সংবাদ ও বিশ্লেষণ
তিউনিসিয়ার একনায়কের শেষ, উন্মত্ত ফোনকল উন্মোচিত হলো যেভাবে
আরব বসন্তের আগে, ২৩ বছর ধরে তিউনিসিয়ার ক্ষমতায় ছিলেন বেন আলী। কিন্তু ২০১১ সালে বিপ্লব শুরুর পর এক ঝটকায় কিভাবে তিনি সব ক্ষমতা হারিয়েছিলেন এবং কতটা নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন– তা জানা গেছে তাঁর ক্ষমতার শেষ মুহূর্তের কিছু ফাঁস হয়ে যাওয়া ফোনকলের সুবাদে। এখানে পড়ুন, তথ্যচিত্রটি নির্মানের পেছনের গল্প এবং এ ধরনের ফাঁস হওয়া ফোনকল নিয়ে কাজের পরামর্শ।