রিসোর্স
স্বৈরাচারী রাষ্ট্রে থেকেও সাংবাদিকদের কেন সাহসী রিপোর্টিং করা উচিৎ
বিশ্বের কর্তৃত্বপরায়ণ দেশগুলোয় যে প্রশ্ন সাংবাদিকদের পীড়িত করে তা হলো, এই যে জবাবদিহিমূলক সাংবাদিকতা করার চেষ্টা করছি, তার প্রভাব কি? সরকার তো কোনো কিছুকেই পাত্তা দিচ্ছে না। তবে, ডিজিটাল যুগে মানবাধিকার ইস্যুতে বিশ্বের শীর্ষস্থানীয় সম্মেলন রাইটসকনে এই পরিস্থিতির সঙ্গে কীভাবে সাংবাদিকেরা খাপ খাওয়াতে পারেন তা বাৎলেছেন অভিজ্ঞ সাংবাদিকেরা।