ডেটা সাংবাদিকতা
জিআইজেএন টুলবক্স: ক্রাউডট্যাঙ্গল, ইকোসেক ও সোশ্যাল মিডিয়া সার্চ
সোশ্যাল মিডিয়া ক্রমেই হয়ে উঠছে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির বড় জায়গা। শুধু সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া পোস্ট, ছবি-ভিডিও কাজে লাগিয়েই করা হচ্ছে বড় বড় সব অনুসন্ধান। তবে সেজন্য সঠিক তথ্যটি খুঁজে পাওয়াও জরুরি। জিআইজেএন টুলবক্স সিরিজের এই লেখা থেকে জেনে নিন: কোন কোন টুল ব্যবহার করে খোঁজ চালাবেন সোশ্যাল মিডিয়ায়।