সম্পাদকের বাছাই: ২০১৯ সালে আরবী ভাষার সেরা অনুসন্ধান
জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর বিচারে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক। ফলে এখানকার অনুসন্ধানী সাংবাদিকদের কাজ করে যাওয়াও ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতির মধ্যেও সেখান থেকে এসেছে গুরুত্বপূর্ণ সব অনুসন্ধানী প্রতিবেদন। তেমনই কিছু অনুসন্ধানের খবর জানাচ্ছেন মাজদোলিন হাসান।