পরামর্শ ও টুল মানবপাচার
মানব পাচার অনুসন্ধানে নিরাপদ থাকার সেরা চর্চা
বিশ্বজুড়ে প্রায়ই মানব পাচারের সঙ্গে জড়িত থাকে বিভিন্ন সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী। ফলে এ নিয়ে অনুসন্ধানের কাজটি বেশ ঝুঁকিপূর্ণও বটে। মানব পাচার নিয়ে কাজের সময় সাংবাদিকেরা কীভাবে নিজেদের ও সোর্সদের নিরাপদ ও সুরক্ষিত রাখতে পারেন তা নিয়ে উপকারী কিছু পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ দুই সাংবাদিক অ্যানি কেলি ও ইয়ান আরবিনা।