দুর্নীতি বিশেষজ্ঞ নিজেই অভিযুক্ত মুদ্রা পাচারের অপরাধে
কখনো ভেবেছেন, দুর্নীতি করে অনেক টাকার মালিক বনে যাবার কথা? যারা অপরাধ সাম্র্যাজ্য নিয়ে কাজ করেন, কখনো কখনো তাদের নিশ্চয়ই লোভ হয়, একটু এদিক-ওদিক করে কিছু টাকা কামিয়ে নিতে। মার্কিন অধ্যাপক ব্রুস ব্যাগলির বিরুদ্ধে ঠিক এই অভিযোগটাই এনেছেন দেশটির ফেডারেল আইনজীবীরা।