কী দেখবেন: ডিগ পুরস্কারের জন্য মনোনীত অনুসন্ধানী তথ্যচিত্র
সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করা সৈনিকদের জীবন, নামিবিয়ার রাজনীতিবিদের ঘুষ কেলেঙ্কারি, ভারতের একটি কুখ্যাত হাইওয়ে, হংকংয়ের নাগরিক অধিকার; ইত্যাদি নানা বিষয় নিয়ে নির্মিত হয়েছে সাড়াজাগানো সব অনুসন্ধানী তথ্যচিত্র। এগুলোর মধ্য থেকে এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে দেওয়া হবে ডিগ পুরস্কার। দেখে নিন: কোন তথ্যচিত্রগুলো পেয়েছে চূড়ান্ত মনোনয়ন।