রিসোর্স
স্মার্টফোনে ছবি যাচাইয়ের চারটি সহজ পদ্ধতি
অনলাইনে প্রায়ই দেখা যায়: অনেক আগের কোনো ঘটনার ছবি নতুন করে ছড়িয়ে পড়ে সাম্প্রতিক কোনো ঘটনার কথা বলে। কারসাজি করা এসব ভুয়া ছবি প্রায়ই ছড়ানো হয় রাজনৈতিক অ্যাজেন্ডা সামনে রেখে। আশার কথা: এসব বিভ্রান্তিকর ও ভুয়া ছবি যাচাই করার সহজ কিছু টুল ও কৌশল আছে। কাজটি আপনি করতে পারবেন স্মার্টফোন দিয়েই। এই লেখায় জেনে নিন এমন চারটি টুল ব্যবহারের কৌশল।