প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

বিষয়

কারা পাচ্ছেন সিগমা অ্যাওয়ার্ডস, সংক্ষিপ্ত তালিকা ঘোষণা জিআইজেএনের

এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২৪টি দেশের ৫০টি ডেটা সাংবাদিকতা প্রকল্প স্থান করে নিয়েছে।

বিশ্বজুড়ে সেরা ডেটা সাংবাদিকতাকে স্বীকৃতি দেয়—এমন একটি প্রতিযোগিতার নতুন আয়োজক হিসেবে, আমরা গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) আনন্দের সঙ্গে সিগমা অ্যাওয়ার্ডস ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করছি।

২০২৫ সালের শুরুতে আমাদের কাছে ৪৯৮টি ডেটা সাংবাদিকতা প্রকল্প জমা পড়ে। যা বিশ্বজুড়ে শত শত সাংবাদিকের দারুণ সব কাজের প্রতিনিধিত্ব করে। ১৯ সদস্যের আন্তর্জাতিক বিচারক দল এই প্রকল্পগুলো পর্যালোচনা করে ৫০টি ব্যতিক্রমী কাজ নির্বাচন করেছেন। এখানে তালিকা দেওয়া হলো:

সিগমা অ্যাওয়ার্ডস ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় প্রতিনিধিত্বকারী অঞ্চল হিসেবে এগিয়ে ইউরোপ

সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ৫০টি ডেটা সাংবাদিকতা প্রকল্পের ১৮টিই ইউরোপের বিভিন্ন দেশের। এ ছাড়া ১০টি উত্তর আমেরিকা, ৯টি দক্ষিণ আমেরিকা, এশিয়ার ৮টি, ক্যারাবিয়ান ও সেন্ট্রাল আমেরিকার ৩টি এবং মিনা অঞ্চল থেকে ২টি প্রকল্প সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে।

এই প্রতিযোগিতায় জমা পড়া প্রকল্পগুলো বিশ্বজুড়ে ডেটা সাংবাদিকতার সেরা কাজগুলোকে একত্রিত করে তুলে ধরতে সাহায্য করেছে। অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চলতি বছরের ১৯ থেকে ২৩ মের মধ্যে আমরা চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করব। আপাতত, যাঁরা ২০২৫ সালের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন, সেইসব দল, ফ্রিল্যান্সার, অলাভজনক সংস্থা এবং আন্তর্জাতিক ডেটা সাংবাদিকতা দলের অসাধারণ প্রতিনিধিদের অভিনন্দন।

নিচে সিগমা অ্যাওয়ার্ডস ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রকল্পগুলোর নাম দেওয়া হলো, যা দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

 প্রজেক্ট ক্যাটাগরিতে ৩৭ জন চূড়ান্ত প্রতিযোগী

  • ইন্টারওসেনিক করিডর: আ স্টোরি অব ইমপজিশন, ডিসপজেশন, অ্যান্ড ভায়োলেন্সএল উনিভেরসাল, পুলিৎজার সেন্টার, পালাব্রা (মেক্সিকো)
  • ব্রোকেন ট্র্যাকআর্মি টাইমস (যুক্তরাষ্ট্র)
  • ৪০ একরস অ্যান্ড আ লাইসেন্টার ফর পাবলিক ইন্টেগ্রিটি, রিভিল, মাদার জোনস (যুক্তরাষ্ট্র)
  • দ্য ক্লাইমেট-ফ্রেন্ডলি ভার্জিন ইন তেরেঙ্গানুম্যাক্রাঙ্গা মিডিয়া (মালয়েশিয়া)
  • পাইপোর্তা বাজো এল আগুয়া (পাইপোর্তা আন্ডারওয়াটার)এল পায়িস (স্পেন)
  • হাউ ওয়ার ডিস্ট্রয়েড গাজা’স নেইবারহুডসদ্য গার্ডিয়ান (যুক্তরাজ্য)
  • ক্রাউডসোর্সিং রাইডশেয়ার ড্রাইভার লকআউটসব্লুমবার্গ নিউজ (যুক্তরাষ্ট্র)
  • অলমোস্ট ২০০ রাশিয়ান শিপস সাসপেকটেড অব স্পাইং ইন দ্য নর্থ সিফলো দ্য মানি, ডে টাইড (নেদারল্যান্ডস)
  • দেক্লারাসিওনেস হুরাদাস দে ফুনসিওনারিওস ডোমিনিকানোস (অ্যাফিডেভিটস অব ডোমিনিকান অফিসিয়ালস)দিয়ারিও লিব্রে (ডোমিনিকান রিপাবলিক)
  • গাজা লাইভস: রেজিস্টিং কালচারাল জেনোসাইডদ্য কন্টিনেন্টালিস্ট, ভিজ্যুয়ালাইজিং প্যালেস্টাইন (সিঙ্গাপুর)
  • দুবাই আনলকডআফ্রিকা আনসেন্সরড, আল জাজিরা, আজদা টিভি, বেলারুশিয়ান ইনভেস্টিগেটিভ সেন্টার, বার্ড, বুরো মিডিয়া, সিভিলনেট, কনটেক্সট ইনভেস্টিগেটিভ রিপোর্টিং প্রজেক্ট রোমানিয়া, সাইপ্রাস ইনভেস্টিগেটিভ রিপোর্টিং নেটওয়ার্ক, দারাজ, ডন, দে হ্রোনে অ্যামস্টারডামার, ডেলফি, ডার স্পিগেল, ডার স্ট্যান্ডার্ড, ডে টাইড, দিয়ারিও রম্বে, ডিরেক্ট৩৬, ইকোনমি পোস্ট, এক্সপ্রেসো, এতিলাত রোজ, এল উনিভেরসাল, ই২৪, ফোর্বস, ফ্রন্টিয়ার মিয়ানমার, ফ্রন্টস্টোরি.পিএল/রিপোর্টারস ফাউন্ডেশন, গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট, ইনফোলিব্রে, ইনসাইড স্টোরি, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস, ইনভেস্টিকো, ইনভেস্তিগাচে.সিজেড, ইনভেস্টিগেটিভ সেন্টার অব জেন কুচিয়াক, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ল্যাবআইআরএল, ইরপিমিডিয়া, আইস্টোরিস, ন্যাক, কোরিয়া সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম (কেসিআইজে)-নিউজটাপা, ক্রিক, লে মন্দে, লে সোয়া, লাইটহাউস রিপোর্টস, মালয়শিয়াকিনি, মালটা টুডে, মাইক্রোস্কোপ মিডিয়া, এনআইআরআইজে, ওসিএসিআরপি, অস্ট্রো, পেপার ট্রেইল মিডিয়া, রিপোর্টার.লু, স্কিমস (আরএফই/আরএল ইউক্রেনিয়ান সার্ভিস), সিয়েনা, শমরিম, সিরাজ, স্লিদস্তভো.ইনফো, স্ট্রেইটস টাইমস, এসভিটি, টেম্পো, দ্য এইজ, দ্য কনফ্লুয়েন্স মিডিয়া, দ্য আইরিশ টাইমস, দ্য নিউজ ইন্টারন্যাশনাল পাকিস্তান, দ্য নিক্কেই, দ্য সিডনি মর্নিং হেরাল্ড, দ্য টাইমস, টাইমস অব মাল্টা, টোয়ালা, ভিজি, ভ্লাস্ট, ওয়াইলে, জামানেহ মিডিয়া, জেডিএফ

পোর্টফোলিও ক্যাটাগরি (১৩ জন চূড়ান্ত প্রতিযোগী)

  • দ্য পুডিং (যুক্তরাষ্ট্র)
  • ফিন্যান্সিয়াল টাইমস (যুক্তরাজ্য)
  • সাউথ চায়না মর্নিং পোস্ট (হংকং)
  • আলইলামেয়া আলফিলিস্তিনিয়া আলমুস্তাকিলা [ফিলিস্তিনের স্বাধীন সংবাদমাধ্যম] (ফিলিস্তিন অঞ্চল)
  • সালুদ কন লুপা (পেরু)
  • ডার স্পিগেল (জার্মানি)
  • এলদিওরিও.ইএস (স্পেন)
  • রয়টার্স (সিঙ্গাপুর)
  • সাইট অনলাইন (জার্মানি)
  • লা নাসিওন (আর্জেন্টিনা)
  • আল জাজিরা (কাতার)
  • তিয়ান শিয়া চাজি [ওয়ার্ল্ড ম্যাগাজিন] (তাইওয়ান)
  • দ্য মার্শাল প্রজেক্ট (যুক্তরাষ্ট্র)

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

জলবায়ু

দ্য পুডিংয়ে ডেটা ভিজ্যুয়ালাইজেশন, জলবায়ু পরিবর্তনের গল্প পেয়েছে নতুন মাত্রা

আচ্ছা, জলবায়ু পরিবর্তন কথাটা শুনলে আপনার কেমন লাগে? ২০২৫ সালে দাঁড়িয়ে ৫০ বছর পর আপনার শহরের জলবায়ু কেমন হবে, তা কিভাবে অনুভব করবেন। ডেটা চিত্রায়নের মাধ্যমে সেটাই সহজবোধ্য করে তুলে ধরা হয়েছে।

ডেটিং অ্যাপের মাধ্যমে হয়রানি-নির্যাতন, একটি ম্যাচ অ্যাপের ব্যর্থতা অনুসন্ধান

সারাবিশ্বের ডেটিং অ্যাপের জয়জয়কার। মার্কিন যুক্তরাষ্ট্রে তো বটেই। কমপক্ষে ৪০ শতাংশ সম্পর্কের সূত্রপাত হয়েছে এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে। কিন্তু ম্যাচ অ্যাপ প্রতিষ্ঠানটি আদৌ কি তার গ্রাহককে নিরাপত্তা দিতে পেরেছিল ? দেখুন এই প্রতিবেদনে?

অনুসন্ধান পদ্ধতি জলবায়ু

নতুন দৃষ্টিকোণ থেকে তেল ও গ্যাস বিষয়ক রিপোর্টিং — পারমাণবিক বর্জ্য

সাংবাদিক জাস্টিন নোবেলের এই অনুসন্ধানী প্রতিবেদন দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর শিল্পখাত তেল-গ্যাস, সরকারের ও একাধিক সহযোগী সংস্থার সমর্থনে কীভাবে পানি, বায়ু, ভূমি, মাটি ও কৃষিপণ্যসহ, নিজেদের কর্মী ও আশপাশের সাধারণ মানুষের ফুসফুস, রক্ত, আর হাড় পর্যন্ত দূষণ পৌঁছে দিচ্ছে।

অনুসন্ধান পদ্ধতি গবেষণা

প্লেনস্পটার এবং পরিবহন পর্যবেক্ষকদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আপনার অনুসন্ধানে যেভাবে সহায়তা করতে পারে

বিচিত্র সব বিষয় নিয়ে শখ আছে মানুষের। কেউ পাখি দেখেন, কেউ বা সাপ। আবার কারও নেশা উড়োজাহাজ, জাহাজসহ নানা যানবাহনের দিকে। তাঁরা শুধু এগুলোর খোঁজখবর নিয়েই বসে থাকেন না। রীতিমতো আলোচনা করেন সামাজিক মাধ্যমে। আপনার অনুসন্ধানে এদের কাজে লাগাতে পারেন আপনি। পড়ুন এই প্রতিবেদনে।