প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

গ্রাফিক্স না জেনেও কীভাবে বানাবেন ইনফোগ্রাফ? এই যে ৫টি টুল!

English

ইনফোগ্রাফিক্স কীভাবে বানাতে হয়, তা আমাদের অনেকেরই জানা নেই।  অবশ্য আপনার যদি সময় থাকে তাহলে অ্যাডোবি আফটার ইফেক্টস শিখে, কাজ চালিয়ে নিতে পারেন। পর্যাপ্ত টাকা থাকলে পেশাদার কাউকে ভাড়া করতে পারেন। কিন্তু আপনি যদি আমার মত কোনো অভিজ্ঞতা ছাড়াই ইনফোগ্রাফ বানানো শুরু করতে চান, তাহলে এই টুলগুলো কাজে লাগান। শুধু এগুলো দিয়েই জন্ম দেয়া সম্ভব রীতিমত পেশাদার মানের কাজ।

১) পাওটুন

পাওটুন একটি অ্যানিমেটেড ইনফোগ্রাফিক্স টুল। এটি দিয়ে সহজেই ভিডিও বানিয়ে ফেলা যায়। যেমনটা মিসৌরি স্কুল অব জার্নালিজমের শিক্ষার্থী মেগান স্মিথ বানিয়েছিলেন এডিএইচডি নিয়ে। এর ফ্রি ভার্সনে পাওটুনের লোগোটা থেকে যায়। সেটি বাদ দিতে চাইলে আপনাকে কিছু অর্থ খরচ করতে হবে। অবশ্য তারও কয়েক রকমের ধরণ আছে। এই টুল ব্যবহার করা সহজ। সাধারণ কিছু ফিচার ব্যবহার করেই আপনি শিরোনাম, ভয়েসওভার, মিউজিক ইত্যাদি যোগ করতে পারবেন। নিজের ইচ্ছেমতো দৃশ্য, চরিত্রও জুড়ে দিতে পারবেন।

 

২) গুগল চার্ট

বিনা খরচে কিছু চার্ট বানিয়ে ফেলতে চান? গুগল চার্টে পাবেন অনেক রকমের অপশন। একই সঙ্গে সেগুলোকে ইন্টারঅ্যাকটিভ চেহারাও দিতে পারবেন। চার্ট বানিয়ে ফেলার পর সেটা প্রতিবেদনের ভেতরে জুড়ে দেওয়ার জন্য আপনার হয়তো অল্প-স্বল্প কোডিং জ্ঞান দরকার হতে পারে। কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্য তা মোটেও কঠিন কিছু নয়।

 

৩) পিকটোচার্ট

সাদামাটা কিন্তু সুন্দর- এমন ইনফোগ্রফিক্স বানানোর জন্য আমার প্রিয় টুল পিকটোচার্ট। এখানে সিদ্ধান্ত নেওয়া সহজ, আর ব্যবহারও করা যায় অনায়াসে। আপনি এখান থেকে অনেক দ্রুত ও সহজে সুন্দর গ্রাফিক্স বানিয়ে ফেলতে পারবেন।

 

৪) ভিজমি

নিজেদের তৈরি ইনফোগ্রাফ যারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে চান, তাদের জন্য ভিজমি একটা দারুন টুল। এখানে আপনি নির্দিষ্ট একটি সামাজিক যোগাযোগমাধ্যম বেছে নিয়ে শুধু সেটিকে লক্ষ্য করেই গ্রাফিক্স তৈরি করতে পারবেন। যারা নির্দিষ্ট কোনো সামাজিক যোগাযোগমাধ্যম টার্গেট করে গ্রাফিক্স বানাতে চান, তাদের জন্য এটি খুবই কাজের।

 

৫) অ্যানিমেকার

ইনফোগ্রাফিক ভিডিও বানানোর আকর্ষণীয় এক টুল এই অ্যানিমেকার। প্রথম দর্শনে একে অনেক ক্যাজুয়াল মনে হতে পারে, কিন্তু একটু ঘেঁটে দেখলে বোঝা যায় কতটা মজার। এখানে অনেক চরিত্র আছে। দৈত্যদানো থেকে শুরু করে মানুষ পর্যন্ত। জন্মদিনের শুভেচ্ছা থেকে শুরু করে অনলাইন বিজ্ঞাপন বা ইনস্টাগ্রাম ভিডিও; সবই আপনি তৈরি করতে পারবেন অ্যানিমেকার দিয়ে। যারা স্ন্যাপচ্যাটের মতো ভার্টিকেল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট বানাতে চান, তাদের জন্য ভার্টিকেল ভিডিও তৈরির অপশনও আছে।

 

লেখাটি প্রথম প্রকাশিত হয় ডোনাল্ড ডব্লিউ. রেনল্ডস জার্নালিজম ইন্সটিটিউটের ওয়েবসাইটে। অনুমতি নিয়ে এখানে পুনঃপ্রকাশ করা হলো।

ক্যাট ডানকান আরজেআই ইনোভেশন অ্যান্ড ফিউচার্স ল্যাবের সিনিয়র ভিডিও এডিটর। ইনোভেশন ইন ফোকাস নামের একটি ভিডিও সিরিজ তিনি প্রযোজনা করেন। সেখানে সাংবাদিকদের জন্য নতুন পদ্ধতি, প্রযুক্তি ও টুলের খবরাখবর থাকে। এছাড়া তিনি আরজেআই ও মিসৌরি স্কুল অব জার্নালিজমের জন্য ভিডিও তৈরি ও সম্পাদনা করেন; ফটো ও ভিডিও সাংবাদিকতা পড়ান মিসৌরি স্কুল অব জার্নালিজমে।

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

বিক্ষোভে প্রাণঘাতী গুলির নির্দেশ, অবরুদ্ধ বম জনগোষ্ঠী, বিপদে দ্বীপটির আবাসস্থল: ২০২৫ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধানী প্রতিবেদন

২০২৫ সালে বাংলাদেশ ও বাংলাদেশ নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সরকার ও ক্ষমতাশালীদের জবাবদিহির উদ্দেশে বেশ কিছু ভালো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে বাংলাদেশি সাংবাদিকদের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। তারা পতিত সরকারের সময়ের পাশাপাশি বর্তমান সময়ে বিভিন্ন খাতের অনিয়ম নিয়ে প্রতিবেদন করেছেন।

পরিকল্পনা থেকে লেখা, সম্পাদনা থেকে প্রকাশনা: অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সম্পাদকরা যেভাবে সহায়তা করতে পারেন

সম্পাদকদের কাজ হলো সাংবাদিকদের পর্যাপ্ত প্রমাণ সংগ্রহে সাহায্য করা। আর গল্পটি এমনভাবে লিখতে হবে, এমন প্রমাণ ও তথ্য দিতে হবে, যেন সবচেয়ে সন্দেহপ্রবণ মানুষও পড়ার পর বিশ্বাস করতে বাধ্য হয়।

সম্পাদকের বাছাই

২০২৫ সালে জিআইজেএন প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে যে ১০টি অবশ্যই পড়া উচিত

২০২৫ সালে জিআইজেএন প্রকাশিত বেশিরভাগ প্রতিবেদনেই নিত্য-নতুন চিন্তা-ভাবনা আর উদ্ভাবনী বিভিন্ন কৌশল সম্পর্কে বলা হয়েছে। তাতে উঠে এসেছে, অর্থ-সম্পদের ক্রমাগত সংকোচন আর স্বাধীন গণমাধ্যমের ওপর বাড়তে থাকা হুমকি ও চাপের বিপরীতে দাঁড়িয়েও সাংবাদিকরা কীভাবে নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।

সংবাদ ও বিশ্লেষণ

অনুসন্ধানী সাংবাদিকতার অ্যাসাইনমেন্টে যুক্ত হওয়ার আগে ফিক্সারদের যা জানা উচিত

ফিক্সাররা সাক্ষাৎকারের ব্যবস্থা করেন, প্রবেশাধিকার নিশ্চিত করেন, অনুবাদ করেন, পথনির্দেশনা দেন এবং অনেক সময় সাংবাদিকদের সুরক্ষাও নিশ্চিত করেন। তাদের এই গুরুত্ব সত্ত্বেও, অনেক ফিক্সার চুক্তি, ন্যায্য পারিশ্রমিক বা নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছাড়াই কাজ করেন।