প্রবেশগম্যতা সেটিংস

Planespotters with a 747 at Zagreb airport.

লেখাপত্র

প্লেনস্পটিং: বিমানটি এখন কোথায় আছে?

ক্রিয়েটিভ কমন্স, ছবি ক্রেডিট বিএমপি, ফ্লিকার

বিমান-উৎসাহী। পর্যবেক্ষক। সৌখিন। অনুসরণকারী। বিমান-গুরু। এরকম নানান শব্দে নিজেদের পরিচয় দিতে ভালোবাসেন প্লেনস্পটাররা। এক জায়গাতেই তাদের মিল – উড়োজাহাজ খুঁজে বের করা। তারা বিমান ওঠা-নামা পর্যবেক্ষণ করেন, সময় লিখে রাখেন, ছবি তোলেন এবং  লোগো বা ডিজাইনে নতুন কোনো বৈশিষ্ট্য পেলে তা-ও লিপিবদ্ধ করেন। এমন অনেক বিমান-স্পটার আছেন যারা ছবি, ভিডিও এবং টেইল নাম্বার থেকে শুরু করে চলাচলের পথসহ সনাক্ত করার মত সব তথ্য অনলাইনে পোস্ট করেন।

প্লেনস্পটিংয়ের যত রিসোর্স আছে তা এই তালিকায় সংকলন করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি)। ২০১৮ সালের সেই লেখায় তারা যেসব সাইট ঘুরে দেখার পরামর্শ দিয়েছে. তা হলো:

প্লেইন ফাইন্ডার ফ্লাইট রাডার ফ্লাইট অ্যাওয়্যার

বিশ্বে ফিল্টারবিহীন ফ্লাইট ডেটার সবচে বড় উৎস এডিএসবি এক্সচেঞ্জ এবং সিফরঅ্যাডস (C4ADS)। তারা এই তথ্য সংগ্রহ এবং ব্যবস্থাপনা করে। এই দুই প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে ওসিসিআরপি’র ডেটা টিম শাসকগোষ্ঠীর অনুগত ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতারা, কোথায়-কীভাবে ভ্রমন করেন তা খুঁজে বের করার একটি ব্যবস্থা দাঁড় করিয়েছে। এরকম বেশ কিছু উদাহরণসহ একটি বিবরণ পাবেন এই ব্লগপোস্টে

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিলা করোনেল তার নিজের ব্লগ ওয়াচডগ ওয়াচারে প্লেনস্পটিং এবং সাংবাদিকতা নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন। সেখানে তিনি বলেছেন, বিমান খুঁজে বের করার এইসব সাইট সাংবাদিকদের জন্য দারুণ কার্যকরী। সাংবাদিকরা বিমান চলাচলের তথ্য ঘেঁটে কীভাবে নানা অনিয়মের ঘটনা উন্মোচন করেছেন, এখানে তার বেশকিছু উদাহরণ আছে। তার মধ্যে একটি হলো তিউনিসিয়ান ব্লগার আসট্রুবালের, যিনি তুলে ধরেন দেশটির প্রেসিডেন্ট বেন আলীর স্ত্রী সরকারি অর্থের কতটা অপচয় করেন। গুগল ম্যাপ ও প্লেনস্পটিং সাইটের তথ্য ব্যবহার করে তিনি প্রেসিডেন্টের বিমান ট্র্যাক করেন এবং দেখান, সেটি ইউরোপের ফ্যাশন-নগরীগুলোতে কতবার অনানুষ্ঠানিক ট্রিপ দিয়েছে।

করোনেল আরেক সাংবাদিকের উদাহারন দেন, যিনি তার অনুসন্ধানে প্লেনস্পটিং সাইট থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন, “সম্ভাব্য সন্ত্রাসীদের সিআইএ কোথায় রাখছে” তা প্রমাণ করার জন্যে। তিনি ব্যাখ্যা করেন, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকরা খুঁজে বের করেন কীভাবে কর্পোরেট জেট ব্যবহার করে ব্যক্তিগত প্রমোদ ভবনে যাচ্ছেন বিভিন্ন কোম্পানির শীর্ষ নির্বাহীরা। পরে এই সব তথ্য দিয়ে তারা জেটট্র্যাকার নামে একটি ডেটাবেসও তাদের সাইটে প্রকাশ করেন।

শিলা করোনেলের প্রতিবেদন থেকে আমরা নিচের তালিকাটি তৈরি করেছি। যেসব সাংবাদিক তাদের রিপোর্টে উড়োজাহাজ স্পটিং সাইটের ডেটা ব্যবহার করতে আগ্রহী, এটি তাদের কাজে আসবে।

ক্রিয়েটিভ কমন্স, ছবি সৌজন্য সার্জিও মোরকন, ফ্লিকার

 

 

 

 

 

 

 

অনলাইনে ঘাঁটলেই এমন অনেক সাইট পাবেন যারা প্লেনস্পটারদের তোলা ছবি আপলোড করে থাকে। আপনার কোনো বিমানের ছবি দরকার হলে, বা ছবি মেলাতে হলে এসব সাইট ঘুরে আসতে পারেন।

কিছু সাইট আছে যেখানে এয়ারক্রাফটের রেজিস্ট্রেশন সংক্রান্ত সব ধরনের তথ্য পাওয়া যায়।  সার্চ করে নিবন্ধন তথ্য বের করা যায় এমন দুটি ডেটাবেস হলো ল্যান্ডিংস এবং এয়ারফ্রেমস

বিমান চলাচলের পথ এবং তা ট্র্যাক করার জন্য আপনার কাজে আসবে ফ্লাইট এক্সপ্লোরার, প্লেনফাই্ন্ডার, ফ্লাইট অ্যাওয়্যার, এবং ফ্লাইটরাডার২৪। এসব সাইট আপনাকে নির্দিষ্ট বিমানের ওঠানামা সম্পর্কে ওয়াকিবহাল রাখতে সাহায্য করবে।

বিশ্বের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ডিরেক্টরি পাবেন এয়ারলাইন্স আপডেট ডট কমে।

এসম্পর্কে আপনার নতুন কোনো পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন। যোগাযোগ করুন hello@gijn.org এই ইমেইল ঠিকানায়।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

অনুসন্ধান পদ্ধতি গবেষণা

প্লেনস্পটার এবং পরিবহন পর্যবেক্ষকদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আপনার অনুসন্ধানে যেভাবে সহায়তা করতে পারে

বিচিত্র সব বিষয় নিয়ে শখ আছে মানুষের। কেউ পাখি দেখেন, কেউ বা সাপ। আবার কারও নেশা উড়োজাহাজ, জাহাজসহ নানা যানবাহনের দিকে। তাঁরা শুধু এগুলোর খোঁজখবর নিয়েই বসে থাকেন না। রীতিমতো আলোচনা করেন সামাজিক মাধ্যমে। আপনার অনুসন্ধানে এদের কাজে লাগাতে পারেন আপনি। পড়ুন এই প্রতিবেদনে।

অনুসন্ধান পদ্ধতি

যুক্তরাজ্যের সংসদ সদস্যদের সাথে নিয়ে টিবিআইজে যেভাবে ‘সাইলেন্সড স্টোরিজ’ উন্মোচন করেছে 

আমাদের চারপাশে দুর্নীতিসহ নানা কেলেঙ্কারির খবর চাপা পড়ে যায়। আসলে এসব খবর ধামাচাপা দিতে সংবাদমাধ্যমগুলোকে চাপ দেয় অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। টিবিআইজে কীভাবে সাংসদদের সঙ্গে জোটে বেঁধে চুপ করিয়ে দেওয়া প্রতিবেদনগুলো প্রকাশ করেছিল পড়ুন এই প্রতিবেদনে।

ডেটা সাংবাদিকতা পরামর্শ ও টুল

নিকার২০২৫ সম্মেলনে আলোচিত আধুনিক, সময় সাশ্রয়ী ও বিনামূল্যের চারটি অনুসন্ধানী ডেটা টুল

যাঁরা অনুসন্ধানী সাংবাদিকতা করে থাকেন এই প্রতিবেদনে তাঁদের জন্য থাকছে চারটি ডেটা টুলের সন্ধান। ধরুন, বেশ বড়সড় একটা অডিও ফাইল হাতে এসেছে, গোটাটা শোনারসময় করে উঠতে পারছেন না। সারাংশটা চাই, তাই তো? দেখুন এই প্রতিবেদনে এমন কিছুর সন্ধান মেলে কিনা।

গবেষণা ডেটাবেজ

বেসরকারি ডেটার বিকল্প উৎস ও আর্কাইভের তালিকা দেখুন এখানে

পরিসংখ্যানের জন্য সরকারি উৎসগুলো এককথায় অতুলনীয়। সেই সঙ্গে বেসরকারি সংস্থাগুলোও ডেটার ভালো উৎস। বেশ কিছু সাংবাদিক সংগঠনও ডেটা সংরক্ষণ করে থাকে এবং দলের সদস্যদের কাছে প্রয়োজনমাফিক তথ্য যোগায়। এই প্রতিবেদনে স্বাস্থ্যবিষয়ক ডেটার খোঁজ কোথায় পাবেন তার সন্ধান থাকল।