্ণ পাবলিক ইভেন্ট—যেমন সংসদীয় শুনানি, নিয়ন্ত্রক সংস্থার সভা বা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান—বিভিন্ন দেশে নিয়মিতভাবে ইউটিউবে আপলোড করা হয়। কিন্তু অনেক রিপোর্টারের হাতেই এক বা এর বেশি ঘণ্টার ভিডিও দেখে তা থেকে মূল তথ্য টুকে নেওয়ার সময় থাকে না।
কিন্তু নিকার২৫-এ দেখানো হয়, এআই-চালিত টুল সামারাইজ.টেক—যা সহজ সময় বাঁচানোর সমাধান। আপনি শুধু ভিডিও ইউআরএল সার্চ বারে পেস্ট করে ‘সাবমিট’ অপশনটি ক্লিক করবেন। মাত্র ১০-১২ সেকেন্ডের মধ্যে আলোচনার একটি বিস্তারিত ও নির্ভরযোগ্য সারাংশ পেয়ে যাবেন। এছাড়া, এই টুলটি সাংবাদিকদের জন্য আরও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে টাইমলাইন লিংক সংযুক্ত করে। রিপোর্টাররা সেই লিংকে ক্লিক করে সারাংশে উল্লেখিত গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো শুনতে পারেন। আপনি চাইলে অন্য ব্যবহারকারীদের তৈরি ট্রান্সক্রিপশনও দেখতে পারবেন। তবে, এই পরিষেবা বিনামূল্যে প্রতি মাসে মাত্র পাঁচটি ভিডিও আপলোড করার অনুমতি দেয়।
“আমি একটি স্কুল বোর্ড মিটিংয়ের প্রায় দেড় ঘণ্টার ভিডিও আপলোড করেছিলাম, মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই এই মিটিংয়ে কী ঘটেছে তার একটি চমৎকার সারসংক্ষেপ তৈরি হয়ে গেল,” ব্যাখ্যা করেন সাহান জার্নাল-এর ডেটা রিপোর্টার সিনথিয়া তু। “আর যখন আপনি ‘সি মোর’ অপশনে ক্লিক করবেন, তখন এটি প্রতি পাঁচ মিনিট অন্তর বৈঠকের বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরে। দারুণ ব্যাপার হলো, আপনি টাইমলাইন লিংকে ক্লিক করলেই সরাসরি সেই নির্দিষ্ট মুহূর্তে চলে যেতে পারবেন।”
তিনি আরও যোগ করেন, ” এই টুলটির সীমাবদ্ধতা হচ্ছে ইংরেজি ছাড়া অন্য ভাষায় করা ভিডিওর সারাংশগুলো সবসময় নির্ভরযোগ্য হয় না। তবে আমি মনে করি এটি একটি চমৎকার টুল, তাই একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন।”
ভেসেল ভিউয়ার
সাবস্ক্রিপশনভিত্তিক টুল মেরিনট্রাফিক বিভিন্ন অনুসন্ধানে জাহাজ ট্র্যাকিংয়ে দারুণ সহায়ক ভূমিকা রেখেছে। নিকার-এর এক সেশনে এমনই একটি ফ্রি ট্র্যাকিং টুল সম্পর্কে বলা হয়। টুলটি সাংবাদিকদের জন্য বিশেষভাবে সহায়ক। ভেসেল ভিউয়ার নামের এ টুলটি তৈরি করেছে গ্লোবালফিশিংওয়াচ এবং টিএমটি নামের মৎস্য সংক্রান্ত গোয়েন্দা তথ্যবিষয়ক অলাভজনক সংস্থা। টুলটির মাধ্যমে আপনি প্রায় ১ লাখ জাহাজের তথ্য খুঁজতে পারবেন। এর মধ্যে মাছ ধরার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজের তথ্যও রয়েছে। টুলটি পাবলিক রেজিস্ট্রি, বন্দর পরিদর্শনসহ ২০১২ সাল থেকে ভ্রমণের বিস্তারিত তথ্য দেখার সুযোগ দেয়।
সম্প্রতি এক সমুদ্র দুর্ঘটনার অনুসন্ধান নিয়ে কথা বলতে গিয়ে বেলিংক্যাটের সিনিয়র গবেষক লোগান উইলিয়ামস বলেন, এই টুলটি জাহাজ কর্মকর্তাদের জবাবদিহিতা এড়ানোর প্রচেষ্টাগুলো উন্মোচন করতে সহায়তা করেছে। তিনি আরো বলেন, “অনেক ভালো ট্র্যাকিং রিসোর্স রয়েছে, তবে ব্যক্তিগতভাবে আমার বিশেষ পছন্দ এই টুলটি। এটি সম্পূর্ণ ফ্রি, এবং এখানে বর্তমান ও পুরাতন এআইএস (অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম) ডেটা ডাউনলোডের সুযোগ রয়েছে। [আমাদের অনুসন্ধানে দেখা গেছে ] জাহাজটি কোথা থেকে যাত্রা করেছিল, কোন পথ ধরে অগ্রসর হয়েছে—এমনকি কোথায় গিয়ে এটি লোকেশন ট্রান্সমিটার বন্ধ করেছিল, তাও স্পষ্টভাবে দেখা যায়।”

ভেসেল ভিউয়ার ব্যবহার করে নৌযান চলাচলের পথ কীভাবে খুঁজে বের করা যায় তার উদাহরণ। ছবি: স্ক্রিনশট, ভেসেল ভিউয়ার
ফ্রি.ল’/রিক্যাপ
অসংখ্য আন্তর্জাতিক বিরোধ, নিষেধাজ্ঞা লঙ্ঘনের মামলা এবং বহুজাতিক কোম্পানির বিরোধ সংক্রান্ত মামলার নথি বা উপস্থাপিত প্রমাণ আকারে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের পিএসিইআর বিশ্বব্যাপী অন্যতম টুল হিসেবে আদালতের ডিজিটাল নথি দেখার সুযোগ করে দিলেও, সমস্যা হচ্ছে—সরকারি এই নথিগুলো ডাউনলোড করতে অর্থ দিতে হয়। বড় নথির ক্ষেত্রে যা অনেক ব্যয়বহুল হতে পারে।
তবে এই সমস্যার বিপরীতে দারুণ এক সমাধান নিয়ে এসেছে ফ্রি.ল’/রিক্যাপ নামের একটি এক্সটেনশন। আর এটি ব্যবহার করতে আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না। বিশ্বের যে কোনো দেশের সাংবাদিকরা আপলোড করা আদালতের নথিগুলো বিনামূল্যে এখানে খুঁজতে পারেন। এছাড়া, যে কোনো চলমান মামলার নতুন নথি আপলোড হলে কোর্টলিসেনার.কম/রিক্যাপ টুল ব্যবহারের মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পেতে পারেন, অনলাইনে টুলটির ব্যবহারের পদ্ধতি শেখা যায়।
ম্যাকক্লাচি মিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন বিষয়ক সম্পাদক টেইলর ডিউকস বলেন, “রিক্যাপ পরিচালনা করে ফ্রি ল প্রজেক্ট। সাংবাদিকদের মতো তারাও গভীর হতাশা ও ক্ষোভ অনুভব করে যে ফেডারেল আদালতের নথির জন্য আমাদের অর্থ পরিশোধ করতে হয়।” তিনি ব্যাখ্যা করেন, “যখন কেউ এই এক্সটেনশন ইনস্টল করে কোনো নথির জন্য অর্থ প্রদান করে, তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেই নথিটি ফ্রি ল প্রজেক্টের ডেটাবেসে আপলোড করে। ফলে পরবর্তীতে কেউ যদি সেই নথি চায়, সে তা বিনামূল্যে পেয়ে যাবে। কেননা খুব সম্ভবত কোনো আইনজীবী বা সাংবাদিক এরইমধ্যে নথিটি কিনেছেন। এটি মামলার সুনির্দিষ্ট প্রমাণ সামগ্রী বা উপস্থাপিত নথির ক্ষেত্রেও কাজ করে, এবং আপনি চাইলে নিজের অনুসরণ করা মামলার আপডেটও পেতে পারেন—যা সাংবাদিকদের জন্য দারুণ এক রিসোর্স।”
র‘গ্রাফস
অনুসন্ধানী প্রতিবেদনে ডেটা র্যাপার এবং ফ্লোরিশ-এর মতো শক্তিশালী ভিজ্যুয়ালাইজেশন টুল ব্যবহৃত হলেও, অনুসন্ধানের বিভিন্ন পর্যায়ে সাংবাদিকদের প্রায়ই দ্রুত ও সহজ গ্রাফিক্স প্রয়োজন হয়। জটিল ডেটা বিশ্লেষণের পাশাপাশি সম্পাদক বা সোর্সের কাছে বার চার্ট, ম্যাট্রিক্স প্লট বা বাবল চার্টের মতো সাধারণ ভিজ্যুয়ালাইজেশন উপস্থাপর করাটাও গুরুত্বপূর্ণ।
রিয়েলটর.কম-এর ডেটা সাংবাদিক পূজা দান্তেওয়াদিয়া। তিনি আগে দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসে গ্রাফিক্স রিপোর্টার ছিলেন, বলেন যে র’গ্রাফস শুধু সংক্ষিপ্ত বিবরণ আর বিভিন্ন ধারণা তৈরির জন্যই নয়, বরং দ্রুত চার্ট তৈরি ও প্রকাশের জন্যও কার্যকর।
তিনি আরো জানান, “র’গ্রাফস অসাধারণ, কারণ এটি অল্প সময়ে ডেটাকে ভিজ্যুয়ালে রূপান্তর করতে পারে। যখন আপনাকে দ্রুত ডেটার বিশ্লেষণ করতে হয় বা সবচেয়ে উপযুক্ত চার্টের ধরন নির্ধারণ করতে হয়, যাতে আপনার সম্পাদক সহজেই বুঝতে পারেন ডেটা কী বলছে—এটি তখন বিশেষভাবে সহায়ক। আইডিয়া গঠনের জন্য এটি দারুণ! আর সাইন আপ করতে হয় না—এক ক্লিকেই কাজ শুরু করতে পারেন।”
এই ওপেন-সোর্স ওয়েব অ্যাপে সানকি ডায়াগ্রাম থেকে শুরু করে হিটম্যাপ পর্যন্ত ৩০টির বেশি চার্ট মডেল পাবেন। প্রতিটি চার্ট কীভাবে তৈরি ও এক্সপোর্ট করা যায়—এর ইউটিউব চ্যানেলে রয়েছে সে সম্পর্কিত টিউটোরিয়ালও।
র’গ্রাফস ওয়েবসাইট ব্যবহারকারীর ডেটাকে সুরক্ষিত রাখে। কারণ আপনার আপলোড করা ডেটা শুধুমাত্র আপনার ওয়েব ব্রাউজারেই প্রসেস হয়—কোনো সার্ভারে সংরক্ষণ করা হয় না।

বেশ কিছু প্রকাশিত প্রতিবেদনে র’গ্রাফস টুল দিয়ে ব্যবহৃত চার্টের কিছু নমুনা। ছবি: স্ক্রিনশট, র’গ্রাফস
রোয়ান ফিলিপ জিআইজেএনের জ্যেষ্ঠ প্রতিবেদক। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার সানডে টাইমসের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। একজন বিদেশী সংবাদদাতা হিসেবে তিনি বিশ্বের দুই ডজনেরও বেশি দেশের সংবাদ, রাজনীতি, দুর্নীতি এবং সংঘাতের ওপর প্রতিবেদন তৈরি করেছেন। অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কাজ করেছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার নিউজরুমের জন্য।