সম্পাদকের বাছাই: রুশ ও ইউক্রেনিয় ভাষায় ২০১৯ সালের সেরা অনুসন্ধান
কৃষ্ণসাগর থেকে কাস্পিয়ান পর্যন্ত বিস্তৃত, বিশাল রুশ ভাষাভাষী অঞ্চল থেকে সেরা অনুসন্ধান নির্বাচন করার কাজটি সহজ নয়। তাই জিআইজেএনের রুশ-ভাষা সম্পাদক ওলগা সিমানোভিচ ব্যক্তিগত পছন্দ ভুলে গিয়ে নজর দিয়েছেন সেসব প্রতিবেদনের দিকে, যেখানে নতুন কিছু করার চেষ্টা ছিল; ছিল নতুন টুলের ব্যবহার; অথবা আলোকপাত করা হয়েছে এমন নতুন কোনো বিষয়ে যা আগে দেখা যায়নি।