আমার প্রিয় অনুসন্ধানী টুল: ম্যালাকি ব্রাউন
নিউ ইয়র্ক টাইমস-এর ভিজ্যুয়াল অনুসন্ধানী সাংবাদিক ম্যালাকি ব্রাউন কাজ করেছেন বেশ কয়েকটি সাড়াজাগানো প্রতিবেদনে। স্যাটেলাইট ইমেজ, ড্রোন, থ্রিডি মডেল ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে তিনি তথ্য-প্রমাণাদি সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করছেন অভিনব সব উপায়ে। ভিজ্যুয়াল অনুসন্ধান করার ক্ষেত্রে তাঁর প্রিয় কিছু টুল আছে। সেগুলো নিয়েই কথা বলেছেন “আমার প্রিয় টুল” সিরিজে।