আন্ডারকভার রিপোর্টিং: আমি যেভাবে কসাই হলাম
প্যাট্রিক সেপানিয়াক। অ্যাসাইনমেন্টের প্রয়োজনে ছদ্মবেশ ধারণ করা তার জন্য নতুন নয়। নেদারল্যান্ডে অস্থায়ী শ্রমিক সেজে কাজ করতে গিয়ে মার খেয়েছেন। উবার ড্রাইভার সেজে গাড়ী চালিয়ে প্রমাণ করেছেন কোম্পানিটি কীভাবে করফাঁকি দেয়। স্ট্রিপ ক্লাবে ঘুরে ঘুরে বের করেছেন কীভাবে বিদেশী পর্যটকদের সবকিছু লুটে নেয়া হয়। শেষবার তিনি কসাইয়ের ছদ্মবেশে গিয়েছেন পোল্যান্ডের এক কসাইখানায়। চলুন জেনে নেয়া যাক, আন্ডারকভার তথা ছদ্মবেশে সাংবাদিকতা করতে গিয়ে তিনি কী শিখেছেন।