যেসব টুল দিয়ে নিখোঁজের খোঁজ করেন মার্সেলা তুরাতি
মেক্সিকোর স্বাধীন সাংবাদিক মার্সেলা তুরাতি দীর্ঘদিন ধরে কাজ করছেন নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের নিয়ে। এমনই এক অনুসন্ধানে, তিনি ও তাঁর দল উন্মোচন করেছেন পুরো মেক্সিকোজুড়ে ছড়িয়ে থাকা দুই হাজার গুপ্তকবরের নেটওয়ার্ক। এ ধরনের অনুসন্ধানে তিনি কোন টুলগুলো ব্যবহার করেন? জানতে চাইলে, পড়ুন “প্রিয় টুল” সিরিজের এই পর্ব।