মানুষ, নথি আর তথ্য নিয়ে নিরন্তর লড়াইয়ে যে জাপানি সাংবাদিক
জাপানের অনুসন্ধানী সাংবাদিক ইয়াসোমি সাওয়া লড়ছেন উন্মুক্ত নথিপত্র, স্বাধীন সাংবাদিকতার প্রসারের জন্য। তিনি একাধারে রিপোর্টার, শিক্ষক, আয়োজন করেন সাংবাদিকদের জন্য সম্মেলনও। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস, তথা আইসিআইজের মিট দ্য ইনভেস্টিগেটরস নামের মাসিক সিরিজে উঠে এসেছে এই অনুসন্ধানী সাংবাদিকের গল্প। এই সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন, জাপানে সাংবাদিকতার বর্তমান চিত্র।