আমার প্রিয় অনুসন্ধানী টুল: ইমানুয়েল ফ্রয়েডেনথাল
অসাধারণ সব অনুসন্ধানী প্রতিবেদনের জন্ম দেয়া সাংবাদিক ইমানুয়েল ফ্রয়েডেনথালের প্রিয় টুলের মধ্যে আছে জিপিএস ট্র্যাকস, বিমান খোঁজার এন্টেনা, জিমেইল স্নুজ, ইত্যাদি। কিন্তু কেন এইসব টুল তার এত প্রিয়? কোন অনুসন্ধানে কীভাবে তিনি এসব ব্যবহার করেছেন? উত্তর পাবেন, এই লেখাতে। কে জানে, হয়তো এসব টুল এক দিন আপনার অনুসন্ধানেও কাজে আসতে পারে!