টিপশীট পরামর্শ ও টুল সুরক্ষা ও নিরাপত্তা
নিজেকে সুরক্ষিত রেখে অনুসরণ করুন উগ্র ডানপন্থীদের গতিবিধি, রইলো কিছু পরামর্শ
উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপত্তা হুমকির কারণ। আবার এর উল্টো দিক আছে। তাদের নিয়ে দারুণ সব প্রতিবেদন তৈরির সুযোগও আছে। নিজেদের সুরক্ষিত রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গতিবিধি অনুসরণ করা, খোঁজখবর রাখা,পডকাস্ট শোনা বা রাস্তা-ঘাটে তাদের সভা সমাবেশের দিকে চোখ রাখা গুরুত্বপূর্ণ।