সংবাদ ও বিশ্লেষণ
অনলাইন হয়রানি ও অপপ্রচার সামাল দিতে সাংবাদিকরা যেভাবে তৈরি হবেন
অনলাইনে এখন সত্যের বস্তুনিষ্ঠতা হামলার সম্মুখীন, একইভাবে সাংবাদিকরাও। হুমকি, ডক্সিং, হ্যাকিং, প্রাইভেসি লঙ্ঘন, ব্যক্তিগত ছবির বিদ্বেষপূর্ণ বিকৃতি – এসব বিষয় নিয়ে প্রতিনিয়ত ভাবতে হচ্ছে রিপোর্টারদের, যা আগে অনেক দূরের ব্যাপার বলে মনে হতো। এধরনের হামলার কারণে রিপোর্টাররা সত্যিকারের জীবন-মরণ সঙ্কটে পড়ে যেতে পারেন। এতে মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত হতে পারে, এমনকি তারা পেশা ছাড়তেও বাধ্য হতে পারেন। বদলে যাওয়া সময়ে, এই লেখাটি নিজের ডিজিটাল নিরাপত্তা নিয়ে নিতুন করে ভাবতে সাহায্য করবে আপনাকে।