প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

518 posts

সংবাদ ও বিশ্লেষণ

চীনা “গুগল ম্যাপ” ঘেঁটে জিনজিয়াংয়ের বন্দীশিবির অনুসন্ধান

জিনজিয়াং প্রদেশের আকার ক্যালিফোর্নিয়ার প্রায় চারগুণ। এত বিশাল জায়গাজুড়ে রিপোর্টিং করার বাড়তি চ্যালেঞ্জ আছে। পাশাপাশি আছে আটক হওয়ার সার্বক্ষণিক ভয়। সব মিলিয়ে, জিনজিয়াংয়ের বন্দীশিবির নিয়ে মাঠপর্যায়ে রিপোর্টিং করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে মাসখানেকের মধ্যেই আমরা এমন এক কৌশল বের করি, যা দিয়ে অনুসন্ধানের কাজটি সম্ভব বলে মনে হতে থাকে।

সংবাদ ও বিশ্লেষণ

ট্র্যাজেডির শিকার, সাক্ষী ও বেঁচে ফেরাদের সাক্ষাৎকার নেবেন যেভাবে

সাংবাদিকতার প্রধানতম একটি নিয়ম যেমন তথ্য যাচাই করা; তেমনি মর্মান্তিক ঘটনার শিকার বা সাক্ষীদের সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে ততোধিক গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে: ভিকটিমকে নতুন করে ভিকটিম না বানানো। মানবিকতা ও সংবেদনশীলতার সাথে পীড়িতদের সাক্ষাৎকার নেওয়ার ১৫টি পরামর্শ এখানে তুলে ধরেছেন মেক্সিকোর অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিক মার্সেলা তুরাতি, যিনি তার সাংবাদিকতা জীবনই পার করে দিয়েছেন গুম, খুন, আর লুকোনো কবরের অনুসন্ধানে।

পরামর্শ ও টুল

ভূ-সাংবাদিক গুস্তাভো ফালেইরোসের প্রিয় অনুসন্ধানী টুল

পরিবেশ নিয়ে অনুসন্ধানের জন্য গোটা বিশ্বেই বিখ্যাত গুস্তাভো ফালেইরোস। ব্রাজিলের এই সাংবাদিক এখন পুলিৎজার সেন্টারের রেইনফরেস্ট ইনভেস্টিগেশন নেটওয়ার্ক (আরআইএন)-এর নেতৃত্ব দিচ্ছেন। কাজের স্বীকৃতি হিসেবে জিতেছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কারও। পড়ুন, পরিবেশ ও জিও-অনুসন্ধানে তিনি কোন সব টুল বেশি ব্যবহার করেন।

সংবাদ ও বিশ্লেষণ

বিশ্ববিদ্যালয়ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা কেন্দ্রের বৈশ্বিক উত্থান 

বিশ্ববিদ্যালয়ে কী শুধু তাত্ত্বিক জ্ঞানচর্চাই হবে নাকি সেসব জ্ঞান হাতেকলমে চর্চা করে দেখার সুযোগও পাওয়া যাবে? কেমন হতো, যদি দুটিই পাওয়া যেত একসঙ্গে! তেমনটিই হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগে। বিশ্ববিদ্যালয়-ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতার কেন্দ্রগুলো, রিপোর্টিংয়ের নানা কলা-কৌশল শেখানোর পাশাপাশি সেগুলো বাস্তবে চর্চা করারও সুযোগ করে দিচ্ছে। পড়ুন এই মডেলটির অসীম সম্ভাবনা ও চ্যালেঞ্জের গল্প।

সংবাদ ও বিশ্লেষণ

অনলাইন হয়রানি ও অপপ্রচার সামাল দিতে সাংবাদিকরা যেভাবে তৈরি হবেন

অনলাইনে এখন সত্যের বস্তুনিষ্ঠতা হামলার সম্মুখীন, একইভাবে সাংবাদিকরাও। হুমকি, ডক্সিং, হ্যাকিং, প্রাইভেসি লঙ্ঘন, ব্যক্তিগত ছবির বিদ্বেষপূর্ণ বিকৃতি – এসব বিষয় নিয়ে প্রতিনিয়ত ভাবতে হচ্ছে রিপোর্টারদের, যা আগে অনেক দূরের ব্যাপার বলে মনে হতো। এধরনের হামলার কারণে রিপোর্টাররা সত্যিকারের জীবন-মরণ সঙ্কটে পড়ে যেতে পারেন। এতে মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত হতে পারে, এমনকি তারা পেশা ছাড়তেও বাধ্য হতে পারেন। বদলে যাওয়া সময়ে, এই লেখাটি নিজের ডিজিটাল নিরাপত্তা নিয়ে নিতুন করে ভাবতে সাহায্য করবে আপনাকে। 

পরামর্শ ও টুল

স্মার্টফোনে ভালো ছবি কিভাবে তুলবেন

অনেকেই স্মার্টফোনে ভালো ছবি তোলার জন্য নানা রকম অ্যাপ ব্যবহার করেন। কিন্তু আপনি কী জানেন, স্মার্টফোনের সঙ্গে থাকা সাধারণ ক্যামেরা অ্যাপটি দিয়েই কত কিছু করা সম্ভব? এই লেখায় মোজো গুরু ইভো বুরাম, মোবাইল ক্যামেরার সেই অপশনগুলোর কথা বলছেন, যা দিয়ে রীতিমত পেশাদারি মানের ছবি তোলা যায়, এবং সহজেই।

দক্ষিণ আফ্রিকায় কারা ব্যবসার মুনাফা নিয়ে অনুসন্ধান হল যেভাবে

দক্ষিণ আফ্রিকায় অপরাধীদের জন্য মানুষের তেমন সহানুভূতি নেই। পত্রিকাতেও তাদের কারা-জীবন নিয়ে খবর হয় না ততটা। কিন্তু এই বিষয়টি নিয়েই বছরের পর বছর অনুসন্ধান করে গেছেন, রুথ হপকিন্স। তুলে এনেছেন, কারাবন্দীরাও কতটা অবিচার ও নিপীড়নের শিকার হন, এবং কিভাবে তাদের দুর্দশাকে ঘিরে রমরমা ব্যবসা ও মুনাফা করে যাচ্ছে বেসরকারি নিরাপত্তা কোম্পানি ও তাদের অংশীদাররা।

সংবাদ ও বিশ্লেষণ

সাংবাদিকতায় অর্থ সাহায্যের যত সমস্যা

সাংবাদিকতায় অর্থ সাহায্য নিয়ে আছে অনেক সমালোচনা। নিম্নআয়ের দেশগুলিতে এটি ধ্বংস করছে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ। তবে কিছু ইতিবাচক পদক্ষেপ ও নীতিমালা গ্রহণ করতে পারলে উন্নয়ন সংস্থার অর্থায়ন হয়ে উঠতে পারে গণমাধ্যম উন্নয়নের টুল। যেখানে সাংবাদিকতা, দাতাগোষ্ঠী ও পাঠক-দর্শক; জয় হবে সবারই।

সদস্য প্রোফাইল

ফ্রান্সের সাংবাদিকতা জগত কাঁপিয়ে দিয়েছে যে ছোট অনুসন্ধানী দল

ক্রীড়াজগতে যৌন নিপীড়ন; বিক্ষোভে পুলিশি সহিংসতা, ইয়েমেন যুদ্ধে ফরাসী অস্ত্র – এমন দারুন কিছু অনুসন্ধানের মাধ্যমে অল্পদিনের মধ্যেই সাড়া জাগিয়েছে ফ্রান্সের স্বাধীন অনুসন্ধানী সংবাদমাধ্যম, ডিসক্লোজ। ভাবলে অবাক হতে হয়, সাড়া জাগানো এই অনুসন্ধানী সংবাদমাধ্যমটির নিয়মিত কর্মী মাত্র পাঁচজন! পড়ুন, কিভাবে ফ্রান্সের অনুসন্ধানী সাংবাদিকতার জগত কাঁপিয়ে দিচ্ছে ছোট এই নিউজরুম।

কেস স্টাডি

নাভালনির অনুসন্ধানী দল থেকে সাংবাদিকদের যা শেখার আছে

রাশিয়ায় অ্যালেক্সি নাভালনির অনুসন্ধানী দলটি প্রথাগত অর্থে সাংবাদিকতা করে না। তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। কিন্তু তারাই উন্মোচন করেছে, ১৩৫ কোটি ডলারের প্রাসাদ নির্মাণের নেপথ্যের দুর্নীতি এবং তার সাথে রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্পর্ক। পড়ুন, তাদের এই অনুসন্ধান থেকে সাংবাদিকদের যা শেখার আছে।

ডেটা সাংবাদিকতা

আল জাজিরার ডেটা সাংবাদিক মোহাম্মদ হাদ্দাদের প্রিয় অনুসন্ধানী টুল

জাতিসঙ্ঘে ভোটাভুটির ইতিহাস ও বিবর্তন, টুইটার ডেটা দিয়ে আরব বসন্ত স্মরণ, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি সহিংসতা, চীন-ভারতের সীমান্ত দ্বন্দ্ব; ইত্যাদি বিষয় নিয়ে প্রায়ই তাক লাগানো সব প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরার ইন্টারঅ্যাকটিভ দল। এসব কাজে কী ধরনের টুল ব্যবহার করা হয়, তা জানাচ্ছেন এজে ল্যাবের প্রধান মোহাম্মদ হাদ্দাদ।

পরামর্শ ও টুল

কোভিড-১৯ টিকা ক্রয়ের চুক্তি নিয়ে অনুসন্ধান করবেন যেভাবে

কোভিড টিকার বেচাকেনায় স্বচ্ছতার অভাব, উদ্বেগের একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও চুক্তিপত্র প্রকাশ করা হলেও সেখানে টিকার দাম, সরবরাহের শর্ত, মেধাসত্ত্ব – এমন গুরুত্বপূর্ণ সব বিষয় গোপন রাখা হচ্ছে। তারপরও সাংবাদিকরা অনেক টিকা বেচাকেনায় অস্বচ্ছতা তুলে আনছেন, বের করছেন চুক্তি ঘেঁটে তথ্য খুঁজে বের করার নতুন নতুন কৌশল। পড়ুন, হয়তো আপনারও কাজে আসবে।

সংবাদ ও বিশ্লেষণ

ফোনে নজরদারির লাগামহীন উত্থান

গ্রাহকদের ফোনে আড়িপাতার জন্য অনেক বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিশ্বজুড়ে। মোবাইল নেটওয়ার্কের এসএস৭ সিগন্যালিং ব্যবস্থার ত্রুটিকে কাজে লাগিয়ে এইসব প্রতিষ্ঠান গ্রাহকদের কথা, বার্তা এবং আরো নানান তথ্য সংগ্রহ এবং বিক্রি করতে পারছে। আগে প্রতিষ্ঠানগুলোর গ্রাহক ছিল মূলত সরকারগুলো। আর এখন তা ব্যক্তির কাছেও বিক্রি হচ্ছে। সমস্যা হলো, ফরেনসিক বিশ্লেষণেও এই নজরদারি ধরা পড়ছে না। ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম, সম্প্রতি এক অনুসন্ধানে এমন চিত্র তুলে এনেছে। বিষয়টি কেন উদ্বেগজনক, জানতে পড়ুন এই বিশ্লেষণ।

পরামর্শ ও টুল

অনলাইনে অনুসন্ধানের জন্য দৃশ্যের মতো করে ভাবা কেন জরুরী 

ভিজ্যুয়াল থিংকিং হলো ছবি বা দৃশ্যের মতো করে ভাবা। মনে মনে একের পর এক দৃশ্য সাজিয়ে একেকটি শব্দ বা বিষয়কে বুঝতে চেষ্টা করা। অনলাইন রিসার্চের গুরু হেঙ্ক ফন এস মনে করেন, অনলাইন গবেষণায় ভালো ফলাফল পেতে দৃশ্যের মত করে ভাবতে হয়। আপনি যা খুঁজবেন তাকে সুনির্দষ্ট করা, অপ্রয়োজনীয় বিষয় বাদ দেয়া, কোন শব্দের পর কোন শব্দ থাকতে পারে তা আগাম অনুমান করে সার্চ প্রশ্ন তৈরি করা – এভাবে সার্চটিকে ছোট করে এনে কাঙ্খিত বিষয়টিতে খুঁজে বের করে আনা যায়।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২০ সালে আরব বিশ্বের সেরা অনুসন্ধান

জিআইজেএন আরবির বাছাই করা এই প্রতিবেদনগুলো নিছক আকর্ষণীয় রিপোর্টের একটি তালিকা নয়। ২০২০ সালের সেরা অনুসন্ধান বেছে নিতে গিয়ে বিচার করা হয়েছে তাদের গুরুত্ব, অনুসন্ধানী টুল ও কৌশল ব্যবহারে অভিনবত্ব, এবং সামাজিক জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে তাদের অঙ্গীকার কতটা দৃঢ়।

সংবাদ ও বিশ্লেষণ

মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের যেভাবে খুঁজে বের করলেন ওপেন সোর্স বিশেষজ্ঞরা

মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের খুঁজে বের করতে গিয়ে বেলিংক্যাটের ওপেন সোর্স অনুসন্ধানী সাংবাদিকরা শত শত ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন। কাজটি আপাত দৃষ্টিতে কঠিন মনে হতে পারে। কিন্তু বেলিংক্যাটের জিয়ানকার্লো ফিওরেলা বলেছেন, “আপনি যদি শুধু লিংক কপি করতে জানেন, কন্ট্রোল-সি ও কন্ট্রোল-ভি-এর ব্যবহার জানেন; এবং সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন যে, কোনো ঘটনা ঘটার সাথে সাথে সেগুলো খোঁজার জন্য মানুষ কী ধরনের শব্দ ও বাক্য ব্যবহার করে; তাহলে আপনিও এই কাজ করতে পারবেন।”

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২০ সালে রাশিয়া ও ইউক্রেনের সেরা অনুসন্ধান

রুশ ও ইউক্রেনিয় ভাষায় সেরা অনুসন্ধানের বাৎসরিক পর্যালোচনা করতে গিয়ে আমরা সেসব প্রতিবেদন বাছাই করেছি, যেগুলো এই অঞ্চলের কাঠামোগত সামাজিক সমস্যার দিকে আলো ফেলেছে। এই প্রতিবেদনগুলো অনুপ্রেরণা হতে পারে গোটা বিশ্বের সাংবাদিকদের জন্য। হতে পারে, উদ্ভাবনী সব অনুসন্ধানী কৌশল ও টুল ব্যবহারের উৎকৃষ্ট উদাহরণও।

GIJN Toolbox

ডেটা সাংবাদিকতা

জিআইজেএন টুলবক্স: ক্রাউডট্যাঙ্গল, ইকোসেক ও সোশ্যাল মিডিয়া সার্চ

সোশ্যাল মিডিয়া ক্রমেই হয়ে উঠছে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির বড় জায়গা। শুধু সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া পোস্ট, ছবি-ভিডিও কাজে লাগিয়েই করা হচ্ছে বড় বড় সব অনুসন্ধান। তবে সেজন্য সঠিক তথ্যটি খুঁজে পাওয়াও জরুরি। জিআইজেএন টুলবক্স সিরিজের এই লেখা থেকে জেনে নিন: কোন কোন টুল ব্যবহার করে খোঁজ চালাবেন সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ ও বিশ্লেষণ

কী দেখবেন: ফিল্মস ফর ট্রান্সপারেন্সির ৫টি দুর্নীতি বিরোধী তথ্যচিত্র

দুর্নীতি বিরোধী এই তথ্যচিত্রগুলোর কোনোটি হয়ে উঠেছে, অনুসন্ধানী সাংবাদিকতার নিদর্শন, আবার কোনোটি তুলে ধরেছে দুর্নীতি উন্মোচন করতে গিয়ে অনুসন্ধানী সাংবাদিকদের কঠিন যাত্রাকে। সন্দেহ নেই, এদের প্রতিটিই আপনাকে মুগ্ধ করবে।

সম্পাদকের বাছাই: ২০২০ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধান

করোনাভাইরাসের বছরে অনুসন্ধানী সাংবাদিকতা করা সহজ ছিল না। তারপরও সাংবাদিকদের নিরন্তর প্রচেষ্টা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে দুর্নীতিবাজ ব্যক্তিদের, করদাতাদের অর্থ বাঁচিয়েছে এবং জবাবদিহির আওতায় এনেছে করপোরেশন ও ক্ষমতাবানদের। ২০২০ সালে বাংলায় ও বাংলাভাষী অঞ্চল নিয়ে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তেমন কিছু প্রতিবেদন আমরা তুলে এনেছি এখানে।

ডেটা সাংবাদিকতা

২০২০ সালে ডেটা সাংবাদিকতার শীর্ষ ১০: কোভিড-১৯, নীল নদ, স্বপ্নের ধরন, বর্ণান্ধদের জন্য ভিজ্যুয়ালাইজেশন

প্রতি সপ্তাহে, ডেটা সাংবাদিকতা কমিউনিটির সবচে আলোচিত ১০টি খবর আমরা তুলে আনি ডেটা সাংবাদিকতার শীর্ষ ১০-এ। বছর শেষে, আমরা ফিরে দেখেছি ২০২০ সালের ডেটা সাংবাদিকতার সেরা খবরগুলোর দিকে, যেখানে কোভিড-১৯ ছাড়াও ছিল নীল নদ রক্ষা, মানুষের স্বপ্নের জগতসহ বেশ কিছু প্রাসঙ্গিক, গুরুতর এবং অভিনব বিষয়।

সম্পাদকের বাছাই: ২০২০ সালে সাব সাহারান আফ্রিকার সেরা অনুসন্ধান

সাব-সাহারান আফ্রিকায়, সবচে ভালো সময়েও অনুসন্ধানী সাংবাদিকতা করা বেশ চ্যালেঞ্জিং কাজ। কোভিড-১৯ পরিস্থিতিতে সেটিকে আরো কঠিন করে তুলেছে। তবুও, এই অঞ্চলের সাংবাদিকরা বের করেছেন রিপোর্টিংয়ের নতুন নতুন সব উদ্ভাবনী পথ। তৈরি করে গেছেন দারুন সব প্রতিবেদন। ২০২০ সালের এমন সেরা কয়েকটি অনুসন্ধান বাছাই করেছেন জিআইজেএন-এর আফ্রিকা সম্পাদক।

পরামর্শ ও টুল

প্রিয় টুল ২০২০: সেরা সাংবাদিকরা যেসব টুল নিয়মিত ব্যবহার করেন

এবছর, জিআইজেএন-এর ‘আমার প্রিয় টুল’ সিরিজের জন্য, আমরা বিশ্বের অন্যতম সেরা ১২ সাংবাদিককে জিজ্ঞাসা করেছিলাম, তারা নিজেদের অনুসন্ধানে কোন টুলগুলো ব্যবহার করেন। যার মধ্যে ছিল অনলাইনে সুরক্ষিত যোগাযোগের উপায় থেকে শুরু করে ডেটা সাংবাদিকতা ও নানাবিধ তথ্যভাণ্ডারের খোঁজ। পড়ুন, ২০২০ সালের এমন সেরা কিছু টুলের খবর।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: চীন ও তাইওয়ান থেকে ২০২০ সালের সেরা অনুসন্ধান

তীব্র রাষ্ট্রীয় সেন্সরশিপের মধ্যেও থেমে নেই চীনের অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা। বরং এবছর কোভিড-১৯ মহামারি যেন আরো দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে সেখানকার সাংবাদিকদের। উহানে প্রথম করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে সেখানে দেখা গেছে এ সংক্রান্ত দারুন কিছু অনুসন্ধান। এছাড়াও ঘরোয়া সহিংসতা, শ্রম অধিকার লঙ্ঘন ও ভুয়া সংবাদের বিস্তারসহ নানা বিষয় উঠে এসেছে জিআইজেএন-এর চীনা ভাষা সম্পাদকের বাছাই করা সেরা কিছু অনুসন্ধানে।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২০ সালে ফরাসি ভাষার সেরা অনুসন্ধান

আইভরি কোস্ট থেকে সুইজারল্যান্ড, ফ্রান্স থেকে তিউনিসিয়া; এমন নানা দেশে প্রাতিষ্ঠানিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের চিত্র উঠে এসেছে, ফরাসি ভাষায় ২০২০ সালের বাছাই করা সেরা অনুসন্ধানে। এসব প্রতিবেদনের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে: আফ্রিকা ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার পুরনো যোগসূত্র; যা সেই উপনিবেশের সময় থেকে টিকে আছে। পড়ুন: জিআইজেএনের বাছাই করা সেরা ফরাসি ভাষার প্রতিবেদনের খবর।

সংবাদ ও বিশ্লেষণ

বৈরুত কাঁপানো বিস্ফোরণের গভীরে গিয়েছে যে তিনটি অনুসন্ধান

একটি অনুসন্ধান ছিল একক প্রচেষ্টার, একটিতে যুক্ত ছিল চার জনের একটি অনুসন্ধানী দল, আরেকটি অনুসন্ধানে অংশ নিয়েছিলেন তিনটি মহাদেশের ২০ জনেরও বেশি সাংবাদিক। সবাই অনুসন্ধান করেছেন গত আগস্টে বৈরুত বন্দরে ঘটে যাওয়া সেই শক্তিশালী বিস্ফোরণ নিয়ে। যেগুলো থেকে উন্মোচিত হয়েছে: কিভাবে এই বিস্ফোরণটি ঘটেছে, এবং কেন অ্যামোনিয়াম নাইট্রেটর মতো প্রাণঘাতী সামগ্রী, এতো লম্বা সময় ধরে বন্দরে আটকে ছিল। পড়ুন, এই তিনটি সাড়া জাগানো অনুসন্ধানের পেছনের গল্প।

সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২০ সালে লাতিন আমেরিকার সেরা অনুসন্ধান 

২০২০ সালে লাতিন আমেরিকান সংবাদমাধ্যমে স্প্যানিশ ভাষায় প্রকাশিত কিছু সেরা অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে ব্যবহার করা হয়েছে সৃজনশীল ও উদ্ভাবনী সব পদ্ধতি। পডকাস্ট থেকে শুরু করে কমিকস ও তথ্যচিত্র – বিভিন্ন ফরম্যাটের এই প্রতিবেদনগুলো দেখে বোঝাই যায়, এই অঞ্চলের অনুসন্ধানী সাংবাদিকতা কতটা বৈচিত্র্যপূর্ণ। জিআইজেএন-এর স্প্যানিশ ভাষা সম্পাদকের বাছাই করা এমন কিছু প্রতিবেদনের কথা থাকছে, এই লেখায়।

পদ্ধতি পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ

যৌন নির্যাতন ও নিপীড়ন নিয়ে অনুসন্ধান 

যৌন নির্যাতন নিয়ে অনুসন্ধান করছেন? ভুক্তভোগীকে শুরুতেই বুঝিয়ে বলুন কিভাবে এই অনুসন্ধানটি করতে যাচ্ছেন, তার সাথে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলুন, সাংবাদিকসুলভ সন্দেহ নিয়ে তাঁর এবং সবার দেয়া তথ্য ও অভিযোগ যাচাই করুন, পুরুষ বলে কোনো সাক্ষ্য এড়িয়ে যাবেন না, কঠিন হলেও প্রমাণ খুঁজুন, প্রতিবেদন প্রকাশের পরও ভুক্তভোগীর পাশে থাকুন। জিআইজেএন ওয়েবিনারে এমন পরামর্শই দিয়েছেন, এই বিষয় নিয়ে পারদর্শী চার জন সাংবাদিক। পড়ুন, বিস্তারিত।