প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

ঐ জমিটার মালিক কে?

English

ছবি: ডেভিড ম্যাকবি/পেক্সেলস

সম্পত্তির রেকর্ডের মধ্যে লুকিয়ে থাকে নানা রকমের দরকারি তথ্য। রাজনৈতিক দুর্নীতি হোক, পরিবেশগত অপরাধ বা আদিবাসী মানুষের অধিকার হরণ – এমন নানা বিষয়ে রিপোর্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে জমির মালিক কে, তা জানা।

সম্পত্তির রেকর্ড কোথায় পাবেন এবং সেখানে কী খুঁজবেন, তা জানাতে প্রপার্টি রেকর্ড ব্যবহারের বিস্তারিত এই গাইড তৈরি করেছে জিআইজেএন। এই রিসোর্স আপনাকে নিয়ে যাবে, গোটা বিশ্বের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন রেজিস্ট্রিতে।

আমাদের সংকলন করা অনুসন্ধানী প্রতিবেদনের এই তালিকা আপনাকে দেখাবে কীভাবে জমির রেকর্ড ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকরা, বিশ্বের নানা দেশে দুর্নীতিবাজ জমি মালিকদের মুখোশ খুলে দিয়েছেন।

দুর্ভাগ্যজনকভাবে অনেক দেশেই জমি বা আবাসনের রেকর্ড রাখার ব্যবস্থা খুবই দুর্বল। এটি দেখে আমাদের মনে হয়েছে, জমির রেকর্ড ব্যবস্থা কেন আরো স্বচ্ছ হওয়া দরকার এবং সেখানে কী ধরণের সংস্কার আনা প্রয়োজন, এটি অনুসন্ধানের নতুন ক্ষেত্র হতে পারে। এমন অনুসন্ধানের জন্য আমরা বেশ কিছু রিসোর্স এখানে তুলে ধরেছি। এ বিষয়ে আরো জানতে পড়ুন, জিআইজেএনের পর্যালোচনা “সম্পত্তির যে খবর থাকে আপনার পায়ের নিচেই।

এই গাইডটি সম্পাদনা করেছেন জিআইজেএন রিসোর্স সেন্টারের পরিচালক টবি ম্যাকিনটশ তিনি ওয়াশিংটনভিত্তিক রিপোর্টার ছিলেন এবং ৩৯ বছর ধরে বুমেরাং বিএনএ এর সম্পাদক হিসাবে কাজ করেছেন। তিনি অলাভজনক ওয়েবসাইট ফ্রিডমইনফো.ওআরজি এর সম্পাদকের দায়িত্বও পালন করেন। টবি আইঅনগ্লোবালট্রান্সপারেন্সি.নেট নামের একটি ব্লগ চালান।

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

অনুসন্ধান পদ্ধতি

যুক্তরাজ্যের সংসদ সদস্যদের সাথে নিয়ে টিবিআইজে যেভাবে ‘সাইলেন্সড স্টোরিজ’ উন্মোচন করেছে 

আমাদের চারপাশে দুর্নীতিসহ নানা কেলেঙ্কারির খবর চাপা পড়ে যায়। আসলে এসব খবর ধামাচাপা দিতে সংবাদমাধ্যমগুলোকে চাপ দেয় অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। টিবিআইজে কীভাবে সাংসদদের সঙ্গে জোটে বেঁধে চুপ করিয়ে দেওয়া প্রতিবেদনগুলো প্রকাশ করেছিল পড়ুন এই প্রতিবেদনে।

ডেটা সাংবাদিকতা পরামর্শ ও টুল

নিকার২০২৫ সম্মেলনে আলোচিত আধুনিক, সময় সাশ্রয়ী ও বিনামূল্যের চারটি অনুসন্ধানী ডেটা টুল

যাঁরা অনুসন্ধানী সাংবাদিকতা করে থাকেন এই প্রতিবেদনে তাঁদের জন্য থাকছে চারটি ডেটা টুলের সন্ধান। ধরুন, বেশ বড়সড় একটা অডিও ফাইল হাতে এসেছে, গোটাটা শোনারসময় করে উঠতে পারছেন না। সারাংশটা চাই, তাই তো? দেখুন এই প্রতিবেদনে এমন কিছুর সন্ধান মেলে কিনা।

গবেষণা ডেটাবেজ

বেসরকারি ডেটার বিকল্প উৎস ও আর্কাইভের তালিকা দেখুন এখানে

পরিসংখ্যানের জন্য সরকারি উৎসগুলো এককথায় অতুলনীয়। সেই সঙ্গে বেসরকারি সংস্থাগুলোও ডেটার ভালো উৎস। বেশ কিছু সাংবাদিক সংগঠনও ডেটা সংরক্ষণ করে থাকে এবং দলের সদস্যদের কাছে প্রয়োজনমাফিক তথ্য যোগায়। এই প্রতিবেদনে স্বাস্থ্যবিষয়ক ডেটার খোঁজ কোথায় পাবেন তার সন্ধান থাকল।

সাক্ষাৎকার

কলকারখানার দূষণ উন্মোচন এবং বিট হিসেবে ‘ফরএভার কেমিকেলস’ এর জন্ম হলো যেভাবে

পিএএফএসকে বলা হয় ফরএভার কেমিক্যালস। একাধারে তেল ও তাপ প্রতিরোধী। বছরের পর বছর প্রকৃততি মিশে থেকে দূষণ ঘটায়। দূষণের মতো অদৃশ্য একটা বিষয়কে সবার সামনে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়াটি সত্যিই রোমাঞ্চকর।