জিআইজেসি২৫-এর জন্য কোনো সেশনের আইডিয়া থাকলে পাঠিয়ে দিন!
আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ২০২৫ সালের ২০ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স। সম্মেলনের সহ-আয়োজক গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক এবং মালয়েশিয়ার স্বাধীন অনলাইন সংবাদ মাধ্যম মালয়েশিয়াকিনি। দেশটির হাতেগোনা কয়েকটি স্বাধীন সংবাদ মাধ্যমের মধ্যে মালয়েশিয়াকিনি অন্যতম, কাজ করছে গত ২৫ বছর ধরে।
অনুসন্ধানী সাংবাদিকদের জন্য সেরা সম্মেলন আয়োজনের লক্ষ্যে জিআইজেসি২৫ সেশনগুলোর জন্য খুঁজছে চমৎকার সব আইডিয়া। আপনার কাছে তেমন কোনো আইডিয়া থাকলে, আমাদের পাঠাতে পারেন। ২০ ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে নিচের ফর্মটি পূরণ করুন। আমাদের সম্মেলন পর্ষদ সেগুলো বিবেচনা করবে।
যে বিষয়গুলো মনে রাখতে হবে:
জিআইজেসি মূলত প্রশিক্ষণমূলক সম্মেলন। তাই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় প্রশিক্ষণের বিষয়গুলোকে, যেখানে শতভাগ নজর থাকে অনুসন্ধানী কৌশল ও পরামর্শ ঘিরে। আমরা চাই সম্মেলনের অধিবেশনগুলো যেন দক্ষতা-ভিত্তিক হয়, যাতে সারা বিশ্বের সাংবাদিকেরা নতুন জ্ঞান ও অনুসন্ধান কৌশলগুলো সম্পর্কে জানতে পারেন।
এখানে আমরা যা চাই না, তা হলো: আপনার আগের প্রতিবেদনগুলো কতটা দারুণ ছিল, তা নিয়ে অতীতের কোনো “লড়াইয়ের কাহিনী” জানতে। কিংবা নীতি-বিষয়ক আলাপ-আলোচনা শুনতে। এছাড়া জেন্ডার ও ভৌগলিক অবস্থানের প্রেক্ষিতে সেশনগুলো ভারসাম্যপূর্ণ হতে হবে। নিশ্চিত করতে হবে বৈশ্বিক দক্ষিণের উপস্থিতি।
আমাদের সেশনগুলো মূলত তিন ধরনের হয়:
- প্যানেল (সাধারণত তিনজন বক্তা ও একজন মডারেটর)
- কর্মশালা (সাধারণত এক বা দুইজন প্রশিক্ষক ছোট ছোট সেশন পরিচালনা করেন)
- নেটওয়ার্কিং সেশন (ভাষা, অঞ্চল বা বিষয় ভিত্তিক অনানুষ্ঠানিক বৈঠক)
অতীতের সফল সেশনের কিছু উদাহরণ পাবেন জিআইজেসি১৩ , জিআইজেসি১৫, জিআইজেসি১৭, জিআইজেসি ১৯, জিআইজেসি২১ এবং জিআইজেসি২৩ এর অনুষ্ঠানসূচিতে।
আমাদের প্রত্যাশা, জিআইজেসি২৫ হবে অনুসন্ধানী সাংবাদিকদের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশ। এই সম্মেলনকে চমৎকারভাবে তুলে ধরতে এবং আয়োজনকে স্মরণীয় করতে অবদান রাখার সুযোগ আছে আপনারও। সহায়তার হাত বাড়ানোর জন্য আপনাকে আগাম ধন্যবাদ, আর দেখা হবে কুয়ালালামপুরে!
নোট: সম্মেলনের ভাষা হবে ইংরেজি। তাই সম্ভাব্য বক্তাদেরও ইংরেজি ভাষা বলা ও অনুধাবনে স্বচ্ছন্দ হতে হবে। আপনার পরামর্শ বা আইডিয়াগুলোও লিখুন ইংরেজিতে।
প্যানেল, কর্মশালা, কিংবা বক্তাদের জন্য আইডিয়া সুপারিশ করতে এই ফর্মটি পূরণ করুন।