৯ ধরনের ভিজ্যুয়াল স্টোরিটেলিং, যা মোবাইল ফোনের জন্য খুবই কার্যকর
দর্শকদের একটি বড় অংশ এখন কন্টেন্ট দেখেন মোবাইলে। এখানে জনপ্রিয় ৯টি স্টোরিটেলিং ফরম্যাটের কথা বলা হয়েছে, যা মোবাইল উপযোগী এবং বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো এখন ব্যাপকভাবে ব্যবহার করছে। ফিনল্যান্ডের সর্ববৃহৎ দৈনিক হেলসিংগিন সানোমাটের ভিজ্যুয়াল সাংবাদিক, এমা-লিনা ওভাসকাইনেন, তালিকাটি চূড়ান্ত করেছেন, সাথে বেশ কিছু উদাহরণও দিয়েছেন।