টাকা পাচার , নতুন যে প্রবণতার দিকে নজর দেওয়া উচিত সাংবাদিকদের
এখন অর্থ পাচারের কায়দাকানুন আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও পরিশীলিত। আর খুব সহজও। অনুসন্ধানী সাংবাদিকদের তাই অর্থপাচারের নতুন প্রবণতাগুলোর দিকে খেয়াল রাখতে হবে। কী সেই প্রবণতাগুলো? জানিয়েছেন, ওসিসিআরপির সহপ্রতিষ্ঠাতা ড্রিউ সুলিভান ও এপির পুলিৎজার বিজয়ী সাংবাদিক মার্থা মেন্ডোজা।