প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

বিষয়

বেসরকারি ডেটার বিকল্প উৎস ও আর্কাইভের তালিকা দেখুন এখানে

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

এক শুক্রবার রাতে সহকর্মীর ইমেইল পান ড. গর্ডন শিফ। তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলের গুণগত মান ও নিরাপত্তা বিষয়ক পরিচালক। সহকর্মী লিখেছেন, একটি সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তাঁর একটি গবেষণা প্রবন্ধ সরিয়ে ফেলা হয়েছে। শিফের ওই লেখাতে “ট্রান্সজেন্ডার” এবং “এলজিবিটিকিউ” শব্দগুলো ছিল। ট্রাম্প প্রশাসনের নির্দেশে খুব দ্রুততার সাথে সরকারি ওয়েবসাইট থেকে এসব শব্দ মুছে ফেলা হচ্ছে। এই নির্দেশনার ফলে বহুমুখী উদ্যোগগুলো বন্ধের পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ক কাগজপত্র থেকে লিঙ্গ ও সমতা এর মতো শব্দগুলো সরিয়ে ফেলা এবং “জেন্ডার বিষয়ক মতাদর্শ” প্রচার করে এমন গবেষণাপত্রও প্রত্যাহার করা হচ্ছে।

২০২২ সালে এজেন্সি ফর হেলথকেয়ার রিসার্চ অ্যান্ড কোয়ালিটির পেশেন্ট সেফটি নেটওয়ার্ক  ওয়েবসাইটে প্রকাশিত হয় শিফের গবেষণা প্রবন্ধ “মাল্টিপল মিসড অপারচুনিটিস ফর সুইসাইড রিস্ক অ্যাসেসমেন্ট”—বর্তমানে ওয়েব্যাক মেশিনে পাওয়া যাচ্ছে। এটি ছিল চিকিৎসকদের জন্য পরামর্শ ও বিশ্লেষণসমৃদ্ধ একটি কেস স্টাডি, এতে বলা হয়: “পুরুষদের পাশাপাশি অল্প বয়সী ব্যক্তি, প্রবীণ সেনাসদস্য, আদিবাসী জনগোষ্ঠী, সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার, কুইয়ার/ কোশ্চেনিং (এলজিবিটিকিউ) গোষ্ঠীর মানুষেরা উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন।”

“আমরা এখানে কোনো কিছু সমর্থনও করছিলাম না, আমরা কেবল ঝুঁকির কারণগুলো তুলে ধরেছিলাম,” বলেন শিফ। তিনি ব্রিগহাম অ্যান্ড উইমেন’স সেন্টার ফর পেশেন্ট সেফটি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিসের সহযোগী পরিচালকও।

ফেব্রুয়ারির মাঝামাঝি এক সপ্তাহান্তে প্রায় ৮ হাজার মার্কিন সরকারি ওয়েবসাইট সরিয়ে ফেলা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেন নিউ ইয়র্ক টাইমসের ইথান সিঙ্গারএবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৃষি দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, তাঁরা যেন জনসাধারণের জন্য উন্মুক্ত ওয়েবসাইটগুলো থেকে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত তথ্য অপসারণ করেন। ওয়েবসাইটগুলো আবার অনলাইনে আসবে কিনা, কিংবা এলে কতটুকু পরিবর্তন করা হবে—তা এখনও অনিশ্চিত।

ওয়েবসাইট সংরক্ষণের কিছু উপায়

ওয়েবসাইট ওয়েবব্যাক মেশিনে সংরক্ষণ করুন। ব্রাউজারের জন্য ওয়েবব্যাক মেশিন এক্সটেনশন ইনস্টল করে কাজটি আপনি খুব সহজে করতে পারেন। ওয়েবব্যাক মেশিনের হোমপেজের বাম পাশে এই অ্যাড-অন এবং এক্সটেনশনগুলোর তালিকা দেওয়া আছে।

হারিয়ে যাওয়া ওয়েবসাইট খুঁজতে ওয়েবব্যাক মেশিন ব্যবহার করুন। ওয়েবসাইটের ইউআরএল সার্চ বারে টাইপ করে পুরোনো সংস্করণগুলো পাওয়া যেতে পারে।

আপনি যদি মনে করেন কিছু সরকারি ওয়েবসাইট বা ওয়েবপেজ মুছে ফেলা হতে পারে, তবে .gov, .mil, এবং .com দিয়ে শেষ হওয়া ওয়েবসাইটগুলোর সংরক্ষণের জন্য এন্ড অব টার্ম ওয়েব আর্কাইভসুপারিশ করুন।

পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত সরকারি ডেটাবেস সংরক্ষণের জন্য এনভায়রনমেন্টাল ডেটা অ্যান্ড গভর্নেন্স ইনিশিয়েটিভ-এর কাছে প্রস্তাব জানাতে পারেন

মাকরক  ও বিগ লোকাল নিউজ পরিচালিত দ্য ডেটা লিবারেশন প্রজেক্ট বরাবর ডেটাবেস সংরক্ষণের সুপারিশ করতে পারেন।

আপনি যদি কোনো সিডিসি ডেটা ডাউনলোড এবং তা সবার জন্য উন্মুক্ত করেন, তাহলে বিজ্ঞানবিষয়ক সাংবাদিক ম্যাগি কোয়ের্থকে জানান।

শিফ জানান, এএইচআরকিউ পেশেন্ট সেফটি নেটওয়ার্ক থেকে সরিয়ে ফেলা আরও ১৯টি গবেষণা প্রবন্ধ ও সারসংক্ষেপের বিষয়ে তিনি অবগত আছেন।

“যেসব তথ্য এরমধ্যেই প্রকাশিত হয়েছে, সেগুলো পুরোপুরি সেন্সর করা এবং যে জায়গাগুলোতে সমস্যা সবচেয়ে বেশি, সেখানে গবেষণার সুযোগ বন্ধ করে দেওয়া ভয়ঙ্কর ও বিপজ্জনক। এর ফলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে।” বলেন শিফ। তিনি ১৯৭৬ সালে মেডিকেল রেসিডেন্সি শুরু করেন এবং ২০০৭ সাল থেকে ব্রিগহামে কর্মরত আছেন।

শিফ সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন জনস্বার্থে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করা চালিয়ে যায়।

তিনি আরো বলেন, “তাঁদের এসব অপকর্ম উন্মোচন করা জরুরী। তাঁরা যেন কোনোভাবেই ভয়ের কাছে নতি স্বীকার না করে।”

সাংবাদিকরা যখন ফেডারেল স্বাস্থ্য সংক্রান্ত ডেটা গায়েব হওয়ার ঘটনা রিপোর্ট করছে, তখন তাদের এই সংক্রান্ত তথ্য-উপাত্তে যথাযথ প্রবেশাধিকারও প্রয়োজন, যেন তাঁরা সামগ্রিক স্বাস্থ্য সমস্যা নিয়ে অনুসন্ধান চালাতে পারেন।

সরকারি ডেটাবেসের বিপরীতে অন্য কোনো ভালো বিকল্প নেই। তবে কিছু কিছু বেসরকারি সংস্থা নিজেদের ডেটাসেট প্রকাশ করে। যা সাংবাদিকদের জন্য সহায়ক হতে পারে। এছাড়া কিছু কিছু সাংবাদিক সংগঠন সরকারি ডেটা ডাউনলোড করে সংরক্ষণ করছে এবং তাদের সদস্যদের জন্য তা উন্মুক্ত করে দিচ্ছে।

যেসব সাংবাদিক ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন, তাঁদের কাজে সহায়তা করতে, আমরা এমন কিছু বেসরকারি ওয়েবসাইটের তালিকা তৈরি করেছি, যেখানে স্বাস্থ্যবিষয়ক তথ্য পাওয়া যায়। যদিও কিছু প্রতিবেদনের ক্ষেত্রে তাদের সরকারি তথ্যের ওপর নির্ভর করতে হয়।

আমরা এই তালিকা নিয়মিত আপডেট করব। যদি আপনার কাছে কোনো ডেটাবেসের সুপারিশ থাকে, তাহলে দয়া করে দি জার্নালিস্ট’স রিসোর্সকে ইমেইল করুন

স্বাস্থ্যবিষয়ক ডেটার বিকল্প উৎসসমূহ

  • প্রোপাবলিকা: এই অলাভজনক অনুসন্ধানী সংবাদ সংস্থার কাছে বেশকিছু গুরুত্বপূর্ণ ডেটাসেট রয়েছে, যা সাংবাদিকদের বেশ কাজে লাগে। এদের ননপ্রফিট এক্সপ্লোরার-এর মাধ্যমে করমুক্ত সংস্থাগুলোর বার্ষিক ট্যাক্স রিটার্ন সম্পর্কিত তথ্যগুলো দেখা যায়, রয়েছে অলাভজনক হাসপাতালের তথ্যও । নার্সিং হোম কমপেয়ার অ্যান্ড নার্সিং হোম ইন্সপেক্ট সহজে ডাউনলোডযোগ্য ফরম্যাটে সর্বশেষ সিএমএস (সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেস) ডেটা দিয়ে থাকে। নার্সিং হোম ইন্সপেক্ট ওয়েবসাইটটি ইন্টারঅ্যাকটিভ, যেখানে ব্যবহারকারীরা নির্দিষ্ট নার্সিং হোম, রাজ্য বা কাউন্টি অনুযায়ী তথ্য অনুসন্ধান করতে পারেন। এছাড়া, ডলার্স ফর ডক্স টুলটি ব্যবহার করে ২০১৩ সালের আগস্ট থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত চিকিৎসকদের অর্থপ্রদান সংক্রান্ত তথ্য খোঁজা যায়।
  • অ্যাসোসিয়েশন অব হেলথ কেয়ার জার্নালিস্টসের হেলথ জার্নালিজম ডেটা: এই প্ল্যাটফর্মে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটাবেস রয়েছে। hospitalinspections.org ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের সরকারি হাসপাতালের পরিদর্শন প্রতিবেদন পাওয়া যায়। hospitalfinances.org অলাভজনক হাসপাতালগুলোর আর্থিক প্রতিবেদন অনুসন্ধানের সুযোগ দেয়। এছাড়া, জর্জটাউন ইউনিভার্সিটির সেন্টার অন হেলথ ইন্স্যুরেন্স রিফর্মসের তৈরি স্টেট ইন্স্যুরেন্স গাইড রয়েছে, যেখানে প্রতিটি অঙ্গরাজ্যে স্বাস্থ্যবিমার কার্যক্রম সম্পর্কিত তথ্য আছে।
  • কেএফএফ (সাবেক কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন): এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান, যা স্বাস্থ্যনীতি বিষয়ক গবেষণা, জরিপ ও সংবাদ সরবরাহ করে। সংস্থাটি কোভিড-১৯, এইচআইভি/এইডস, মেডিকেড, মেডিকেয়ার ও অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরি করে। এদের স্টেট হেলথ ফ্যাক্টস একটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র।
  • স্টেট মেডিকেড ফ্যাক্ট শিটস: অলাভজনক কমনওয়েলথ ফান্ডের পক্ষ থেকে তৈরি করা হয় এই তথ্যপত্র, যেখানে আপনি খুঁজে পাবেন, প্রতিটি রাজ্যে মেডিকেড ও চিপ কর্মসূচির আওতায় কতজন মানুষ কভারেজ পাচ্ছেন। এছাড়া গ্রামীণ স্বাস্থ্যসেবায় মেডিকেডের গুরুত্ব, মানসিক স্বাস্থ্যসেবা পেতে মেডিকেডের ওপর তরুণদের নির্ভরশীলতা এবং প্রতিটি রাজ্যে ফেডারেল মেডিকেড ফান্ডিংয়ের তথ্য রয়েছে।
  • কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট হেলথ ড্যাশবোর্ড: এই ড্যাশবোর্ডটি কংগ্রেসের প্রতিটি জেলার স্বাস্থ্য পরিস্থিতি, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা এবং অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত দিক বিশ্লেষণ করে। ড্যাশবোর্ডটি রবার্ট উড জনসন ফাউন্ডেশনের সহায়তায় তৈরি করেছে এনওয়াইসি গ্রসম্যান স্কুল অব মেডিসিনের পপুলেশন হেলথ বিভাগ। সংস্থাটি সিটি হেলথ ড্যাশবোর্ডও সামলে থাকে।
  • হেলথ কেয়ার কস্ট ইনস্টিটিউট (এইচসিসিআই): এটি একটি স্বাধীন অলাভজনক গবেষণা সংস্থা। যারা বেসরকারি স্বাস্থ্যবিমাকারী সংস্থার ব্যয়, এর ব্যবহার ও মূল্য সংক্রান্ত ডেটা সরবরাহ করে। বাণিজ্যিক বিমার অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যব্যয় বিশ্লেষণে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
  • পিউ রিসার্চ সেন্টার: এটি একটি অলাভজনক, নিরপেক্ষ সংস্থা। যারা জনমত জরিপ, জনসংখ্যাগত গবেষণা, কন্টেন্ট বিশ্লেষণ এবং সামাজবিজ্ঞান বিষয়ক গবেষণা পরিচালনা করে। তবে এটি কোনো নীতিগত অবস্থান গ্রহণ করে না।
  • ন্যাশনাল পেশেন্টসেন্টারড ক্লিনিক্যাল রিসার্চ নেটওয়ার্ক : স্বাধীন অলাভজনক সংস্থা পিসিওআরআইয়ের তহবিলপ্রাপ্ত। যারা রোগী-কেন্দ্রিক স্বাস্থ্য গবেষণা পরিচালনা করে। এটি স্বাস্থ্য সংক্রান্ত ডেটা সরবরাহ, গবেষণা বিশেষজ্ঞদের সহযোগিতা করা এবং রোগীদের অভিজ্ঞতা তুলে ধরে।
  • ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন (আইএইচএমই): ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই সংস্থা বিশ্বজুড়ে স্বাস্থ্য গবেষণা পরিচালনা করে। এদের গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে বায়ুদূষণ, অ্যালকোহল ব্যবহারের প্রভাব, কোভিড-১৯, মাতৃস্বাস্থ্য ও টিকা।
  • কাউন্টি হেলথ ্যাংকিংস অ্যান্ড রোডম্যাপস: ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন হেলথ ইনস্টিটিউটের এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রের প্রতিটি কাউন্টির স্বাস্থ্য পরিস্থিতি বিশ্লেষণ করে। এটি অকালমৃত্যু, কম ওজনের নবজাতক, ধূমপান, স্থুলতা এবং যৌনবাহিত সংক্রমণ নিয়ে বার্ষিক তথ্য প্রকাশ করে।
  • রুরাল হাসপাতাল ডেটা: ন্যাশনাল রুরাল হেলথ অ্যাসোসিয়েশন পরিচালিত এই ডেটাবেসটি ফেডারেল নীতির স্বাস্থ্যসেবা প্রদানকারী ও রোগীদের ওপর প্রভাব বিশ্লেষণ করে। এখানে প্রতি রাজ্যের বার্ষিক রাজস্ব ক্ষতি ও কর্মসংস্থান সংকট সম্পর্কিত তথ্য রয়েছে।
  • ইউনাইটেড নেটওয়ার্ক ফর অর্গান শেয়ারিং (ইউএনওএস): এটি যুক্তরাষ্ট্রের জাতীয় অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের অপেক্ষমাণ তালিকা নিয়ে কাজ করে এবং অঙ্গদাতাদের সাথে গ্রহীতাদের যোগসূত্র তৈরি করে দেয়। সংস্থাটি অঙ্গ সংযোজন নীতির কার্যকারিতা ও ন্যায্যতা নিশ্চিত করে এবং রোগী ও পেশাজীবীদের জন্য শিক্ষামূলক উপকরণ সরবরাহ করে।
  • আমেরিকান কলেজ অব সার্জনস ন্যাশনাল সার্জিক্যাল কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (ACS NSQIP): এটি হাসপাতাল ও সার্জিক্যাল সেন্টার থেকে অস্ত্রোপচারের ফলাফলের তথ্য সংগ্রহ করে। এটি রোগীর সুরক্ষা ও অস্ত্রোপচারের জটিলতা কমানোর মাধ্যমে সার্জিক্যাল সেবার মানোন্নয়ন করে।
  • ন্যাশনাল ক্যান্সার ডেটাবেস (এনসিডিবি): এটি মূলত আমেরিকান কলেজ অব সার্জনস ও আমেরিকান ক্যান্সার সোসাইটির যৌথ উদ্যোগের ফসল। এতে ১ হাজার ৫০০-এর বেশি অনুমোদিত ক্যান্সার কর্মসূচির ক্লিনিকাল ও ফলাফল-সংক্রান্ত তথ্য সংরক্ষিত রয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন ক্যান্সার আক্রান্ত প্রায় ৭০ শতাংশ রোগীর তথ্যসহ।

ডেটা সংক্ষণ সংক্রান্ত উদ্যোগ

অতিরিক্ত উৎস

সম্পাদকীয় নোট: এ লেখাটি প্রথমে দ্য জার্নালিস্ট’স রিসোর্সে প্রকাশিত হয়। তাদের অনুমতি নিয়ে এখানে পুনঃপ্রকাশ করা হলো। সর্বশেষ আপডেট ১৫ ফেব্রুয়ারি ২০২৫।


নাসীম এস. মিলার দ্য জার্নালিস্টস রিসোর্সের (জেআর) স্বাস্থ্য বিষয়ক জ্যেষ্ঠ সম্পাদক। এখানে তিনি ২০২১ সালে যোগ দেন। এর আগে দুই দশক ধরে স্থানীয় পত্রিকা এবং ন্যাশনাল মেডিকেল ট্রেড পাবলিকেশনের স্বাস্থ্য প্রতিবেদক হিসেবে কাজ করেন। জেআরে যোগ দেওয়ার আগে অরল্যান্ডো সেন্টিনেলের জ্যেষ্ঠ স্বাস্থ্য প্রতিবেদক ছিলেন। পালস নাইটক্লাবে নির্বিচারে গুলি চালানোর ঘটনা নিয়ে দলীয়ভাবে কাজ করেছেন। দলটি ২০১৬ সালে পুলিৎজার প্রাইজের ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেয়।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

অনুসন্ধান পদ্ধতি

যুক্তরাজ্যের সংসদ সদস্যদের সাথে নিয়ে টিবিআইজে যেভাবে ‘সাইলেন্সড স্টোরিজ’ উন্মোচন করেছে 

আমাদের চারপাশে দুর্নীতিসহ নানা কেলেঙ্কারির খবর চাপা পড়ে যায়। আসলে এসব খবর ধামাচাপা দিতে সংবাদমাধ্যমগুলোকে চাপ দেয় অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। টিবিআইজে কীভাবে সাংসদদের সঙ্গে জোটে বেঁধে চুপ করিয়ে দেওয়া প্রতিবেদনগুলো প্রকাশ করেছিল পড়ুন এই প্রতিবেদনে।

ডেটা সাংবাদিকতা পরামর্শ ও টুল

নিকার২০২৫ সম্মেলনে আলোচিত আধুনিক, সময় সাশ্রয়ী ও বিনামূল্যের চারটি অনুসন্ধানী ডেটা টুল

যাঁরা অনুসন্ধানী সাংবাদিকতা করে থাকেন এই প্রতিবেদনে তাঁদের জন্য থাকছে চারটি ডেটা টুলের সন্ধান। ধরুন, বেশ বড়সড় একটা অডিও ফাইল হাতে এসেছে, গোটাটা শোনারসময় করে উঠতে পারছেন না। সারাংশটা চাই, তাই তো? দেখুন এই প্রতিবেদনে এমন কিছুর সন্ধান মেলে কিনা।

সাক্ষাৎকার

কলকারখানার দূষণ উন্মোচন এবং বিট হিসেবে ‘ফরএভার কেমিকেলস’ এর জন্ম হলো যেভাবে

পিএএফএসকে বলা হয় ফরএভার কেমিক্যালস। একাধারে তেল ও তাপ প্রতিরোধী। বছরের পর বছর প্রকৃততি মিশে থেকে দূষণ ঘটায়। দূষণের মতো অদৃশ্য একটা বিষয়কে সবার সামনে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়াটি সত্যিই রোমাঞ্চকর।

পরামর্শ ও টুল

কীভাবে যেকোনো রিপোর্টারই এখন পৃথিবীর যেকোনো জায়গার মানসম্পন্ন ও বিনামূল্যের স্যাটেলাইট ছবি সংগ্রহ করতে পারেন

অনুসন্ধানী সাংবাদিকতায় স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ এখন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মজার ব্যাপার হলো এই ইমেজ বেশিরভাগক্ষেত্রে পাওয়া যায় বিনামূল্যে। স্যাটেলাইট ইমেজের উৎসগুলো কি, কীভাবে ব্যবহার করবেন দেখে নিন এই প্রতিবেদনে।