
সিটিজেন ম্যাটার্স: ছোট পত্রিকা, কিন্তু বড় ভূমিকা
সিটিজেন ম্যাটারসের প্রতিষ্ঠাতাদের কারোরই আগে সাংবাদিকতার সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না। নিজেদের নাগরিক চাহিদা থেকেই তাঁরা শুরু করেছিলেন কমিউনিটি ভিত্তিক সাংবাদিকতার চর্চা। এখন ভারতের বেশ কয়েকটি শহরে পরিচালিত হচ্ছে তাদের কার্যক্রম। এর মাধ্যমে একই সঙ্গে তারা পাঠকদের সরবরাহ করছে নির্ভুল ও উপকারী তথ্য এবং জবাবদিহির আওতায় আনছে কর্তৃপক্ষকে।