সংবাদ ও বিশ্লেষণ
মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের যেভাবে খুঁজে বের করলেন ওপেন সোর্স বিশেষজ্ঞরা
মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের খুঁজে বের করতে গিয়ে বেলিংক্যাটের ওপেন সোর্স অনুসন্ধানী সাংবাদিকরা শত শত ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন। কাজটি আপাত দৃষ্টিতে কঠিন মনে হতে পারে। কিন্তু বেলিংক্যাটের জিয়ানকার্লো ফিওরেলা বলেছেন, “আপনি যদি শুধু লিংক কপি করতে জানেন, কন্ট্রোল-সি ও কন্ট্রোল-ভি-এর ব্যবহার জানেন; এবং সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন যে, কোনো ঘটনা ঘটার সাথে সাথে সেগুলো খোঁজার জন্য মানুষ কী ধরনের শব্দ ও বাক্য ব্যবহার করে; তাহলে আপনিও এই কাজ করতে পারবেন।”