২০২৩ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের জন্য ফেলোশিপ ঘোষণা
অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকদের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমাবেশ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স (জিআইজেসি) দু বছর পর পর অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ১৯ থেকে ২২শে সেপ্টেম্বর সুইডেনের গোথেনবার্গে সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং সহ-আয়োজক হিসেবে থাকবে জিআইজেএন, লিনিয়াস ইউনিভার্সিটির ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট এবং সুইডেনের অনুসন্ধানী সাংবাদিকদের জাতীয় সমিতি ফরেনিংগেন গ্রাভান্দে জার্নালিস্টার। সম্মেলনের ভেন্যু হলো বিশ্বমানের সুইডিশ এক্সিবিশন অ্যান্ড কংগ্রেস সেন্টার।
জিআইজেসি২৩-এ আয়োজিত কর্মসূচির মধ্যে থাকছে আন্তঃসীমান্ত সহযোগিতা ও অনলাইন অনুসন্ধান থেকে শুরু করে উন্নত ডেটা বিশ্লেষণ পর্যন্ত সাংবাদিকতার আধুনিকতম নানা প্রযুক্তি ও কৌশল নিয়ে ১৫০টিরও বেশি প্যানেল, কর্মশালা ও নেটওয়ার্কিং সেশন। এখানে আপনি জলবায়ু পরিবর্তন, গণতন্ত্রের প্রতি হুমকি, ডেটা সাংবাদিকতা, অপরাধ ও দুর্নীতি, শিক্ষা ও প্রশিক্ষণ এবং টিকে থাকার কৌশলের ওপর বিশেষ ট্র্যাক পাবেন। আরও থাকবে হালনাগাদ সুরক্ষা পরামর্শ এবং ১০০টি দেশের সহকর্মীদের সঙ্গে নেটওয়ার্ক ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার সুযোগ। এখানে আপনি এই পেশার সেরাদের কাছ থেকে শিখতে এবং সম্মেলন শেষে সর্বশেষ কৌশল ও পরামর্শসহ সুনিপুণ দক্ষতা নিয়ে বাড়ি ফিরতে পারবেন।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং উন্নয়নশীল ও রূপান্তরশীল দেশের প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দিতে, আমাদের পৃষ্ঠপোষক ও অংশীদারদের সমর্থনে ১৫০টিরও বেশি ফেলোশিপ থাকছে। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই ফেলোশিপ পেতে আপনাকে বোঝাতে হবে যে জিআইজেসি২৩-তে পাওয়া প্রশিক্ষণ আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন।
ফেলোশিপ, বৈশ্বিক সম্মেলন ও জিআইজেএনের অন্যান্য সুযোগের হালনাগাদ তথ্য জানতে আমাদের ই-মেইল নিউজলেটার জিআইজেএন বুলেটিনের গ্রাহক হতে পারেন।
যোগ্যতার মানদণ্ড
- উন্নয়নশীল বা রূপান্তরশীল দেশের প্রিন্ট, অনলাইন, টেলিভিশন, ভিডিও, রেডিও, তথ্যচিত্র ও মাল্টিমিডিয়ায় কর্মরত পূর্ণকালীন সাংবাদিকদের জন্য উন্মুক্ত;
- অনুসন্ধানী বা ডেটা সাংবাদিকতায় অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে;
- দুঃখিত, বিদেশ ভিত্তিক পশ্চিমা সাংবাদিকদের জন্য প্রযোজ্য নয়। প্রযোজ্য দেশগুলোর পুরো তালিকা দেখতে দয়া করে এই লিঙ্কে যান।
ফেলোশিপের শর্ত
সম্মেলনের পর ফেলোদের হয় সরাসরি #জিআইজেসি২৩ নিয়ে একটি স্টোরি বানাতে হবে অথবা #জিআইজেসি২৩-এ অর্জিত জ্ঞানের ভিত্তিতে আপনার সহকর্মী বা সাংবাদিক কমিউনিটির সামনে একটি প্রেজেন্টেশন দিতে হবে। এখানে বিস্তারিত নির্দেশিকা ও উদাহরণ পাবেন।
সম্মেলনের অধিবেশন ও কর্মশালাগুলো ইংরেজিতে হওয়ায় আপনার ইংরেজি ভাষায় চলনসই জ্ঞান থাকতে হবে। দয়া করে আপনার ফেলোশিপ আবেদনটি ইংরেজিতে জমা দিন।
জিআইজেসি২৩ ফেলোশিপে যা থাকছে
- সুইডেনের গোথেনবার্গে যাওয়া-আসার বিমান ভাড়া
- চার রাত থাকার জন্য হোটেল রুম
- গোথেনবার্গ-ল্যান্ডভেটার বিমানবন্দর থেকে কনফারেন্স হোটেলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা
- অভ্যর্থনা নৈশভোজ
- সম্মেলনের দিনে সকালের নাস্তা ও দুপুরের খাবার
- পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নৈশভোজ
- কনফারেন্সের নিবন্ধন ফি
নোট: ফেলোশিপে দৈনিক হাতখরচ, ভিসা খরচ, বা আপনার দেশের বিমানবন্দরে ও বিমানবন্দর থেকে বাড়িতে পরিবহন ব্যয় মেটানো হয় না। এটি একটি প্রশিক্ষণ সম্মেলন, আর অংশগ্রহণকারীরা এই খরচগুলো নিজেরাই বহন করবে বলে আশা করা হয়।
আবেদনের শেষ তারিখ: ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩। ফেলোশিপ বিজয়ীদেরকে ১লা মে, ২০২৩ তারিখের মধ্যে ই-মেইলে জানানো হবে।