

এক শুক্রবার রাতে সহকর্মীর ইমেইল পান ড. গর্ডন শিফ। তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলের গুণগত মান ও নিরাপত্তা বিষয়ক পরিচালক। সহকর্মী লিখেছেন, একটি সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তাঁর একটি গবেষণা প্রবন্ধ সরিয়ে ফেলা হয়েছে। শিফের ওই লেখাতে “ট্রান্সজেন্ডার” এবং “এলজিবিটিকিউ” শব্দগুলো ছিল। ট্রাম্প প্রশাসনের নির্দেশে খুব দ্রুততার সাথে সরকারি ওয়েবসাইট থেকে এসব শব্দ মুছে ফেলা হচ্ছে। এই নির্দেশনার ফলে বহুমুখী উদ্যোগগুলো বন্ধের পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ক কাগজপত্র থেকে লিঙ্গ ও সমতা এর মতো শব্দগুলো সরিয়ে ফেলা এবং “জেন্ডার বিষয়ক মতাদর্শ” প্রচার করে এমন গবেষণাপত্রও প্রত্যাহার করা হচ্ছে।
২০২২ সালে এজেন্সি ফর হেলথকেয়ার রিসার্চ অ্যান্ড কোয়ালিটির পেশেন্ট সেফটি নেটওয়ার্ক ওয়েবসাইটে প্রকাশিত হয় শিফের গবেষণা প্রবন্ধ “মাল্টিপল মিসড অপারচুনিটিস ফর সুইসাইড রিস্ক অ্যাসেসমেন্ট”—বর্তমানে ওয়েব্যাক মেশিনে পাওয়া যাচ্ছে। এটি ছিল চিকিৎসকদের জন্য পরামর্শ ও বিশ্লেষণসমৃদ্ধ একটি কেস স্টাডি, এতে বলা হয়: “পুরুষদের পাশাপাশি অল্প বয়সী ব্যক্তি, প্রবীণ সেনাসদস্য, আদিবাসী জনগোষ্ঠী, সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার, কুইয়ার/ কোশ্চেনিং (এলজিবিটিকিউ) গোষ্ঠীর মানুষেরা উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন।”
“আমরা এখানে কোনো কিছু সমর্থনও করছিলাম না, আমরা কেবল ঝুঁকির কারণগুলো তুলে ধরেছিলাম,” বলেন শিফ। তিনি ব্রিগহাম অ্যান্ড উইমেন’স সেন্টার ফর পেশেন্ট সেফটি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিসের সহযোগী পরিচালকও।
ফেব্রুয়ারির মাঝামাঝি এক সপ্তাহান্তে প্রায় ৮ হাজার মার্কিন সরকারি ওয়েবসাইট সরিয়ে ফেলা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেন নিউ ইয়র্ক টাইমসের ইথান সিঙ্গার। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৃষি দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, তাঁরা যেন জনসাধারণের জন্য উন্মুক্ত ওয়েবসাইটগুলো থেকে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত তথ্য অপসারণ করেন। ওয়েবসাইটগুলো আবার অনলাইনে আসবে কিনা, কিংবা এলে কতটুকু পরিবর্তন করা হবে—তা এখনও অনিশ্চিত।
ওয়েবসাইট সংরক্ষণের কিছু উপায়
ওয়েবসাইট ওয়েবব্যাক মেশিনে সংরক্ষণ করুন। ব্রাউজারের জন্য ওয়েবব্যাক মেশিন এক্সটেনশন ইনস্টল করে কাজটি আপনি খুব সহজে করতে পারেন। ওয়েবব্যাক মেশিনের হোমপেজের বাম পাশে এই অ্যাড-অন এবং এক্সটেনশনগুলোর তালিকা দেওয়া আছে।
হারিয়ে যাওয়া ওয়েবসাইট খুঁজতে ওয়েবব্যাক মেশিন ব্যবহার করুন। ওয়েবসাইটের ইউআরএল সার্চ বারে টাইপ করে পুরোনো সংস্করণগুলো পাওয়া যেতে পারে।
আপনি যদি মনে করেন কিছু সরকারি ওয়েবসাইট বা ওয়েবপেজ মুছে ফেলা হতে পারে, তবে .gov, .mil, এবং .com দিয়ে শেষ হওয়া ওয়েবসাইটগুলোর সংরক্ষণের জন্য এন্ড অব টার্ম ওয়েব আর্কাইভ এ সুপারিশ করুন।
পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত সরকারি ডেটাবেস সংরক্ষণের জন্য এনভায়রনমেন্টাল ডেটা অ্যান্ড গভর্নেন্স ইনিশিয়েটিভ-এর কাছে প্রস্তাব জানাতে পারেন।
মাকরক ও বিগ লোকাল নিউজ পরিচালিত দ্য ডেটা লিবারেশন প্রজেক্ট বরাবর ডেটাবেস সংরক্ষণের সুপারিশ করতে পারেন।
আপনি যদি কোনো সিডিসি ডেটা ডাউনলোড এবং তা সবার জন্য উন্মুক্ত করেন, তাহলে বিজ্ঞানবিষয়ক সাংবাদিক ম্যাগি কোয়ের্থকে জানান।
শিফ জানান, এএইচআরকিউ পেশেন্ট সেফটি নেটওয়ার্ক থেকে সরিয়ে ফেলা আরও ১৯টি গবেষণা প্রবন্ধ ও সারসংক্ষেপের বিষয়ে তিনি অবগত আছেন।
“যেসব তথ্য এরমধ্যেই প্রকাশিত হয়েছে, সেগুলো পুরোপুরি সেন্সর করা এবং যে জায়গাগুলোতে সমস্যা সবচেয়ে বেশি, সেখানে গবেষণার সুযোগ বন্ধ করে দেওয়া ভয়ঙ্কর ও বিপজ্জনক। এর ফলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে।” বলেন শিফ। তিনি ১৯৭৬ সালে মেডিকেল রেসিডেন্সি শুরু করেন এবং ২০০৭ সাল থেকে ব্রিগহামে কর্মরত আছেন।
শিফ সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন জনস্বার্থে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করা চালিয়ে যায়।
তিনি আরো বলেন, “তাঁদের এসব অপকর্ম উন্মোচন করা জরুরী। তাঁরা যেন কোনোভাবেই ভয়ের কাছে নতি স্বীকার না করে।”
সাংবাদিকরা যখন ফেডারেল স্বাস্থ্য সংক্রান্ত ডেটা গায়েব হওয়ার ঘটনা রিপোর্ট করছে, তখন তাদের এই সংক্রান্ত তথ্য-উপাত্তে যথাযথ প্রবেশাধিকারও প্রয়োজন, যেন তাঁরা সামগ্রিক স্বাস্থ্য সমস্যা নিয়ে অনুসন্ধান চালাতে পারেন।
সরকারি ডেটাবেসের বিপরীতে অন্য কোনো ভালো বিকল্প নেই। তবে কিছু কিছু বেসরকারি সংস্থা নিজেদের ডেটাসেট প্রকাশ করে। যা সাংবাদিকদের জন্য সহায়ক হতে পারে। এছাড়া কিছু কিছু সাংবাদিক সংগঠন সরকারি ডেটা ডাউনলোড করে সংরক্ষণ করছে এবং তাদের সদস্যদের জন্য তা উন্মুক্ত করে দিচ্ছে।
যেসব সাংবাদিক ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন, তাঁদের কাজে সহায়তা করতে, আমরা এমন কিছু বেসরকারি ওয়েবসাইটের তালিকা তৈরি করেছি, যেখানে স্বাস্থ্যবিষয়ক তথ্য পাওয়া যায়। যদিও কিছু প্রতিবেদনের ক্ষেত্রে তাদের সরকারি তথ্যের ওপর নির্ভর করতে হয়।
আমরা এই তালিকা নিয়মিত আপডেট করব। যদি আপনার কাছে কোনো ডেটাবেসের সুপারিশ থাকে, তাহলে দয়া করে দি জার্নালিস্ট’স রিসোর্সকে ইমেইল করুন।
স্বাস্থ্যবিষয়ক ডেটার বিকল্প উৎসসমূহ
- প্রোপাবলিকা: এই অলাভজনক অনুসন্ধানী সংবাদ সংস্থার কাছে বেশকিছু গুরুত্বপূর্ণ ডেটাসেট রয়েছে, যা সাংবাদিকদের বেশ কাজে লাগে। এদের ননপ্রফিট এক্সপ্লোরার-এর মাধ্যমে করমুক্ত সংস্থাগুলোর বার্ষিক ট্যাক্স রিটার্ন সম্পর্কিত তথ্যগুলো দেখা যায়, রয়েছে অলাভজনক হাসপাতালের তথ্যও । নার্সিং হোম কমপেয়ার অ্যান্ড নার্সিং হোম ইন্সপেক্ট সহজে ডাউনলোডযোগ্য ফরম্যাটে সর্বশেষ সিএমএস (সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেস) ডেটা দিয়ে থাকে। নার্সিং হোম ইন্সপেক্ট ওয়েবসাইটটি ইন্টারঅ্যাকটিভ, যেখানে ব্যবহারকারীরা নির্দিষ্ট নার্সিং হোম, রাজ্য বা কাউন্টি অনুযায়ী তথ্য অনুসন্ধান করতে পারেন। এছাড়া, ডলার্স ফর ডক্স টুলটি ব্যবহার করে ২০১৩ সালের আগস্ট থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত চিকিৎসকদের অর্থপ্রদান সংক্রান্ত তথ্য খোঁজা যায়।
- অ্যাসোসিয়েশন অব হেলথ কেয়ার জার্নালিস্টসের হেলথ জার্নালিজম ডেটা: এই প্ল্যাটফর্মে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটাবেস রয়েছে। hospitalinspections.org ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের সরকারি হাসপাতালের পরিদর্শন প্রতিবেদন পাওয়া যায়। hospitalfinances.org অলাভজনক হাসপাতালগুলোর আর্থিক প্রতিবেদন অনুসন্ধানের সুযোগ দেয়। এছাড়া, জর্জটাউন ইউনিভার্সিটির সেন্টার অন হেলথ ইন্স্যুরেন্স রিফর্মসের তৈরি স্টেট ইন্স্যুরেন্স গাইড রয়েছে, যেখানে প্রতিটি অঙ্গরাজ্যে স্বাস্থ্যবিমার কার্যক্রম সম্পর্কিত তথ্য আছে।
- কেএফএফ (সাবেক কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন): এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান, যা স্বাস্থ্যনীতি বিষয়ক গবেষণা, জরিপ ও সংবাদ সরবরাহ করে। সংস্থাটি কোভিড-১৯, এইচআইভি/এইডস, মেডিকেড, মেডিকেয়ার ও অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরি করে। এদের স্টেট হেলথ ফ্যাক্টস একটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র।
- স্টেট মেডিকেড ফ্যাক্ট শিটস: অলাভজনক কমনওয়েলথ ফান্ডের পক্ষ থেকে তৈরি করা হয় এই তথ্যপত্র, যেখানে আপনি খুঁজে পাবেন, প্রতিটি রাজ্যে মেডিকেড ও চিপ কর্মসূচির আওতায় কতজন মানুষ কভারেজ পাচ্ছেন। এছাড়া গ্রামীণ স্বাস্থ্যসেবায় মেডিকেডের গুরুত্ব, মানসিক স্বাস্থ্যসেবা পেতে মেডিকেডের ওপর তরুণদের নির্ভরশীলতা এবং প্রতিটি রাজ্যে ফেডারেল মেডিকেড ফান্ডিংয়ের তথ্য রয়েছে।
- কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট হেলথ ড্যাশবোর্ড: এই ড্যাশবোর্ডটি কংগ্রেসের প্রতিটি জেলার স্বাস্থ্য পরিস্থিতি, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা এবং অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত দিক বিশ্লেষণ করে। ড্যাশবোর্ডটি রবার্ট উড জনসন ফাউন্ডেশনের সহায়তায় তৈরি করেছে এনওয়াইসি গ্রসম্যান স্কুল অব মেডিসিনের পপুলেশন হেলথ বিভাগ। সংস্থাটি সিটি হেলথ ড্যাশবোর্ডও সামলে থাকে।
- হেলথ কেয়ার কস্ট ইনস্টিটিউট (এইচসিসিআই): এটি একটি স্বাধীন অলাভজনক গবেষণা সংস্থা। যারা বেসরকারি স্বাস্থ্যবিমাকারী সংস্থার ব্যয়, এর ব্যবহার ও মূল্য সংক্রান্ত ডেটা সরবরাহ করে। বাণিজ্যিক বিমার অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যব্যয় বিশ্লেষণে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- পিউ রিসার্চ সেন্টার: এটি একটি অলাভজনক, নিরপেক্ষ সংস্থা। যারা জনমত জরিপ, জনসংখ্যাগত গবেষণা, কন্টেন্ট বিশ্লেষণ এবং সামাজবিজ্ঞান বিষয়ক গবেষণা পরিচালনা করে। তবে এটি কোনো নীতিগত অবস্থান গ্রহণ করে না।
- ন্যাশনাল পেশেন্ট–সেন্টারড ক্লিনিক্যাল রিসার্চ নেটওয়ার্ক : স্বাধীন অলাভজনক সংস্থা পিসিওআরআইয়ের তহবিলপ্রাপ্ত। যারা রোগী-কেন্দ্রিক স্বাস্থ্য গবেষণা পরিচালনা করে। এটি স্বাস্থ্য সংক্রান্ত ডেটা সরবরাহ, গবেষণা বিশেষজ্ঞদের সহযোগিতা করা এবং রোগীদের অভিজ্ঞতা তুলে ধরে।
- ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন (আইএইচএমই): ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই সংস্থা বিশ্বজুড়ে স্বাস্থ্য গবেষণা পরিচালনা করে। এদের গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে বায়ুদূষণ, অ্যালকোহল ব্যবহারের প্রভাব, কোভিড-১৯, মাতৃস্বাস্থ্য ও টিকা।
- কাউন্টি হেলথ র্যাংকিংস অ্যান্ড রোডম্যাপস: ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন হেলথ ইনস্টিটিউটের এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রের প্রতিটি কাউন্টির স্বাস্থ্য পরিস্থিতি বিশ্লেষণ করে। এটি অকালমৃত্যু, কম ওজনের নবজাতক, ধূমপান, স্থুলতা এবং যৌনবাহিত সংক্রমণ নিয়ে বার্ষিক তথ্য প্রকাশ করে।
- রুরাল হাসপাতাল ডেটা: ন্যাশনাল রুরাল হেলথ অ্যাসোসিয়েশন পরিচালিত এই ডেটাবেসটি ফেডারেল নীতির স্বাস্থ্যসেবা প্রদানকারী ও রোগীদের ওপর প্রভাব বিশ্লেষণ করে। এখানে প্রতি রাজ্যের বার্ষিক রাজস্ব ক্ষতি ও কর্মসংস্থান সংকট সম্পর্কিত তথ্য রয়েছে।
- ইউনাইটেড নেটওয়ার্ক ফর অর্গান শেয়ারিং (ইউএনওএস): এটি যুক্তরাষ্ট্রের জাতীয় অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের অপেক্ষমাণ তালিকা নিয়ে কাজ করে এবং অঙ্গদাতাদের সাথে গ্রহীতাদের যোগসূত্র তৈরি করে দেয়। সংস্থাটি অঙ্গ সংযোজন নীতির কার্যকারিতা ও ন্যায্যতা নিশ্চিত করে এবং রোগী ও পেশাজীবীদের জন্য শিক্ষামূলক উপকরণ সরবরাহ করে।
- আমেরিকান কলেজ অব সার্জনস ন্যাশনাল সার্জিক্যাল কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (ACS NSQIP): এটি হাসপাতাল ও সার্জিক্যাল সেন্টার থেকে অস্ত্রোপচারের ফলাফলের তথ্য সংগ্রহ করে। এটি রোগীর সুরক্ষা ও অস্ত্রোপচারের জটিলতা কমানোর মাধ্যমে সার্জিক্যাল সেবার মানোন্নয়ন করে।
- ন্যাশনাল ক্যান্সার ডেটাবেস (এনসিডিবি): এটি মূলত আমেরিকান কলেজ অব সার্জনস ও আমেরিকান ক্যান্সার সোসাইটির যৌথ উদ্যোগের ফসল। এতে ১ হাজার ৫০০-এর বেশি অনুমোদিত ক্যান্সার কর্মসূচির ক্লিনিকাল ও ফলাফল-সংক্রান্ত তথ্য সংরক্ষিত রয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন ক্যান্সার আক্রান্ত প্রায় ৭০ শতাংশ রোগীর তথ্যসহ।
ডেটা সংক্ষণ সংক্রান্ত উদ্যোগ
- হার্ভার্ড ডেটাভার্স: এটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন গবেষকদের প্রকাশিত ডেটার উন্মুক্ত ভাণ্ডার। এখানে জ্যোতির্বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের তথ্য সংরক্ষিত রয়েছে।\
- ডেটা রেসকিউ প্রজেক্ট: এটি আইএএসএসআইএসটি, আরডিএপি এবং ডেটা কিউরেশন নেটওয়ার্ক-এর সদস্যদের যৌথ উদ্যোগ। এতে ডেটা রেসকিউ ট্র্যাকার রয়েছে, যা চলমান পাবলিক ডেটা সংরক্ষণ প্রকল্পগুলোর তালিকা সংরক্ষণ করে।
- হার্ভার্ড লাইব্রেরি ইনোভেশন ল্যাব টিমের পক্ষ থেকে ২০২৪ ও ২০২৫ সালজুড়ে সংগ্রহ করা ৩ লাখ ১১ হাজারেরও বেশি ডেটাসেট সোর্স কর্পোরেটিভে প্রকাশিত হয়েছে।
- পাবলিক এনভায়রনমেন্টাল ডেটা প্রজেক্ট: বোস্টন ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ক্লাইমেট অ্যান্ড হেলথ ক্যাফে রিসার্চ কোঅর্ডিনেটিং সেন্টারের গবেষকদের সমন্বয়ে পরিচালিত। প্রকল্পটি সিডিসির সামাজিক ঝুঁকি এবং পরিবেশ নায্যতা সূচকসহ ফেডারেল ডেটাবেস ও টুলস সংরক্ষণ করেছে।
- ইনভেস্টিগেটিভ রিপোর্টার্স অ্যান্ড এডিটর্স: এই অলাভজনক সাংবাদিক সংগঠন ফেডারেল ওয়েবসাইট থেকে ১২০টিরও বেশি ডেটাসেট সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছে এফডিএ অ্যাডভার্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেম (এফএইআরএস), বিহেভিয়োরাল রিস্ক ফ্যাক্টর সারভেইলেন্স সিস্টেম, মেডিকেল ডিভাইস রিপোর্টস, মরটালিটি মাল্টিপল কজ-অব-ডেথ ডেটাবেস, ন্যাশনাল ইলেকট্রনিক ইনজুরি সারভেইলেন্স সিস্টেম (এনইআইএসএস), ন্যাশনাল প্র্যাকটিশনার ডেটাব্যাঙ্ক, নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস ইভেন্টস ডেটাবেস, ওএসএইচএ ওয়ার্কপ্লেস সেফটি ডেটা এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ডেথ মাস্টার ফাইল। আইআরই-এর সদস্যরা অনুরোধের মাধ্যমে এসব ডেটাসেট পেতে পারেন। সংস্থাটি ১৯৯০ সাল থেকে এর সদস্যদের জন্য ডেটা সরবরাহ করছে।
- স্বাস্থ্যনীতি বিশ্লেষক চার্লস গাবা পরিচালিত এসিএসাইনআপসডটনেট (ACASignups.net) প্ল্যাটফর্মে সিডিসিডটগভ (cdc.gov) ওয়েবপেজের তালিকা সংরক্ষিত আছে।
- দ্য নাইনটিনথ (The 19th) : এটি একটি স্বাধীন অলাভজনক নিউজরুম, যা লিঙ্গ, রাজনীতি ও নীতিনির্ধারণী বিষয়ে সরকারি ডেটা সংরক্ষণ করে। এখানে সিডিসির মাতৃমৃত্যু সংক্রান্ত তথ্য, গর্ভপাত ও গর্ভনিরোধক তথ্য, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা এবং যৌন ও লিঙ্গভিত্তিক ডেটা সংগ্রহের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাকাডেমিজের নির্দেশিকাগুলো সংরক্ষণ করেছে।
- এখানে ২০২৫ সালের ২৮ জানুয়ারির আগে প্রকাশিত সিডিসির কিছু ডেটাসেট ইন্টারনেট আর্কাইভে সংরক্ষিত রয়েছে।
- আর্কাইভডটওআরজির কাছে ২০২৪ সালের এন্ড অব টার্ম ২০২৪ ওয়েব ক্রোলস ডেটা রয়েছে। যা আপনি ডাউনলোড করতে পারেন।
অতিরিক্ত উৎস
- প্রতিটি রাজ্যের স্বাস্থ্য বিভাগ ও তাদের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের দিকে দৃষ্টি রাখুন এবং কাজে লাগান।
- প্রতিবেশী দেশের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে হেলথ কানাডা ওয়েবসাইট দেখুন।
- দিস সাবস্ট্যাক পেজ-এ সিডিসির মুছে ফেলা নির্দেশিকাগুলো সংরক্ষিত আছে।
- ৯ ফেব্রুয়ারি ২০২৫-তে প্রকাশিত নিউজলেটারে ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন বেশ কিছু আর্কাইভিং রিসোর্সের তালিকা প্রকাশ করেছে।
- মেডস্কেপ মেডিকেল নিউজের প্রকাশিত ৭ ফেব্রুয়ারি ২০২৫ এর একটি প্রতিবেদনে সাংবাদিক লিজ সিগার্ট সিডিসির নির্দেশিকা ও ডেটাসেটগুলোর একটি তালিকা প্রকাশ করেছেন।
- ব্লগে ৫ ফেব্রুয়ারি ২০২৫-তে অ্যাসোসিয়েশন অব হেলথ কেয়ার জার্নালিস্ট’স ব্লগে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞান সাংবাদিক টারা হেলে বেশ কিছু ফেডারেল সংক্রামক রোগ সংক্রান্ত ডেটা আর্কাইভিং রিসোর্স সম্পর্কে উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে ইমিউনাইজ.অর্গ। যাদের সংগ্রহে রয়েছে ভ্যাকসিন ইনফরমেশন স্টেটমেন্টস।
- ১৪ জানুয়ারি ২০২৫-তে দ্য ওপেন নোটবুকে প্রকাশিত এক প্রতিবেদনে ফ্রিল্যান্স লেখক ও সহকারী অধ্যাপক অ্যালিস ফ্লির্যাকার্স সাংবাদিকদের জন্য সহায়ক বেশ কিছু ওপেন সোর্স ডেটাবেসের তালিকা দিয়েছেন।
- জনস হপকিন্স ইউনিভার্সিটি জনস্বাস্থ্য বিষয়ক ডেটা ও গবেষণা সংরক্ষণ করছে।
সম্পাদকীয় নোট: এ লেখাটি প্রথমে দ্য জার্নালিস্ট’স রিসোর্সে প্রকাশিত হয়। তাদের অনুমতি নিয়ে এখানে পুনঃপ্রকাশ করা হলো। সর্বশেষ আপডেট ১৫ ফেব্রুয়ারি ২০২৫।
নাসীম এস. মিলার দ্য জার্নালিস্টস রিসোর্সের (জেআর) স্বাস্থ্য বিষয়ক জ্যেষ্ঠ সম্পাদক। এখানে তিনি ২০২১ সালে যোগ দেন। এর আগে দুই দশক ধরে স্থানীয় পত্রিকা এবং ন্যাশনাল মেডিকেল ট্রেড পাবলিকেশনের স্বাস্থ্য প্রতিবেদক হিসেবে কাজ করেন। জেআরে যোগ দেওয়ার আগে অরল্যান্ডো সেন্টিনেলের জ্যেষ্ঠ স্বাস্থ্য প্রতিবেদক ছিলেন। পালস নাইটক্লাবে নির্বিচারে গুলি চালানোর ঘটনা নিয়ে দলীয়ভাবে কাজ করেছেন। দলটি ২০১৬ সালে পুলিৎজার প্রাইজের ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেয়।