সম্পাদকের বাছাই: ২০১৯ সালে চীনের সেরা অনুসন্ধান
আমি চীনের সাংবাদিকদের বলেছিলাম, এবছরের ভালো কিছু অনুসন্ধানের খোঁজ দিতে। অনেকেই পাল্টা প্রশ্ন করেছিলেন: চীনে কি এখনো অনুসন্ধানী সাংবাদিকতা বেঁচে আছে? মোটাদাগে, তারাই হয়ত ঠিক। কিন্তু কেউ কেউ এমন অনুসন্ধানও করেছেন, যা ইট-পাথরের ফাটা দেয়ালে গজিয়ে ওঠা বুনো গাছের মতোই অটল ও শক্তিশালী। দেখুন, চীনা ভাষায় ২০১৯ সালের সেরা অনুসন্ধান।