নাগরিক অনুসন্ধান: ব্যক্তি নিয়ে গবেষণা
আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:
গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান গাইড
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান গাইড: ভূমিকা
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: অনুসন্ধান পরিকল্পনা ও পরিচালনা
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: নৈতিকতা ও সুরক্ষা
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: ইন্টারনেটে খোঁজ
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: ব্যক্তি নিয়ে গবেষণা
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: কর্পোরেশনের মালিক কারা
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: সরকারি নথিপত্র নিয়ে অনুসন্ধান
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: রাজনীতিবিদদের নিয়ে অনুসন্ধান
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: সম্পত্তির মালিকানার খোঁজ-খবর
ব্যক্তি ও বিশেষজ্ঞদের নিয়ে গবেষণা
ব্যক্তি নিয়ে গবেষণার জন্য অনলাইনে অনেক উন্নত টুল আছে।
ডিজিটাল অনুসন্ধান সংক্রান্ত বেশ কিছু টুল নিয়ে আলোচনা করা হয়েছে এই রিসোর্সে: দ্য ওপেন সোর্স ইন্টেলিজেন্স ফ্রেমওয়ার্ক। এই আউটলাইনে যে কোনো ক্যাটাগরিতে ক্লিক করলে সংশ্লিষ্ট বেশ কিছু টুলের অপশন দেখতে পাবেন।
জিআইজেএনের পাঠকদের জন্য অনলাইন গবেষণা নিয়ে জানাবোঝার শুরুটা হয় বিবিসির পল মায়ার্সের অনলাইনে গবেষণার টুল ও অনুসন্ধানী কৌশল দিয়ে। তাঁর ওয়েবসাইট, রিসার্চ ক্লিনিকে পাবেন অনলাইনে গবেষণা সংক্রান্ত প্রচুর লিংক ও রিসোর্স। যার মধ্যে আছে এই পূর্ণাঙ্গ তালিকা। স্ক্রল করে নিচের দিকে আসলে “পিপল ফাইন্ডারস”-এ পাবেন কোনো মানুষকে খুঁজে বের করার উপায় এবং আরও অনেক কিছু।
এই ধরনের তথ্যের জন্য আরেকটি সোনার খনি ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিসোর্সেস। এটির ব্যবস্থাপনা করে কানাডিয়ান প্রতিষ্ঠান, টোডিংটন ইন্টারন্যাশনাল। (এ ধরনের অনুসন্ধান কীভাবে পরিচালনা করবেন– সে সংক্রান্ত উপকারী ধারণা পেতে পারেন টিআইআই-এর অনুসন্ধানের চেকলিস্ট ও চিট শিট থেকে।)
নিউ ইয়র্ক টাইমসের ওপেন সোর্স অনুসন্ধানে বিশেষজ্ঞ, ম্যালাকি ব্রাউন একটি টুলকিট তৈরি করেছেন। যেখানে এ ধরনের অনুসন্ধানে সহায়ক ৮০টিরও বেশি লিংক ও রিসোর্সের সন্ধান আছে। এ ধরনের আরেকটি রিসোর্সের ঘাঁটি স্টার্টমি ডট কম। এখানে পাবেন ডেটাবেজ, সার্চ ইঞ্জিন ও অন্যান্য টুলের খোঁজ।
মানুষের খোঁজ, সোশ্যাল মিডিয়ায় সার্চ
নির্দিষ্ট কোনো মানুষ সম্পর্কে তথ্য পাওয়ার জন্য অনলাইনে অনেক ধরনের পথ আছে।
এই কাজের জন্য একটি প্রধান সাইট পিপল। এখানে আপনি ৩.২ বিলিয়ন মানুষের মধ্যে খোঁজ চালাতে পারবেন। পিপল-এ সার্চ করা খুবই সহজ। শুধু একটি নাম ও সম্ভাব্য স্থান ধরে আপনি সার্চ করতে পারেন। এরপর সার্চ ইঞ্জিনটি সেই সংক্রান্ত সব ফলাফল তুলে আনবে। যেখান থেকে আপনি কোনো ব্যক্তির ঠিকানা, তাদের অতীত কর্মস্থল, পরিচিত মানুষজন ইত্যাদি আরও অনেক তথ্য জেনে নিতে পারবেন।
ওয়েবসাইট ট্র্যাফিক মনিটরিং কোম্পানি, এহার্ফ-এর নিক চুরিক লিখেছেন: ইমেইল ঠিকানা খুঁজে পাওয়ার ৮টি কার্যকরী পন্থা। ইমেইল খুঁজে পাওয়ার ক্ষেত্রে কীভাবে সেটি ভালোভাবে অনুমান করবেন– সে সংক্রান্ত দারুন কিছু পরামর্শও পাবেন এখানে। এই কাজের জন্য নির্দিষ্ট যে সাইটটি ব্যবহারের পরামর্শ প্রায়ই দেওয়া হয়, তা হলো: হান্টার ডট আইও। সেইজ মিডিয়ার এই লেখাতেও পাবেন বেশ কিছু উপকারী পরামর্শ: কীভাবে কারো ইমেইল ঠিকানা খুঁজে বের করবেন। জাপিয়েরের জেসিকা গ্রিনের এই লেখাটিও পড়তে পারেন: এই পরামর্শ ও টুলগুলো কাজে লাগিয়ে যে কোনো ইমেইল ঠিকানা খুঁজে বের করুন।
ফেসবুকে অনুসন্ধান নিয়ে এখানে বিস্তারিত লিখেছেন পল মায়ার্স। এছাড়াও পড়তে পারেন লাইফওয়্যার-এ প্রকাশিত ফেসবুকে মানুষ খুঁজে বের করার ছয়টি উপায়।
মায়ার্সের সাইটে সোশ্যাল মিডিয়া টুলস সেকশনে আরও বিস্তারিতভাবে পাবেন ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ও অন্যান্য প্ল্যাটফর্মে সার্চ করার টুল ও কৌশল।
লিংকডইনে খোঁজ চালানোর একটি উপকারী গাইড পাবেন পিআইবাজ ডট কম-এ। যুক্তরাষ্ট্র-ভিত্তিক এক ব্যক্তিগত অনুসন্ধানকারী এটি পরিচালনা করেন। অথবা দেখতে পারেন লিংকডইনের নিজস্ব গাইড, এবং যুক্তরাষ্ট্র-ভিত্তিক অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান, জাপিয়েরের এই পরামর্শগুলো।
টুইটারের ক্ষেত্রে, শুরু করুন প্ল্যাটফর্মটির অ্যাডভান্সড সার্চ পেজ থেকে। দক্ষিণ আফ্রিকার সাংবাদিক ও প্রশিক্ষক রেমন্ড জোসেফ একটি পেজ তৈরি করেছেন বিভিন্ন টুল, উপকারী লিংক ও রিসোর্স দিয়ে। এখানে টুইটারে সার্চ করারও পরামর্শ পাবেন।
এ বিষয়ে আরেকটি ভালো গাইড তৈরি করেছে বিপণন প্রযুক্তির ব্লগ, রেজরসোশ্যাল: সোশ্যাল মিডিয়া সার্চের ৭টি দারুন টুল।
এছাড়াও আরও অনেক টিপশিট আছে। ফলে এ ধরনের আরও ভাবনা পাওয়ার জন্য অন্যান্য প্লাটফর্মগুলোতেও খোঁজ করে দেখুন।
বিশেষজ্ঞ খুঁজে পাওয়া
আপনার হয়তো কখনো কখনো কিছু বিষয়ে বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন হবে। যেমন কোনো চিকিৎসক বা নির্দিষ্ট কোনো বিষয়ে বিশেষজ্ঞ খুঁজে বের করতে হবে।
নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ গ্রুপগুলোর খোঁজ দিয়ে আপনি এই কাজ শুরু করতে পারেন। তারা হয়তো সেই বিষয়ে বিশেষজ্ঞদের একটি তালিকা রাখে। যেমন, ক্লিয়ার নামের এই সেবাটি থেকে আপনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পেশাজীবী অ্যাসোসিয়েশনগুলোর ডিরেকটরি পেয়ে যাবেন।
লিংকডইনে সার্চ করাটা বেশ কার্যকরী হতে পারে। অ্যাডভান্সড সার্চ অপশন ব্যবহার ছাড়াও, বিভিন্ন গ্রুপ ও কোম্পানি পেজের খোঁজ করতে পারেন।
বিশেষজ্ঞের জন্য, আরও দেখুন জিআইজেএনের এই লেখা: কোথায় পাবেন বিশেষজ্ঞ? অথবা দেখুন জার্নালিস্ট’স টুলবক্স।
জিআইজেএন রিসোর্স সেন্টারের এই পেজে (অনলাইনে অনুসন্ধানের যত টুল) পাবেন অনলাইন সার্চ নিয়ে আরও অনেক বাড়তি রিসোর্সের খোঁজ। উপরে উল্লেখ করা সবগুলো বিষয় নিয়েই সেখানে আরও গভীরে আলোচনা করা হয়েছে।