নাগরিক অনুসন্ধান: ইন্টারনেটে খোঁজ
আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:
গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান গাইড
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান গাইড: ভূমিকা
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: অনুসন্ধান পরিকল্পনা ও পরিচালনা
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: নৈতিকতা ও সুরক্ষা
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: ইন্টারনেটে খোঁজ
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: ব্যক্তি নিয়ে গবেষণা
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: কর্পোরেশনের মালিক কারা
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: সরকারি নথিপত্র নিয়ে অনুসন্ধান
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: রাজনীতিবিদদের নিয়ে অনুসন্ধান
অধ্যায় গাইড রিসোর্স
নাগরিক অনুসন্ধান: সম্পত্তির মালিকানার খোঁজ-খবর
অনলাইন সার্চের কৌশল
ইন্টারনেটে সার্চ করার সুনির্দিষ্ট কলাকৌশল ও পরামর্শ নিয়ে আমরা কথা বলব। তবে তার আগে আপনাকে ভালোমতো ভেবে নিতে হবে যে, আপনি কী জানতে চান। কার্যকরীভাবে সার্চ করার জন্য এটি জানা খুব গুরুত্বপূর্ণ। অল্প কিছু কিওয়ার্ড দিয়ে অনলাইন সার্চ শুরু করাই সাধারণত ভালো কাজ দেয়। সেটির ফলাফল দেখে কিছু কিওয়ার্ড বদলেও সার্চ করে দেখুন।
সার্চের পরিকল্পনা কীভাবে করবেন তা নিয়ে একটি ভালো টিউটোরিয়াল আছে এক্সপার্টিজ ফাইন্ডার-এ। দেখুন: গুগল সার্চ টিপস ফর জার্নালিস্টস।
এ-ও মনে রাখুন: শুধু ইন্টারনেটই তথ্য পাওয়ার একমাত্র জায়গা নয়।
অন্য আরও অনেক নথিপত্র, এবং সেগুলো কোথায় পাওয়া যেতে পারে- সেটিও চিন্তা করুন। যেমন, এটি হতে পারে কোনো লাইব্রেরি বা সরকারি দপ্তর। চিন্তা করুন: আপনি বিষয়টি নিয়ে কার সাথে কথা বলতে পারেন।
কল্পনা করতে পারা ভালো কাজ দেয়।
সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অপরাধ সনাক্ত করছেন নাগরিকেরা
ব্রকলিনের ৪৭ বছর বয়সী বিপণন ব্যবস্থাপক, ইলিস পাচেকো একটি ভিডিওতে দেখেছিলেন: এক ব্যক্তি একটি বিড়ালকে সজোরে লাথি মারছে। তিনি ভিডিওটি দেখে সনাক্ত করতে পেরেছিলেন ঘটনাটি কোথায় ঘটেছে। এবং সেটি তিনি পোস্ট করেন অনলাইনে। ফেসবুকে সেটি প্রচার হলে তা সংবাদমাধ্যম ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। এবং শেষপর্যন্ত গ্রেপ্তার করা হয় সেই অপরাধীকে।
গুগল সার্চের দক্ষতা
কী খুঁজতে চান- তা ঠিক হয়ে যাওয়ার পর আপনার সার্চিং দক্ষতা (বিশেষভাবে গুগলে) বাড়িয়ে নেওয়ার জন্য অনেক টুল পাবেন।
শুরু করার একটি ভালো জায়গা হতে পারে অ্যাডভান্সড সার্চ পেজ। এটি ছাড়াও আরও অনেক কিছু আছে।
কিছু কমান্ড ব্যবহার করে আপনি আপনার সার্চকে আরও সুনির্দিষ্ট করে তুলতে পারেন।
কোনো শব্দ-বাক্য উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখে সার্চ করলে শুধু সেই পেজগুলোই দেখাবে, যেখানে উদ্ধৃতির মধ্যে থাকা শব্দ-বাক্যগুলো হুবহু একইভাবে খুঁজে পাওয়া গেছে। এমন আরও অনেক কমান্ড আছে। যেমন, আপনি কোনো শব্দ-বাক্য বাদ দিয়ে খুঁজতে পারেন, দিন-তারিখ নির্দিষ্ট করে দিয়ে খুঁজতে পারেন। বিবিসির অনলাইন সার্চ বিশেষজ্ঞ পল মায়ার্সের এই টিপশিটে পাবেন এমন কিছু কমান্ডের খোঁজ।
সাংবাদিকদের জন্য গুগলের কিছু প্রশিক্ষণ ক্লাস আছে। এবং সেখানে অনলাইন সার্চিং নিয়েও একটি লেসন আছে। এছাড়াও দেখতে পারেন গুগলের রেকর্ড করা ওয়েবিনার, “পাওয়ার সার্চিং” কোর্স এবং আরও অনেক কিছু।
বিকল্প সার্চ ইঞ্জিন
সার্চ ইঞ্জিন মার্কেটের প্রায় ৭৫ শতাংশেই দেখা যায় গুগলের আধিপত্য। তবে গুগলের বাইরেও কিছু বিকল্প আছে।
কিছু কিছু সার্চ ইঞ্জিনের এই সুবিধা আছে যে, তারা আপনার সার্চ হিস্টরি রেকর্ড করে না।
যেমন, ডাকডাকগো আপনাকে ট্র্যাক করে না। এ বিষয়ে আরও জানতে দেখুন: ডাকডাকগো বনাম গুগল: দুই সার্চ ইঞ্জিনের একটি গভীর তুলনামূলক বিশ্লেষণ। ২০১৯ সালে এটি প্রকাশিত হয়েছিল সার্চ ইঞ্জিন জার্নালে। এখানে পাবেন টেকস্পটের তৈরি করা আরেকটি বিকল্প সার্চ ইঞ্জিনের তালিকা।
দেশ ধরে ধরে সার্চ ইঞ্জিনের তালিকা তৈরি করেছে সার্চ ইঞ্জিন কলোসাস। যেমন, রাশিয়ার ইয়ানডেক্স বা চীনের বাইদু। এখানে পাবেন সার্চ ইঞ্জিন ওয়াচের তৈরি করা ১২টি বিকল্প সার্চ ইঞ্জিনের তালিকা। এমন আরেকটি তালিকা তৈরি করেছে ম্যাশাবল। ভিন্ন ভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করে কেমন ফলাফল পাওয়া যায়, তার একটি তুলনা করেছে মেক টেক ইজিয়ার।
আরও অতীতের তথ্য খুঁজছেন? আর্কাইভ করা পেজ থেকে নানা তথ্য খুঁজে পেতে পারেন দ্য ওয়েব্যাক মেশিনে।
আগেকার ফোন-বুকগুলোকে সেকেলে মনে হলে ব্যবহার করুন World.192.com। এখানে পাবেন আন্তর্জাতিক টেলিফোন ডিরেকটরির তালিকা।
চীনের অনুসন্ধানকারী যেভাবে স্যাটেলাইট ছবি ব্যবহার করেছেন
কানাডায় আইন বিষয়ে পড়াশোনা করা চীনা শিক্ষার্থী, শন জাং গুগল আর্থ ঘেঁটে সংগ্রহ করেছিলেন জিনজিয়াংয়ে বন্দীশিবির গড়ে তোলার প্রমাণ। তিনি এমন বেশ কিছু স্যাটেলাইট ছবি এক জায়গায় করেছিলেন, যা থেকে এসব বন্দীশিবিরের অস্তিত্ব বোঝা যায়। তাঁর এই কাজ সম্পর্কে চায়না ফাইলের একটি প্রবন্ধে লেখা হয়েছে, “চীনা পুলিশ, জাংয়ের পরিবারকে চাপ দিয়েছে তার অনলাইনে পোস্ট করা কন্টেন্ট নিয়ে। তারপরও চীনা নাগরিক, জাং তাঁর গবেষণা চালিয়ে গেছেন।”
অ্যালার্ট তৈরি করা
কোনো বিষয় নিয়ে স্বয়ংক্রিয় “অ্যালার্ট” তৈরি করা যেন ২৪ ঘন্টার জন্য কোনো গোয়েন্দা নিয়োগ দেওয়ার মতো ব্যাপার।
গুগল অ্যালার্ট তৈরি করাও খুব সহজ। এখানে জেনে নিন, কীভাবে।
পড়তে পারেন রিসার্চবাজ নামের একটি ফান ব্লগে প্রকাশিত এই লেখা: গুগল অ্যালার্ট তৈরির সময় কিছু শব্দ বাদ দেওয়ার গুরুত্ব।
অ্যালার্ট থেকে যদি আপনি প্রাসঙ্গিক তথ্য-উপাদান না পান, তাহলে আপনি যে কোনো সময় সেটি ডিলিট করে দিতে পারেন।
ডোমেইন ও আইপি সংক্রান্ত তথ্য
আপনার হয়তো জানার প্রয়োজন হতে পারে যে, একটি নির্দিষ্ট ওয়েবসাইট কে পরিচালনা করে।
এই কাজের জন্য ব্যবহার করতে পারেন ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)-এর হুইজ ডোমেইন ডেটাবেজ। এখানে পাবেন নিবন্ধন করা সব ডোমেইনের তালিকা (ইউরোপিয় ইউনিয়নের প্রাইভেসি নীতির কারণে এটি অবশ্য কিছু ক্ষেত্রে ব্যাহত হয়)। ডোমেইন সংক্রান্ত খোঁজ চালানোর জন্য বেশ কিছু কাছাকাছি ধরনের সাইট আছে। ডোমেইনটুলস এগুলোর মধ্যে অন্যতম।
সব সাইটে ওয়েবসাইটের নাম বা ইউআরএল দিয়ে সার্চ করলে দেখা যেতে পারে নিবন্ধনকারীর নাম, ব্যবসা প্রতিষ্ঠান ও যোগাযোগের তথ্য। তবে এটিও মাথায় রাখতে হবে যে, ডোমেইন নিবন্ধনের কিছু সাইট তাদের ব্যবহারকারীদের একটি ডোমেইন নিবন্ধন করতে দেয় পরিচয় উন্মুক্ত না করে। এবং কেউ কেউ প্রক্সি ব্যবহার করেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন জিআইজেএনের রিসোর্স পেজে: অনলাইনে অনুসন্ধানের যত টুল।